কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৫, ০৭:৫৮ পিএম
আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, ০৮:০১ পিএম
অনলাইন সংস্করণ

প্রবাসীর পাঠানো সোনা আত্মসাৎ লাগেজ পার্টির

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দুবাই প্রবাসী মো. শামীম সানার ২০১ গ্রাম ওজনের স্বর্ণালঙ্কার দেশে পৌঁছে দেওয়ার কথা বলে সেগুলো আত্মসাৎ করেছে ‘আন্তর্জাতিক লাগেজ পার্টি’র ঢাকার একটি চক্র। এ ঘটনায় প্রতারক চক্রের মূলহোতা আমিরুজ্জামান আমিরের (৪৮) বিরুদ্ধে ডিএমপির পল্লবী থানায় অভিযোগ দিয়েছিলেন ভুক্তভোগী।

তবে অভিযোগের তদন্তে যাওয়ার পর পুলিশকে ঘটনার সত্যতা স্বীকার করে স্বর্ণালঙ্কার ফিরিয়ে দেওয়ার আশ্বাস দেয় প্রতারক আমির। কিন্তু সোনা ফেরত দেওয়া তো দূরের কথা, উল্টো বিভিন্ন মাধ্যমে পুলিশসহ ভুক্তভোগীর বিরুদ্ধে অপ্রপচার চালাচ্ছে প্রতারক চক্রটি। এ ঘটনায় পুলিশের আইজিপি, ঢাকা মহানগর পুলিশের কমিশনার ও মিরপুর ডিভিশনের উপকমিশনারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী সানা।

অভিযোগপত্রে সানা উল্লেখ করেন, মো. আমিরুজ্জামান আমিরের জিম্মায় তিনি ২০১ গ্রাম স্বর্ণালঙ্কার দুবাই থেকে কিনে বাংলাদেশে পৌঁছে দেওয়ার জন্য দেন তিনি। ওই সোনার বাজারমূল্য ২৬ লাখ টাকা।

অভিযোগে সানা বলেন, আমির স্বর্ণালঙ্কারগুলো তার আত্মীয় মো. ইব্রাহীম খান রানা ও জহির আহম্মেদের মাধ্যমে গ্রহণ করেন, যার ভিডিও ফুটেজ ও অডিও প্রমাণ তার কাছে সংরক্ষিত আছে। তারা ২৮ মার্চ সোনা হস্তান্তরের প্রতিশ্রুতি দিলেও পরবর্তীতে না দিয়ে বিভিন্ন টালবাহানা শুরু করে। শুধু তাই নয়, পুলিশের কাছে তার নামে মিথ্যা অভিযোগ দেয় এবং হত্যার হুমকিও দেয় আমির। পরবর্তীতে ঘটনাটি নিয়ে তিনি পল্লবী থানায় অভিযোগ দিলে পুলিশ আমিরের অফিসে তদন্তে যায়। পরে পুলিশের উপস্থিতিতে আমির মালামাল গ্রহণের কথা স্বীকার করে আপস-মীমাংসার কথা বললে পুলিশ ফিরে আসে। কিন্তু এরপর আমির পুলিশ ও তার বিরুদ্ধে অনলাইনে অপপ্রচার চালায়।

সানা বলেন, বিভিন্ন মাধ্যমে জানতে পারি, আমির একজন ভূমিদস্যু ও অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তি। তার বিরুদ্ধে পল্লবীসহ বিভিন্ন থানায় মামলা রয়েছে। তিনি সন্ত্রাসী কিশোর গ্যাং ও মাদক ব্যবসায়ীদের মদদ দেন এবং আন্তর্জাতিক লাগেজ চোরাচালান ব্যবসার সঙ্গেও জড়িত।

ভুক্তভোগী সানা বলেন, তারা আমাকে সোনা ফেরত তো দিচ্ছেই না, উল্টো আমাকেসহ পুলিশকে বিতর্কিত করতে অপপ্রচার চালাচ্ছে। এ ঘটনায় আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। চক্রকে দ্রুত আইনের আওতায় এনে আমার স্বর্ণালঙ্কার ফেরতের জন্য আমি সবার সহযোগিতা চাই।

পল্লবী থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে পুলিশ বিবাদীর অফিসে তদন্তে যায়। বিবাদী সেসময় মীমাংসার আশ্বাস দিলে পুলিশ চলে আসে। কিন্তু পরবর্তীতে অভিযুক্ত ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশসহ ভুক্তভোগীর নামে মিথ্যা অপপ্রচার চালায়। এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে সিনিয়রদের পরামর্শে মামলা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ডিএমপির মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাকছেদুর রহমান বলেন, শামীম সানা নামের এক প্রবাসী অভিযোগ দিয়েছিল। পরবর্তীতে ব্যবস্থা নিতে পল্লবী থানায় অভিযোগটি পাঠিয়েছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাকসু নির্বাচন : মনোনয়নপত্র বিতরণের সময় বাড়ল, পেছাবে ভোটের তারিখ

এসএ২০ লিগের নিলামে বাংলাদেশের ২৩ ক্রিকেটার

জবি বাংলা বিভাগের এক শিক্ষককে বহিষ্কার, ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা 

ছোট পর্দায় আসছে জনপ্রিয় তুর্কি সিরিজ ‘সুলতান আব্দুল হামিদ’

অবৈধ মোবাইল দিয়ে বন্দিরা আমাকে কল করেন : কারা মহাপরিদর্শক

বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশি প্রযোজকের সিনেমা

শেখ হাসিনার সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে : শামা ওবায়েদ 

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দিচ্ছে রকমারি ডটকম, বেতন ৩০ হাজার

জীবিকার তাগিদে বের হয়ে প্রাণ হারালেন রফিকুল

হঠাৎ অসুস্থ একই স্কুলের ২২ ছাত্রী

১০

কয়েকটি ইসলামি দলের সঙ্গে জোট নিয়ে আলোচনা হচ্ছে : সালাহউদ্দিন 

১১

দ্রুতগতিতে গাড়ি চালানোয় পরিবহনমন্ত্রীকে জরিমানা!

১২

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে হামলাকারীদের কী সাজা হতে পারে

১৩

গকসু নির্বাচন : প্রথম দিনে ১৩টি মনোনয়নপত্র বিতরণ

১৪

ববির আবেগঘন পোস্ট

১৫

খুলনায় নদী থেকে বস্তাবন্দি লাশ উদ্ধার

১৬

প্রয়োজনে কেয়ামত পর্যন্ত অডিট বন্ধ থাকবে : এনবিআর চেয়ারম্যান

১৭

১ বলে ১৩ রান নিলেন ভারতের তারকা ওপেনার

১৮

ডাকসু নির্বাচন / প্রচারণার প্রথম দিনই শিবিরের ব্যানার ভাঙচুর

১৯

হিজাব বিতর্কে ভিকারুননিসার সেই শিক্ষিকা বরখাস্ত

২০
X