গাজীপুরের শ্রীপুরে মাওনা ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম খোকনকে থানায় ডেকে নিয়ে কারখানায় অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে জনতা। এতে এ মহাসড়কে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সড়কের কয়েকটি পয়েন্ট টায়ারে আগুন জ্বালিয়ে আটককৃত চেয়ারম্যানের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করছে বিক্ষুব্ধ জনতা।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাত এগারোটা দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তার পল্লী বিদ্যুৎ মোড় এলাকা অবরোধ করে রেখেছে হাজার হাজার জনতা।
গ্রেপ্তারকৃত মো. জাহাঙ্গীর আলম খোকন (৫০) উপজেলার মাওনা ইউনিয়নের সিংগারদিঘী গ্রামের ইদ্রিস আলীর ছেলে। তিনি মাওনা ইউনিয়ন পরিষদের নৌকা মার্কার নির্বাচিত বর্তমান চেয়ারম্যান।
খোকন চেয়ারম্যানের ছেলে মিজানুর রহমান রায়হান অভিযোগ করে বলেন, রাজনৈতিক কারণে আমার বাবাকে মিথ্যা, সাজানো ও ষড়যন্ত্রমূলক মামলায় আটক করা হয়েছে। ফরচুন গ্রুপের পাশ দিয়ে জনগণের চলাচলের একটি রাস্তা প্রশস্ত করার দাবি নিয়ে আমার বাবার সঙ্গে কথা কাটাকাটি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে ফয়সালার অজুহাতে আমার বাবাকে থানায় ডেকে নিয়ে আটক করা হয়েছে। আমি আমার বাবাকে দ্রুত মুক্তি দিয়ে, এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানাই।
শ্রীপুর থানার ওসি মো. শাহ্ জামান জানান, ফরচুন গ্রুপের কেয়ারটেকার জহিরুল ইসলাম নামে এক ব্যক্তি বাদি হয়ে জাহাঙ্গীর আলম খোকন চেয়ারম্যানসহ কয়েক জনের নামে অপহরণ ও চাঁদাবাজির অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে এবং চেয়ারম্যানকে আটক করা হয়েছে।
মাওনা হাইওয়ে থানার ওসি মাহবুব মোর্শেদ বলেন, রাত এগারোটা থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক বন্ধ করে রেখেছে স্থানীয় জনতা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত মাওনা চৌরাস্তার দুপাশে প্রায় দুই ঘণ্টা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখা হয়েছে। দুই ঘণ্টার অবরোধে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুপাশে প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।
মন্তব্য করুন