খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৪, ০৪:১৫ পিএম
অনলাইন সংস্করণ

আলুর দামে নাভিশ্বাস

দিনাজপুরের খানসামায় মাঠ থেকে আলু তুলছেন চাষি। ছবি : কালবেলা
দিনাজপুরের খানসামায় মাঠ থেকে আলু তুলছেন চাষি। ছবি : কালবেলা

চলতি মৌসুমে সব ধরনের সবজির ভালো ফলন হলেও লক্ষ্যমাত্রার চেয়ে কম উৎপাদন হয়েছে আলু। একেক সময় একেক পণ্যের দাম সর্বোচ্চ উঁচুতে গিয়েও নিম্নে নেমে এসেছে। অনেক পণ্যই কিনতে সাধারণ ক্রেতাদের হিমশিম খেতে হচ্ছে।

এ বছর অস্থির সবজি বাজারে দিনাজপুরের খানসামায় সচরাচর স্থিতিশীল ছিল আলুর দাম। এখন সেই আলু কয়েক দিনের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে ১৫-২০ টাকা। বর্তমানে প্রতি কেজি আলু প্রকারভেদে বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকা দরে। এমন পরিস্থিতিতে আলুও যেন ভোক্তাদের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে।

শনিবার (২০ এপ্রিল) উপজেলার বিভিন্ন সবজি বাজার ঘুরে দেখা যায়, প্রতিটি দোকানে কম-বেশি আলুর সরবরাহ রয়েছে। আলুর দাম ঊর্ধ্বগতি। দাম নিয়ে নিত্যপণ্যের বাজার তালিকায় নতুন করে যুক্ত হয়েছে এই আলু। খাবার প্লেটে প্রধান সবজি আলুর দাম বেড়ে হওয়ায় নাভিশ্বাস হয়ে উঠেছেন ভোক্তারা।

উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের ছাতিয়নগড় গ্রামে কথা হয় আলু চাষি মো. মমিনুল ইসলামের সঙ্গে। তিনি কালবেলাকে বলেন, এ বছর আমি ৪ বিঘা জমিতে আগাম আলুর চাষ করেছি এবং ভালো দাম পেয়েছি।

আলুর দাম বৃদ্ধির কারণ হিসেবে কেউ বলেছেন, উপজেলায় উৎপাদন কমেছে, অন্যান্য পণ্যের দামবৃদ্ধির প্রভাব, আবার কেউ বলেছেন বাড়তি চাহিদার কথা। এ ছাড়া সিন্ডিকেটের আশঙ্কাও করছেন অনেকে। তাই কৃত্রিম সংকট দেখেও আলুর দাম বাড়ছে বলে ভোক্তাদের অভিযোগ।

বাজারে সবজি কিনতে আসা দিনমজুর আ. রাজ্জাক কালবেলাকে বলেন, আমি দিন এনে দিন খাই। আমার ৫ জনের হাড়িতে প্রতিদিন কমপক্ষে ১ কেজি আলু লাগে। এখন দাম বাড়ায় আধা কেজি আলু কিনছি। এভাবে সব ধরনের জিনিসের দাম বাড়ার কারণে সংসার চালানো দায় হয়ে পড়ছে। এ যেন মড়ার উপর খাঁড়ার ঘা।

আলু কিনতে আসা রফিকুল ইসলাম কালবেলাকে বলেন, তরকারির মধ্যে আলুই হচ্ছে প্রধান সবজি। দৈনন্দিন খাবারের সঙ্গে এটি কমবেশি থাকে। এর আগে আলু ছাড়া সব ধরনের সবজির দাম বৃদ্ধি হয়েছে। কিন্তু সেই বৃদ্ধির তালিকায় নতুনভাবে যোগ হয়েছে আলুও। বর্তমানে দেশি আলু কিনলাম ৫০ টাকা দরে।

খানসামা বাজারের সবজি বিক্রেতা শাহীন কালবেলাকে বলেন, মোটামুটি সব সবজির দাম কম আছে। কিন্তু আলুর বাজার বেশি। কার্ডিনাল আলু মহাজনের কাছ থেকে ৪১ টাকা দরে কিনে এনে ৪৫ টাকা এবং দেশি আলু ৪৬ টাকা কিনে এনে ৫০ টাকা বিক্রি করছি। এ ছাড়া ক্যারিং খরচ তো আছেই।

উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা হাবিবা আক্তার কালবেলাকে বলেন, গতবারের চেয়ে এ বছর উপজেলায় লক্ষ্যমাত্রা কম ছিল। ১৯০০ হেক্টর জমিতে আলুর চাষ করা হয়েছে। এ বছর লক্ষ্যমাত্রা ছিল ২২৬০ হেক্টর। এবার কৃষকরা আগাম জাতের আলু উত্তোলন করে ভালো দামে বিক্রি করেছেন। কোনো কোনো কৃষক একই জমিতে দুইবার আলু লাগিয়ে বিক্রি করেছেন। গতবার আমরা এ উপজেলা থেকে বাইরের দেশে আলু রপ্তানি করেছি। এবার আলু কৃষকরা নিজেই ভালো দামে বিক্রি করে কিছু আলু বীজের জন্য রেখেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জঙ্গল সলিমপুরে র‍্যাব হত্যাকাণ্ডে গ্রেপ্তার আরও একজন

নির্বাচনী প্রতিশ্রুতি নয়, আমি জনগণের প্রতি দায়বদ্ধ : রবিন

‘চাঁদাবাজির অভিযোগ’ ইস্যুতে প্রক্টর অফিসে লিখিত অভিযোগ ঢাবি ছাত্রদলের

কনসালট্যান্ট পদে চাকরি দেবে এসএমসি, নেই বয়সসীমা

বিশ্বকাপ বয়কট করলেই নিষিদ্ধ হবে পাকিস্তান, আইসিসির হুমকি

সমালোচনা আর দোষারোপে মানুষের পেট ভরবে না : তারেক রহমান

‘আলফা এ আই’- এর ঘরে প্রিয়তমা খ্যাত হিমেল আশরাফ

ঢাকায় চাকরির সুযোগ দিচ্ছে মিডল্যান্ড ব্যাংক

প্যারোল কী? বন্দিরা কখন ও কীভাবে প্যারোল পান

গণঅধিকার পরিষদের ১৬ নেতাকর্মীর জামায়াতে যোগদান

১০

সাহরি-ইফতারের সময়সূচি নিয়ে বিভ্রান্তি, ইসলামিক ফাউন্ডেশনের ব্যাখ্যা

১১

গণপিটুনিতে রুপলাল-প্রদীপ হত্যাকাণ্ড, প্রধান আসামি গ্রেপ্তার

১২

৭১-এর স্বাধীনতা রক্ষা করেছে চব্বিশের ছাত্র আন্দোলন : তারেক রহমান

১৩

‘সবাই এখন নির্বাচন নিয়ে ব্যস্ত, কেউ আমাদের খোঁজ নিচ্ছে না’

১৪

প্রাথমিক শিক্ষকদের বেতন বাড়ছে যত

১৫

প্রতিহিংসা নয়, ঐক্যের রাজনীতি চাই : হাবিব

১৬

সালাম দিয়ে তারেক রহমান জানতে চাইলেন, ‘অনরা ক্যান আছেন?’

১৭

এবার পর্দায় বিক্রান্ত ম্যাসির সঙ্গে জেনিফার লোপেজ

১৮

বয়সের সঙ্গে বদলায় শরীরের পুষ্টির চাহিদা

১৯

কুমিল্লা-১০ আসনে মোবাশ্বের আলমের মনোনয়ন বৈধ ঘোষণা

২০
X