কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ০৭ জুন ২০২৪, ০৫:৫২ পিএম
আপডেট : ০৭ জুন ২০২৪, ০৫:৫৯ পিএম
অনলাইন সংস্করণ
ছাত্রলীগ নেতাকে হত্যা

পৌর ছাত্রলীগ সভাপতিসহ আসামি ১৮

নিহত আলামিন হোসাইন। ছবি : কালবেলা
নিহত আলামিন হোসাইন। ছবি : কালবেলা

গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রায় জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় নিহত আলামিন হোসাইন (২০) নামে এক ছাত্রলীগ নেতা নিহতের ঘটনায় থানায় মামলা হয়েছে।

বৃহস্পতিবার (৬ জুন) রাতে নিহত আলামিনের বাবা মো. মোতালেব হোসেন বাদী হয়ে পৌর ছাত্রলীগের সভাপতি ইমন খানসহ ১৮ জনের নাম উল্লেখ করে কালিয়াকৈর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

নিহত আলামিন হোসেন কালিয়াকৈর উপজেলার বরিয়াবহ এলাকায় মোতালেব হোসেনের ছেলে (২০)।

শিক্ষার্থী ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (৫ জুন) ছিল কালিয়াকৈর উপজেলার জাতির বঙ্গবন্ধু সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির বিদায় অনুষ্ঠান। দ্বিতীয় বর্ষের বিদায় অনুষ্ঠানকে কেন্দ্র করে পৌর ছাত্রলীগের সভাপতি ইমন খান গ্রুপ ও কলেজের দ্বাদশ শ্রেণি কমিটির ছাত্রলীগের সভাপতি আলামিন হোসাইন গ্রুপের মধ্যে মারামারি হয়। বৃহস্পতিবার দুপুরে বিষয়টি সমাধানের জন্য দুই গ্রুপ কলেজে হাজির হয়। এ সময় ইমন খানের নেতৃত্বে ৩০-৪০ জন ছাত্রলীগের কর্মী মোকদম প্লাজার সামনে আলামিন হোসাইন ও কামরুলকে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। স্থানীয় এলাকাবাসী আহত দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিলে চিকিৎসক আলামিনকে মৃত ঘোষণা করেন। কামরুল হাসানকে গুরুতর অবস্থায় মির্জাপুর কুমুদিনী হাসপাতালে পাঠানো হয়। এ ব্যাপারে বৃহস্পতিবার রাতে নিহত আলামিন হোসেনের বাবা বাদী হয়ে কালিয়াকৈর থানায় হত্যা মামলা দায়ের করেন।

কালিয়াকৈর থানার ওসি এ এফ এম নাসিম বলেন, দুই গ্রুপের সংঘর্ষে ছাত্রলীগ নেতা আলামিন নিহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। নিহতের বাবা ১৮ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাতনামাদের আসামি করে এ মামলা দায়ের করেন। এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি, তবে দোষীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এরইমধ্যে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ ও ছাত্রলীগের এক নেতা নিহতের ঘটনায় কালিয়াকৈর পৌর ছাত্রলীগ ও জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজ শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার জেলা ছাত্রলীগের সভাপতি সুলতান সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির মোড়ল স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ গাজীপুর জেলা শাখার এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বাংলাদেশ ছাত্রলীগ গাজীপুর জেলা শাখার অন্তর্গত কালিয়াকৈর পৌর শাখা এবং জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজ শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১ যুগের নতুন দিগন্তে কুবিসাস

তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনে অংশ নেবে বিএনপি : আমীর খসরু 

দুর্যোগ মোকাবিলায় স্কাউটদের ভূমিকা অনন্য : শিক্ষা উপদেষ্টা

আইজিপি বাহারুলকে বরখাস্তের দাবিতে প্রধান উপদেষ্টাকে আইনজীবীর চিঠি

নেইমারের বিশ্বকাপ খেলা নিয়ে নতুন তথ্য জানালেন আনচেলত্তি

ভারতে আজহারির নামে ‘মাহফিলের’ প্রচারণা, যা জানা গেল

পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

অতিরিক্ত খাওয়া থামানোর সহজ ১০ উপায়

ভারত বাদ, বাংলাদেশ-চীনকে নিয়ে জোটের প্রস্তাব পাকিস্তানের

ফুটবল বিশ্বকাপে ফিফার নিরপেক্ষতা নিয়ে গুরুতর বিতর্ক

১০

পাকিস্তান আফগানিস্তান সীমান্তে তীব্র গোলাগুলি, নিহত ৪

১১

ছিনতাইকারীর ছুরিকাঘাতে স্টোর অফিসার নিহত

১২

পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা, স্থবির জনজীবন

১৩

ফিফার শান্তি পুরস্কার পেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

১৪

বারবার ফোন আনলকে হচ্ছে মস্তিষ্কের ক্ষতি, জানুন কীভাবে

১৫

৩৫০ মাইল দূরে বদলি, ক্ষোভ প্রকাশ করে যা বললেন শিক্ষক নেতা

১৬

সিরিয়াকে সুখবর দিল কানাডা

১৭

সীমান্তে এবারও হলো না দুই বাংলার মিলনমেলা

১৮

গ্রিভসের অবিশ্বাস্য ডাবল সেঞ্চুরি, ড্র করেও ‘জয়ের স্বাদ’ উইন্ডিজের

১৯

মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলেই ঢাকায় আসবে এয়ার অ্যাম্বুলেন্স

২০
X