কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ০৪:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

আপনি কি সব সময় পা নাড়ান? ভয়াবহ রোগের ইঙ্গিত কি না জেনে নিন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাতে বিছানায় শুয়ে আছেন, অথচ ঘুম আসছে না। পায়ে বারবার অস্বস্তি লাগছে; কখনো জ্বালা, কখনো ব্যথা, কখনো আবার গা ছমছম করছে। মনে হচ্ছে নাড়াচাড়া না করলে আরাম নেই। ফলে অনিচ্ছায় ঘন ঘন পা নাড়তে থাকেন। অনেকে আবার ঘুমের মধ্যেও টের পান না, তবু তাদের পা নড়ে চলে। এমন হলে এটিকে হালকাভাবে নিলে চলবে না।

কারণ চিকিৎসকরা বলছেন, এটি হতে পারে ‘রেস্টলেস লেগ সিনড্রোম’ বা আরএলএস নামের একটি স্নায়বিক রোগের লক্ষণ। এই রোগে আক্রান্ত অনেকেই আসলে বুঝতেই পারেন না যে, তারা সমস্যায় ভুগছেন। অথচ বিষয়টি ধরা না পড়লে ধীরে ধীরে পরিস্থিতি জটিল হয়ে ওঠে।

আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, আরএলএস-এ আক্রান্ত ব্যক্তিদের সাধারণত বসে বা শুয়ে থাকার সময় পায়ে টান ধরা, ঝিনঝিনি, জ্বালা বা অস্বস্তিকর অনুভূতি হয়। তাই বারবার পা নাড়াতে ইচ্ছে করে। সাময়িক স্বস্তি মিললেও ঘুম ভেঙে যায় কিংবা ঘুম আসতে দেরি হয়।

কেন হয় এই সমস্যা?

বিশেষজ্ঞদের মতে, এই রোগের মূল দুটি কারণ। প্রথমত বংশগত প্রভাব, দ্বিতীয়ত শরীরের আয়রনের ঘাটতি।

কারা বেশি ঝুঁকিতে?

অন্তঃসত্ত্বা, মাসিক হয় এমন নারী, অ্যানিমিয়া রোগী, ডায়ালাইসিসে থাকা রোগী ও নিরামিষভোজীদের মধ্যে এই রোগের ঝুঁকি তুলনামূলক বেশি। এ ছাড়া কিছু ওষুধ—বিশেষ করে সেরোটোনিন রিইনটেক ইনহিবিটার জাতীয় ওষুধ গ্রহণকারীরাও ঝুঁকিতে থাকতে পারেন। পরিসংখ্যানে দেখা গেছে, নারীদের মধ্যে পুরুষদের তুলনায় প্রায় দ্বিগুণ বেশি এ সমস্যা দেখা যায়।

করণীয় কী?

চিকিৎসকরা বলছেন, জীবনধারায় কিছু পরিবর্তন আনলে অনেকটাই নিয়ন্ত্রণ সম্ভব—

১. অ্যালকোহল ও চিনি খাওয়া কমানো

২. নিয়মিত ঘুমের অভ্যাস তৈরি করা

৩. হালকা শরীরচর্চা করা

৪. আয়রনের ঘাটতি থাকলে সাপ্লিমেন্ট বা ইনফিউশন নেওয়া

৫. পায়ে ম্যাসাজ, গরম বা ঠান্ডা পানির সেঁক দেওয়া

৬. হাঁটাহাঁটি বা মনোযোগ ধরে রাখার মতো কাজ করা

তবে দীর্ঘদিন ধরে অস্বস্তি চলতে থাকলে অবশ্যই স্নায়ুবিশেষজ্ঞের শরণাপন্ন হওয়া জরুরি। প্রয়োজনে গ্যাবাপেন্টিন বা প্রিগ্যাবালিন জাতীয় ওষুধ দেওয়া হতে পারে। পাশাপাশি রক্তে ফেরিটিন লেভেলও পরীক্ষা করতে হতে পারে।

উপেক্ষা নয়, সচেতনতা জরুরি

চিকিৎসকরা বলছেন, রেস্টলেস লেগ সিনড্রোম একেবারেই নিরাময়যোগ্য। তবে উপসর্গকে গুরুত্ব না দিলে এর প্রভাব সারাদিনের কাজে পড়ে। সব সময় ক্লান্তি, বিরক্তি বা মেজাজ খারাপ হয়ে যাওয়া স্বাভাবিক হয়ে দাঁড়ায়। তাই রাতের বেলায় অকারণে পা নাড়াকে অবহেলা না করে সময়মতো বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াই সবচেয়ে নিরাপদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপিকে শাপলা প্রতীক দিলে মামলা করব না : মান্না

দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে স্বল্পরানে আটকাল বাংলাদেশ

জালে আটকা গন্ধগোকুল উদ্ধার, পরে অবমুক্ত

বাসের চাকায় পিষ্ট হয়ে শিশুসহ নিহত ২ 

ক্যাশ বিভাগে লোকবল নেবে ইসলামী ব্যাংক

বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের ক্ষমতা ট্রাম্পের নেই : ফিফা

ফ্লোটিলার আটক যাত্রীদের নিয়ে ইসরায়েলের বার্তা

হাতিয়ায় যৌথবাহিনীর সহায়তায় শারদীয় দুর্গাপূজা সম্পন্ন

এনসিপিকে বেগুন-কলা-লাউসহ ৫০ প্রতীকের অপশন দিল ইসি

মোবাইল চুরির পর ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ, অতঃপর...

১০

সবার প্রচেষ্টায় দুর্গাপূজা নির্বিঘ্ন হয়েছে : নজরুল ইসলাম আজাদ

১১

‘রক্তস্পন্দন’ ওয়েবপেজের যাত্রা শুরু, উদ্বোধন করলেন ডা. বিটু

১২

মাছ শিকারে যাচ্ছিলেন ইউপি চেয়ারম্যান, পথে মৃত্যু

১৩

কক্সবাজার সৈকতে দেশের সর্ববৃহৎ প্রতিমা বিসর্জন

১৪

গোপালগঞ্জে বিভিন্ন মন্দিরে বিএনপির ৩১ দফার প্রচারণা 

১৫

সপ্তাহে ২ দিন ছুটিসহ নিয়োগ দিচ্ছে ব্র্যাক, পাবেন একাধিক সুবিধা

১৬

চট্টগ্রামে প্রতিমা বিসর্জনের মূল কেন্দ্র পতেঙ্গা, সুযোগ থাকবে অন্য স্থানেও

১৭

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব

১৮

একটি ছাড়া সুমুদ ফ্লোটিলার সব নৌযান ইসরায়েলের দখলে

১৯

কাকে সতর্ক করলেন জিৎ

২০
X