ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৪৬ পিএম
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

প্রথমবারের মতো ওয়াটার রকেট উৎক্ষেপণ ঢাবি আইটি সোসাইটির

ঢাবি
প্রথমবারের মতো ওয়াটার রকেট উৎক্ষেপণ করেছে ঢাবি আইটি সোসাইটি। ছবি : কালবেলা

মহাকাশ ও মহাকাশ অর্থনীতি, আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স, বাচ্চাদের নিয়ে ডেমো রকেট বানানো কর্মশালা এবং নাসা ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপ চ্যালেঞ্জ উইনারদের নিয়ে প্যানেল ডিসকাশনের মধ্য দিয়ে শেষ হলো ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) আইটি সোসাইটির ব্যতিক্রমী আয়োজন ‘স্পেসভার্স ১.০’।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে দিনব্যাপী এই আয়োজনের শেষ মুহূর্তে প্রথমবারের মতো ওয়াটার রকেট উৎক্ষেপণ করে সংগঠনটি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।

এ ছাড়া এতে ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটির মডারেটর অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভূঁইয়া, উপদেষ্টা অধ্যাপক ড. কাজী মোহাইমিন আস সাকিব, অধ্যাপক ড. মামুনুর রশীদসহ বিভিন্ন বিভাগের শিক্ষক এবং বিভিন্ন স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটি আজ একটি ইতিহাস তৈরি করেছে। আজকের এই মাহেন্দ্রক্ষণে থাকতে পেরে আমরা আনন্দিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে এবং প্রয়োজনে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশে আছি এবং থাকব।

অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভূঁইয়া তার বক্তব্যে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটি বরাবরই ক্যাম্পাসে ব্যতিক্রমী কর্মসূচি গ্রহণ করে আসছে। ক্যাম্পাসের এবং ক্যাম্পাসের বাইরের শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তি, সাইবার সিকিউরিটি নিয়ে অনবরত সেবা দিয়ে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটি নিয়ে আমি সবসময় গর্ববোধ করি। সামনের দিনগুলোতে স্মার্ট ক্যাম্পাস গড়তে এই সংগঠন অগ্রণী ভূমিকা পালন করবে।

আইটি সোসাইটির সভাপতি মোহাইমিনুল হক মীম বলেন, শুধু রকেট উড়িয়েই আমাদের গণ্ডিকে সীমাবদ্ধ রাখতে চাই না। আমরা স্মার্ট ক্যাম্পাস গড়ার ক্ষেত্রে সম্মুখ সারিতে কাজ করতে চাই। ইতোমধ্যেই ক্যাম্পাসের শিক্ষার্থীদের জন্য স্মার্ট আইডি কার্ড, পুরো ক্যাম্পাসে ওয়াইফাই সরবরাহের উদ্যোগগুলো আমাদের প্রস্তাবনা থেকে গৃহীত হয়েছে। ভবিষ্যতে আমরা আন্তর্জাতিক টেক সামিট, আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যাকাথন আয়োজন করতে চাই।

সোসাইটির সাধারণ সম্পাদক নিয়াজ উদ্দীন ভূঁইয়া নবীন বলেন, আমরা ওয়াটার রকেট উৎক্ষেপণ করতে পেরে আনন্দিত। আমাদের আয়োজনে পাশে থাকায় এবং আমাদের পেছন থেকে যারা অনুপ্রেরণা জোগাচ্ছিলেন, তাদের সবার প্রতি আমরা কৃতজ্ঞ থাকব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুটবল মাঠে আবারও মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা

শনিবার ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে ‘অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো-২০২৫’

বিএনপির উপজেলা কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও গুলি

খুলনা বিভাগের উন্নয়নে পাঁচ দফা দাবি

জাতীয় বাস্কেটবল চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতল এআইইউবি 

স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর ভূমিকা প্রশ্নাতীত : গোলাম পরওয়ার

জাল টাকার কারখানার সন্ধান, যুবক গ্রেপ্তার

ভূমিকম্পে কোথাও আটকা পড়লে যা করবেন

ইতিহাস গড়লেন বাংলাদেশের মিথিলা

ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

১০

কেয়ামত কি শুক্রবারেই সংঘটিত হবে, যা বলা হয়েছে হাদিসে

১১

ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে তাইজুল, ছুঁয়ে ফেললেন সাকিবকে

১২

ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রে আগুন

১৩

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৩০ সন্ত্রাসী নিহত

১৪

ভূমিকম্প আতঙ্কে কর্মচারী ভবনে আশ্রয় নিলেন ঢাবি শিক্ষার্থীরা

১৫

সেনাকুঞ্জে যাবেন খালেদা জিয়া

১৬

২৬৫ রানে অলআউট আয়ারল্যান্ড, ফলোঅনে না ফেলে ব্যাটিংয়ে বাংলাদেশ

১৭

ভূমিকম্প / ঘোড়াশালসহ যেসব বিদ্যুৎকেন্দ্র সাময়িক বন্ধ

১৮

কিছু মানুষ ভূমিকম্প টের পায় না কেন?

১৯

নতুন রানিকে স্বাগত জানাল মিস ইউনিভার্স

২০
X