বলিউডের গ্ল্যামার দুনিয়ায় ফিরল খুশির হাওয়া। আলো ঝলমলে গ্ল্যামার জগতের জনপ্রিয় নায়িকা সোনম কাপুর আবারও মা হতে চলেছেন। স্বামী আনন্দ আহুজার সঙ্গে দ্বিতীয় সন্তানের আগমনের আনন্দে ভাসছেন তারা। সুখবরটি প্রকাশ হতেই আনন্দে মাতোয়ারা পুরো কাপুর এবং আহুজা পরিবার।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, অভিনেত্রী নাকি ইতোমধ্যে তার গর্ভাবস্থার প্রথম ত্রৈমাসিক (ফার্স্ট ট্রাইমিস্টার) শেষ করে ফেলেছেন। খবরটি প্রকাশ্যে আসতেই বলিউড পাড়ায় উত্তেজনা তুঙ্গে। খুব শিগগিরই এই খুশির খবর তারা আনুষ্ঠানিকভাবে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেবেন।
২০১৮ সালের মে মাসে ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন অনিল কাপুর-কন্যা সোনম। এরপর ২০২২ সালের আগস্টে তাদের প্রথম সন্তান বায়ুর জন্ম হয়। এখন তাদের ছোট্ট বায়ুই হতে চলেছে 'বড় দাদা'। দুই বছর বয়সী বায়ুর জীবনে নতুন অতিথির আগমন নিঃসন্দেহে বাড়তি উচ্ছ্বাস নিয়ে এসেছে পরিবারে। যদিও সোনম বা আনন্দ কেউই আনুষ্ঠানিকভাবে তাদের দ্বিতীয় সন্তানের আগমনবার্তা ঘোষণা করেননি, তবে বলিউডের অন্দরমহল থেকে আসা এই গুঞ্জন এখন টক অব দ্য টাউন।
‘জোয়া ফ্যাক্টর’ ছবির পর অভিনয় জগৎ থেকে কিছুটা দূরেই ছিলেন সোনম। মাতৃত্ব উপভোগ করতে তিনি বিরতি নেন। সর্বশেষ ২০২৩ সালে ক্রাইম-থ্রিলার ‘ব্লাইন্ড’ ছবিতে দেখা গিয়েছিল তাকে। এরপর থেকে বায়ুকে নিয়েই ব্যস্ততা। এর মাঝেই শোনা গেল এই সুখবর।
বর্তমানে মডেলিং ও ব্র্যান্ডিংয়ের কাজ করলেও তার হাতে রয়েছে নতুন ছবি ‘ব্যাটল ফর বিট্টোরা’-এর কাজ। দ্বিতীয়বার মা হওয়ার সঙ্গে সঙ্গে পেশাগত দায়িত্বও বেড়ে গেল এই অভিনেত্রীর।
এখন শুধু সময়ের অপেক্ষা, কবে আহুজা দম্পতি তাদের ভক্ত-অনুরাগীদের সঙ্গে এই বিশেষ আনন্দের খবর ভাগ করে নেন।
মন্তব্য করুন