বরিশাল নগরীর বটতলা এলাকায় অবরোধের সমর্থনে মিছিল থেকে বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) অ্যাডভোকেট আলী হায়দার বাবুল ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিউর রহমান মঞ্জুসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ নভেম্বর) দুপুরে তাদের গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর বিএনপির সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) জাহিদুর রহমান রিপন।
জাহিদুর রহমান রিপন বলেন, বটতলা দুদক অফিসের সামনে থেকে মহানগর বিএনপির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) বাবুল, সদস্য সচিব অ্যাডভোকেট মীর জাহিদুল কবির জাহিদসহ নেতাকর্মীরা একটি মিছিল বের করে। মিছিলটি রাজু মিয়ার পুল সংলগ্ন এলাকায় পৌঁছানোর পর দুই দিক থেকে পুলিশ ধাওয়া দেয়। এতে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় মহানগর বিএনপির আহ্বায়কসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। এদিকে বান্দরোডে স্বেচ্ছাসেবক দলের মিছিল শেষে মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিউর রহমান মঞ্জুকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি বিকেলে নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ওসি আনোয়ার হোসেন কালবেলাকে বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা পুরোনো মামলার আসামি। তা ছাড়া নাগরিক জীবনে প্রতিবন্ধকতা তৈরির সময় তাদের গ্রেপ্তার করা হয়েছে। বটতলা এলাকার মিছিলে কোনো লাঠিচার্জ হয়নি বলেও জানান তিনি।
মন্তব্য করুন