কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৪, ০৬:৫৬ পিএম
আপডেট : ১৫ জুলাই ২০২৪, ০৮:২৮ পিএম
অনলাইন সংস্করণ

তামাকে ক্ষতিগ্রস্ত দেশের সাড়ে ৭ কোটির বেশি মানুষ

বিএমএ আয়োজিত ২০৪০ সালে তামাকমুক্ত বাংলাদেশে তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে আমাদের করণীয় শীর্ষক অনুষ্ঠানে অতিথিরা। ছবি : কালবেলা
বিএমএ আয়োজিত ২০৪০ সালে তামাকমুক্ত বাংলাদেশে তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে আমাদের করণীয় শীর্ষক অনুষ্ঠানে অতিথিরা। ছবি : কালবেলা

তামাকের কারণে দেশে ৭ কোটি ৬২ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত। তারমধ্যে ৩ কোটি ৭৮ লাখ তামাক ব্যবহারকারী এবং ৩ কোটি ৮৪ লাখ মানুষ পরোক্ষভাবে ধূমপানের শিকার।

সোমবার (১৫ জুলাই) রাজধানীর বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) আয়োজিত তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে করণীয় শীর্ষক অনুষ্ঠানে এসব তথ্য দেওয়া হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা ডেভেলপমেন্ট অরগানাইজেশান অব দ্য রুরাল পুয়র (ডরপ) ও বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম (বিএইচআরএফ) যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব ডা. এহতেশামুল হক চৌধুরী দুলাল বলেন, বর্তমানে দেশে মোট মৃত্যুর ৬৭ শতাংশই অসংক্রামক রোগের কারণে ঘটছে। আর এই অসংক্রামক রোগ সৃষ্টির অন্যতম কারণ ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার। তাই এই অকাল মৃত্যু ঠেকাতে অবিলম্বে বিদ্যমান আইনটি সংশোধনের উদ্যোগ নেওয়া প্রয়োজন।

ক্যাম্পেইন ফর টোব্যঅকো ফ্রি কিডসের লীড পলিসি অ্যাডভাইজার মো. মোস্তাফিজুর রহমান বলেন, আইনের দুর্বলতার সুযোগ নিয়ে তামাক কোম্পানিগুলো সিএসআর এর নাম করে তাদের অ্যাজেন্ডা বাস্তবায়ন করছে; অন্যদিকে আধুনিকতার টোপ দেখিয়ে-সিগারেটের মতন নিত্যনতুন পণ্য তরুণদের হাতে তুলে দিয়ে বাজার সম্প্রসারণ করছে। এই আগ্রাসন ঠেকানোর জন্য আইনকে শক্তিশালী করার আর কোনো বিকল্প নেই।

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, তামাকের পক্ষে কোনো যুক্তি নেই। জনস্বাস্থ্যের পাশাপাশি এর ক্ষতির ভয়াবহতা বহুমুখী। তামাক থেকে যে ২২ হাজার ৮১০ কোটি টাকার রাজস্ব আসে তার থেকে তামাকজনিত রোগের পেছনে সরকারের বার্ষিক ব্যয় ৩০ হাজার ৫৭০ কোটি টাকা। এখানেও ক্ষতির পরিমাণই বেশি। এসব দিকগুলোকে নীতিনির্ধারক ও সাধারণ মানুষের সামনে তুলে ধরতে হবে।

