কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ০৭ জুন ২০২৪, ০৫:৫২ পিএম
আপডেট : ০৭ জুন ২০২৪, ০৫:৫৯ পিএম
অনলাইন সংস্করণ
ছাত্রলীগ নেতাকে হত্যা

পৌর ছাত্রলীগ সভাপতিসহ আসামি ১৮

নিহত আলামিন হোসাইন। ছবি : কালবেলা
নিহত আলামিন হোসাইন। ছবি : কালবেলা

গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রায় জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় নিহত আলামিন হোসাইন (২০) নামে এক ছাত্রলীগ নেতা নিহতের ঘটনায় থানায় মামলা হয়েছে।

বৃহস্পতিবার (৬ জুন) রাতে নিহত আলামিনের বাবা মো. মোতালেব হোসেন বাদী হয়ে পৌর ছাত্রলীগের সভাপতি ইমন খানসহ ১৮ জনের নাম উল্লেখ করে কালিয়াকৈর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

নিহত আলামিন হোসেন কালিয়াকৈর উপজেলার বরিয়াবহ এলাকায় মোতালেব হোসেনের ছেলে (২০)।

শিক্ষার্থী ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (৫ জুন) ছিল কালিয়াকৈর উপজেলার জাতির বঙ্গবন্ধু সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির বিদায় অনুষ্ঠান। দ্বিতীয় বর্ষের বিদায় অনুষ্ঠানকে কেন্দ্র করে পৌর ছাত্রলীগের সভাপতি ইমন খান গ্রুপ ও কলেজের দ্বাদশ শ্রেণি কমিটির ছাত্রলীগের সভাপতি আলামিন হোসাইন গ্রুপের মধ্যে মারামারি হয়। বৃহস্পতিবার দুপুরে বিষয়টি সমাধানের জন্য দুই গ্রুপ কলেজে হাজির হয়। এ সময় ইমন খানের নেতৃত্বে ৩০-৪০ জন ছাত্রলীগের কর্মী মোকদম প্লাজার সামনে আলামিন হোসাইন ও কামরুলকে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। স্থানীয় এলাকাবাসী আহত দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিলে চিকিৎসক আলামিনকে মৃত ঘোষণা করেন। কামরুল হাসানকে গুরুতর অবস্থায় মির্জাপুর কুমুদিনী হাসপাতালে পাঠানো হয়। এ ব্যাপারে বৃহস্পতিবার রাতে নিহত আলামিন হোসেনের বাবা বাদী হয়ে কালিয়াকৈর থানায় হত্যা মামলা দায়ের করেন।

কালিয়াকৈর থানার ওসি এ এফ এম নাসিম বলেন, দুই গ্রুপের সংঘর্ষে ছাত্রলীগ নেতা আলামিন নিহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। নিহতের বাবা ১৮ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাতনামাদের আসামি করে এ মামলা দায়ের করেন। এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি, তবে দোষীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এরইমধ্যে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ ও ছাত্রলীগের এক নেতা নিহতের ঘটনায় কালিয়াকৈর পৌর ছাত্রলীগ ও জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজ শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার জেলা ছাত্রলীগের সভাপতি সুলতান সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির মোড়ল স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ গাজীপুর জেলা শাখার এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বাংলাদেশ ছাত্রলীগ গাজীপুর জেলা শাখার অন্তর্গত কালিয়াকৈর পৌর শাখা এবং জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজ শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়ন্ত্রিত বোলিংয়ের পরও দলকে জেতাতে পারলেন না সাকিব

দলকে ফাইনালে তুলে যা বললেন মেসি

চাকরি দিচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, থাকছে না বয়সসীমা

আর্জেন্টিনার প্রেসিডেন্টকে ইটপাটকেল নিক্ষেপ উত্তেজিত জনতার

আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ আজ

কেন নিজের ‘বিকিনি’ ছবির পোস্টার ছিঁড়ে ফেলেন শর্মিলা?

বৈষম্যবিরোধী আন্দোলনের ৪ প্রতিনিধি যোগ দিলেন ছাত্রদলে

ধীরে ধীরে খেলে কি সত্যি ওজন কমে?

চীন সফরে কিম-পুতিনসহ ২৬ রাষ্ট্রপ্রধান

বিকেলে ব্যাংকে ঢুকে লুকিয়ে ছিল সহিদুল, রাতে ডাকাতির চেষ্টা

১০

সকালে ঘুম থেকে উঠতে কষ্ট হয়? মেনে চলুন এই ৬ টিপস

১১

মেসি ঝলকে ফাইনালে মায়ামি

১২

চাঁদা না দেওয়ায় গণঅধিকার নেতার হাতে ইউপি চেয়ারম্যান লাঞ্ছিত

১৩

মাদকসেবন করে মাতলামি করায় যুবকের কারাদণ্ড

১৪

আমাদের কেউ আলাদা করতে পারবে না: সুনীতা আহুজা 

১৫

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদমর্যাদাক্রম নিয়ে পরবর্তী আপিল শুনানি ৪ নভেম্বর 

১৬

শহিদের সঙ্গে প্রেম-বিচ্ছেদের কারণ জানালেন কারিনা

১৭

গাজায় তীব্র রূপ ধারণ করেছে দুর্ভিক্ষ, অনাহারে মৃত্যু ৩১৩ জনের

১৮

রাজধানীতে লরির ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল সিএনজি, নিহত ১

১৯

টিয়া পাখি নিয়ে ভিডিও করে বিপাকে শিক্ষিকা 

২০
X