কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ০৭ জুন ২০২৪, ০৫:৫২ পিএম
আপডেট : ০৭ জুন ২০২৪, ০৫:৫৯ পিএম
অনলাইন সংস্করণ
ছাত্রলীগ নেতাকে হত্যা

পৌর ছাত্রলীগ সভাপতিসহ আসামি ১৮

নিহত আলামিন হোসাইন। ছবি : কালবেলা
নিহত আলামিন হোসাইন। ছবি : কালবেলা

গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রায় জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় নিহত আলামিন হোসাইন (২০) নামে এক ছাত্রলীগ নেতা নিহতের ঘটনায় থানায় মামলা হয়েছে।

বৃহস্পতিবার (৬ জুন) রাতে নিহত আলামিনের বাবা মো. মোতালেব হোসেন বাদী হয়ে পৌর ছাত্রলীগের সভাপতি ইমন খানসহ ১৮ জনের নাম উল্লেখ করে কালিয়াকৈর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

নিহত আলামিন হোসেন কালিয়াকৈর উপজেলার বরিয়াবহ এলাকায় মোতালেব হোসেনের ছেলে (২০)।

শিক্ষার্থী ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (৫ জুন) ছিল কালিয়াকৈর উপজেলার জাতির বঙ্গবন্ধু সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির বিদায় অনুষ্ঠান। দ্বিতীয় বর্ষের বিদায় অনুষ্ঠানকে কেন্দ্র করে পৌর ছাত্রলীগের সভাপতি ইমন খান গ্রুপ ও কলেজের দ্বাদশ শ্রেণি কমিটির ছাত্রলীগের সভাপতি আলামিন হোসাইন গ্রুপের মধ্যে মারামারি হয়। বৃহস্পতিবার দুপুরে বিষয়টি সমাধানের জন্য দুই গ্রুপ কলেজে হাজির হয়। এ সময় ইমন খানের নেতৃত্বে ৩০-৪০ জন ছাত্রলীগের কর্মী মোকদম প্লাজার সামনে আলামিন হোসাইন ও কামরুলকে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। স্থানীয় এলাকাবাসী আহত দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিলে চিকিৎসক আলামিনকে মৃত ঘোষণা করেন। কামরুল হাসানকে গুরুতর অবস্থায় মির্জাপুর কুমুদিনী হাসপাতালে পাঠানো হয়। এ ব্যাপারে বৃহস্পতিবার রাতে নিহত আলামিন হোসেনের বাবা বাদী হয়ে কালিয়াকৈর থানায় হত্যা মামলা দায়ের করেন।

কালিয়াকৈর থানার ওসি এ এফ এম নাসিম বলেন, দুই গ্রুপের সংঘর্ষে ছাত্রলীগ নেতা আলামিন নিহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। নিহতের বাবা ১৮ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাতনামাদের আসামি করে এ মামলা দায়ের করেন। এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি, তবে দোষীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এরইমধ্যে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ ও ছাত্রলীগের এক নেতা নিহতের ঘটনায় কালিয়াকৈর পৌর ছাত্রলীগ ও জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজ শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার জেলা ছাত্রলীগের সভাপতি সুলতান সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির মোড়ল স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ গাজীপুর জেলা শাখার এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বাংলাদেশ ছাত্রলীগ গাজীপুর জেলা শাখার অন্তর্গত কালিয়াকৈর পৌর শাখা এবং জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজ শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জানা গেল আর্জেন্টিনার ফুটবলারকে লাথি মারা সেই ফুটবলারের পরিচয়

হামজাকে দলে পেতে মরিয়া বিশ্বের অন্যতম সেরা ক্লাব

খালেদা জিয়ার সুস্থতাই দেশবাসীর কামনা: টুকু

ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে ৪ বাংলাদেশি নাবিক উদ্ধার

নরসিংদী প্রেস ক্লাবের সহ-সভাপতি মশিউর রহমান মারা গেছেন

মাহফিলে বয়ানরত অবস্থায় বক্তার মৃত্যু

বিশ্বরেকর্ড গড়ার প্রত্যয়ে বিজয় দিবসে পতাকাসহ ঝাঁপ দেবেন ৫৪ প্যারাট্রুপার

আগামী জাতীয় নির্বাচন / বৃহত্তর সুন্নী জোটের সাথে একীভূত হচ্ছে প্রগতিশীল ইসলামী জোট

সড়ক দুর্ঘটনায় স্লিপার বাস, নিহত ১

রেল ইঞ্জিন রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণের জন্য বিদেশ যাচ্ছেন রেলের ১২ কর্মী

১০

ঢাকা–১৯ আসনে খেলাফত মজলিসের প্রার্থী মুহিউদ্দীন রাব্বানীর শোডাউন

১১

তাপমাত্রা কমবে না বাড়বে, জানাল আবহাওয়া অফিস

১২

৩ লাল কার্ডের ম্যাচে বাংলাদেশকে হারাতে ব্যর্থ আর্জেন্টিনার ক্লাব

১৩

৮ পরিকল্পনা ঘোষণা তারেক রহমানের

১৪

দলীয় প্রার্থীদের বিষয়ে নেতাকর্মীদের প্রতি তারেক রহমানের বার্তা

১৫

আলোকিত সমাজ গড়তে শিক্ষকদের জন্য উন্নত কর্মপরিবেশ সৃষ্টি করতে চাই: মাসুদ সাঈদী

১৬

মওলানা ভাসানী সেতু সড়কে ‘লাল নিশান’

১৭

চবি শিক্ষার্থীকে উদ্ধার ও নিরাপত্তা জোরদারের দাবিতে মানববন্ধন

১৮

শেবাচিমের লাখ লাখ টাকার ইলেকট্রিক সামগ্রী পানির দরে বিক্রি

১৯

সৌদি আরবে দ্গ্ধ হয়ে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X