বাংলাদেশে তামাক ব্যবহারের আর্থিক ও যেসব স্বাস্থ্য ক্ষতি হয়ে থাকে: দেশের ৩৫ দশমিক ৩ শতাংশ বা প্রাপ্তবয়স্ক ৩ কোটি ৭৮ লক্ষ মানুষ তামাক ব্যবহার করে। পাবলিক প্লেস ও পাবলিক পরিবহনে পরোক্ষ ধূমপানের শিকার হয় ৩ কোটি ৮৪ লাখ মানুষ । তামাকের ব্যবহারে পঙ্গুত্ব বরণ করে ৩ লাখ ৮২ হাজার মানুষ। বিশ্বজুড়ে প্রতিরোধযোগ্য মৃত্যুর প্রধান আটটি কারণের ৬টির সঙ্গেই তামাক জড়িত। বাংলাদেশ ক্যান্সার সোসাইটির তথ্য অনুযায়ী তামাক ব্যবহারকারীদের তামাকজনিত রোগ যেমন ফুসফুসে ক্যান্সার হওয়ার ঝুঁকি ৫৭ শতাংশের বেশি। এছাড়া তামাকজনিত অন্যান্য ক্যান্সার হওয়ার ঝুঁকি ১০৯ শতাংশের বেশি। টোব্যাকো অ্যাটলাসের ২০১৯ সালের তথ্য অনুযায়ী তামাক ব্যবহারের কারণে প্রতি বছর ১ লাখ ৬১ হাজারের অধিক মানুষ মৃত্যুবরণ করে। অর্থাৎ প্রতিদিন ৪৪২ জন মানুষ মারা যায়। অন্যদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০১৮ সালের তথ্যে বছরে মোট মৃত্যুর ১৯ শতাংশ তামাকের কারণে হয়ে থাকে।

অনুষ্ঠানে ৬ টি দাবি উপস্থাপন করা হয়: ধূমপানের নির্ধারিত এলাকা বিলুপ্ত করা। বিক্রয়স্থলে তামাকজাত দ্রব্য প্রদর্শন বন্ধ করা। তামাক কোম্পানির সিএসআর বন্ধ করা। খুচরা শলাকা ও তামাকদ্রব্য বিক্রয় নিষিদ্ধ করা। ই সিগারেট বা এইচটিপি নিষিদ্ধ করা। প্যাকেটে / কৌটায় সচিত্র সতর্কবার্তার আকার ৫০ থেকে ৯০ শতাংশ করা।

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি রাশেদ রাব্বির সঞ্চালনায় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডরপের উপ-নির্বাহী পরিচালক মোহাম্মদ যোবায়ের হাসান। সেমিনারে শুভেচ্ছা ও সমাপনী বক্তব্য রাখেন ডরপের প্রধান নির্বাহী ও প্রতিষ্ঠাতা এএইচএম নোমান, টাঙ্গাইল জেলা সমিতির সভাপতি ড. মো. ইব্রাহীম হোসেন খান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুকুরে মিলল নবজাতকের মরদেহ

লাখো পর্যটকে মুখর কক্সবাজার

গুলিস্তানে খদ্দর বাজার কমপ্লেক্সে আগুন

২০২৫ সালে অনলাইনে সবচেয়ে বেশিবার সার্চ হওয়া ক্রীড়াবিদ

৫ ব্যাংকের আমানতকারীদের টাকা উত্তোলন প্রসঙ্গে যা জানাল কেন্দ্রীয় ব্যাংক

খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া করলেন হেফাজত আমির

শীত-কুয়াশা নিয়ে আগামী ৫ দিনের পূর্বাভাস

বাবার সমাধিতে তারেক রহমানের ‘একাকী কিছুক্ষণ’ 

বছরজুড়ে অনলাইনে সবচেয়ে বেশিবার সার্চ হওয়া ব্যক্তিত্ব

তারেক রহমানকে স্বাগত জানাতে ঢাকা-আরিচা মহাসড়কে জনতার ঢল

১০

ভারতীয় শিক্ষার্থীকে গুলি করে হত্যা

১১

পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে বিএনপি নেতাকে হত্যা

১২

২১ বছরে বৈশাখী টেলিভিশন, থাকছে দিনব্যাপী অনুষ্ঠান

১৩

দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী

১৪

রোহিঙ্গা শিবিরে আগুন, কোটি টাকার ক্ষয়-ক্ষতি

১৫

‘নেতার রাজনৈতিক ভবিষ্যৎ কোনো জজ সাহেবের কলমের খোঁচায় নির্ধারিত হয় না’

১৬

বাবার সমাধি জিয়ারত করলেন তারেক রহমান

১৭

গ্যাস নিয়ে গ্রাহকদের দুঃসংবাদ দিল তিতাস

১৮

তিনি আসলেন, দেখলেন, জয় করলেন : সালাহউদ্দিন

১৯

ছাত্রশিবিরের সভাপতি-সেক্রেটারি যেভাবে নির্বাচিত হন

২০
X