ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৪৬ পিএম
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

প্রথমবারের মতো ওয়াটার রকেট উৎক্ষেপণ ঢাবি আইটি সোসাইটির

ঢাবি
প্রথমবারের মতো ওয়াটার রকেট উৎক্ষেপণ করেছে ঢাবি আইটি সোসাইটি। ছবি : কালবেলা

মহাকাশ ও মহাকাশ অর্থনীতি, আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স, বাচ্চাদের নিয়ে ডেমো রকেট বানানো কর্মশালা এবং নাসা ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপ চ্যালেঞ্জ উইনারদের নিয়ে প্যানেল ডিসকাশনের মধ্য দিয়ে শেষ হলো ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) আইটি সোসাইটির ব্যতিক্রমী আয়োজন ‘স্পেসভার্স ১.০’।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে দিনব্যাপী এই আয়োজনের শেষ মুহূর্তে প্রথমবারের মতো ওয়াটার রকেট উৎক্ষেপণ করে সংগঠনটি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।

এ ছাড়া এতে ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটির মডারেটর অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভূঁইয়া, উপদেষ্টা অধ্যাপক ড. কাজী মোহাইমিন আস সাকিব, অধ্যাপক ড. মামুনুর রশীদসহ বিভিন্ন বিভাগের শিক্ষক এবং বিভিন্ন স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটি আজ একটি ইতিহাস তৈরি করেছে। আজকের এই মাহেন্দ্রক্ষণে থাকতে পেরে আমরা আনন্দিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে এবং প্রয়োজনে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশে আছি এবং থাকব।

অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভূঁইয়া তার বক্তব্যে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটি বরাবরই ক্যাম্পাসে ব্যতিক্রমী কর্মসূচি গ্রহণ করে আসছে। ক্যাম্পাসের এবং ক্যাম্পাসের বাইরের শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তি, সাইবার সিকিউরিটি নিয়ে অনবরত সেবা দিয়ে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটি নিয়ে আমি সবসময় গর্ববোধ করি। সামনের দিনগুলোতে স্মার্ট ক্যাম্পাস গড়তে এই সংগঠন অগ্রণী ভূমিকা পালন করবে।

আইটি সোসাইটির সভাপতি মোহাইমিনুল হক মীম বলেন, শুধু রকেট উড়িয়েই আমাদের গণ্ডিকে সীমাবদ্ধ রাখতে চাই না। আমরা স্মার্ট ক্যাম্পাস গড়ার ক্ষেত্রে সম্মুখ সারিতে কাজ করতে চাই। ইতোমধ্যেই ক্যাম্পাসের শিক্ষার্থীদের জন্য স্মার্ট আইডি কার্ড, পুরো ক্যাম্পাসে ওয়াইফাই সরবরাহের উদ্যোগগুলো আমাদের প্রস্তাবনা থেকে গৃহীত হয়েছে। ভবিষ্যতে আমরা আন্তর্জাতিক টেক সামিট, আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যাকাথন আয়োজন করতে চাই।

সোসাইটির সাধারণ সম্পাদক নিয়াজ উদ্দীন ভূঁইয়া নবীন বলেন, আমরা ওয়াটার রকেট উৎক্ষেপণ করতে পেরে আনন্দিত। আমাদের আয়োজনে পাশে থাকায় এবং আমাদের পেছন থেকে যারা অনুপ্রেরণা জোগাচ্ছিলেন, তাদের সবার প্রতি আমরা কৃতজ্ঞ থাকব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৩১ অভিবাসী গ্রেপ্তার

মেডিকেলে ভর্তি পরীক্ষায় ১ লাখ ২২৬৩২ শিক্ষার্থীর অংশগ্রহণ

জুমার দিন কোন সময় গোসল করা সুন্নত, জেনে নিন

আ.লীগের ভোট পাওয়ার জন্য একটি দল তাদের বিরুদ্ধে কথা বলছে না : সালাহউদ্দিন

আজ বায়ুদূষণে শীর্ষে নয়াদিল্লি, ঢাকার অবস্থান কত? 

শিশু সাজিদকে অশ্রুসিক্ত বিদায়, জানাজায় হাজারো মানুষের ঢল

তরুণদের মধ্যে বাড়ছে কোলন ক্যানসার, নিয়ন্ত্রণের ৫ উপায় জেনে নিন

ডেমরায় ময়লার গাড়ির ধাক্কায় দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

ইসলামিক জীবনধারায় ‘ইসলামিক স্মার্ট সিটি’র যাত্রা

পরপর ৩ জুমা না পড়লে যা ঘটে

১০

ডাফির দাপটে তিন দিনেই কিউইদের টেস্ট জয়

১১

শিশু সাজিদের শেষ প্রেসক্রিপশনে যা লিখলেন চিকিৎসক

১২

ইউটিউবে স্ক্রিন বন্ধ রেখে গান শুনবেন যেভাবে

১৩

জাপানে আবারও শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

১৪

নেতাকর্মীদের উদ্দেশে জামায়াত আমিরের বার্তা

১৫

তেঁতুলিয়ায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে

১৬

স্কুলছাত্রীদের হিজাব নিষিদ্ধ করল অস্ট্রিয়া

১৭

জজের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, শহরজুড়ে আতঙ্ক

১৮

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু

১৯

মেট্রো চলাচল নিয়ে স্বস্তির বার্তা ডিএমটিসিএলের

২০
X