কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৫, ০৩:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

সুইজারল্যান্ডের ইয়ুথ এমপাওয়ারমেন্ট ফোরামে আমন্ত্রণ পেলেন সাদিক আল সরকার

সাদিক আল সরকার। ছবি : সৌজন্য
সাদিক আল সরকার। ছবি : সৌজন্য

সুইজারল্যান্ডের জেনেভায় আগামী ৪ থেকে ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ‘ইয়ুথ এমপাওয়ারমেন্ট ফোরাম-২০২৫’ (ওয়াইইএফ২৫)-এ আমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশের প্লান অফ সাস-এর প্রতিষ্ঠাতা সাদিক আল সরকার। ইতোমধ্যে এই কনফারেন্সে যোগ দেওয়ার জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র তিনি হাতে পেয়েছেন।

এই ফোরামে বিশ্বের বিভিন্ন দেশের ১৫০ জন তরুণ নেতা, নীতিনির্ধারক এবং সামাজিক পরিবর্তনকারীরা অংশগ্রহণ করবেন। এটি আয়োজন করেছে কানাডাভিত্তিক একটি গবেষণা প্রতিষ্ঠান Center for Global Dialogue and Leadership (CGDL)। এটি বিশ্বব্যাপী তরুণদের ক্ষমতায়ন, গ্লোবাল সংলাপ এবং টেকসই নেতৃত্ব বিকাশে কাজ করে যাচ্ছে।

তিন দিনব্যাপী এই ফোরামে থাকবে নীতিনির্ধারক সংলাপ, ইন্টার‌্যাকটিভ কর্মশালা, বিশেষজ্ঞদের পরিচালিত সেশন, সাংস্কৃতিক বিনিময় এবং জাতিসংঘ সদর দপ্তর ও CERN-এর মতো প্রতিষ্ঠানে শিক্ষামূলক ভ্রমণ।

সাদিক আল সরকার বলেন, ‘আমি এই আন্তর্জাতিক ফোরামে অংশগ্রহণের জন্য আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছি এবং পুরো অনুষ্ঠানকালীন সময় জেনেভাতে অবস্থান করব। এতে অংশগ্রহণে আন্তঃসাংস্কৃতিক বোঝাপড়া এবং শান্তি প্রতিষ্ঠা, কূটনীতি ও উদ্ভাবনের ক্ষেত্রে বৈশ্বিক যুব নেতৃত্বকে শক্তিশালী করার একটি বৃহত্তর প্রয়াসের অংশ হবে বলে আমি বিশ্বাস করি।’

ইয়ুথ এমপাওয়ারমেন্ট ফোরাম হলো তরুণদের ক্ষমতায়ন এবং নেতৃত্বের বিকাশসংক্রান্ত একটি প্ল্যাটফর্ম। এটি তরুণদের জ্ঞান, দক্ষতা এবং নেটওয়ার্ক তৈরিতে সহায়তা করে, যাতে তারা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। বিভিন্ন সংস্থা এই ধরনের ফোরাম আয়োজন করে থাকে, যেখানে তরুণরা একত্রিত হয়ে বিভিন্ন সেশন, ওয়ার্কশপ এবং আলোচনাচক্রে অংশ নেয়। ২০২৩ সালেও এই ধরনের একটি ফোরাম আয়োজন করা হয়। যেখানে ১৬ থেকে ৪৬ বছর বয়সী তরুণরা অংশ নেয়। এ ছাড়াও, সুইজারল্যান্ডের জেনেভাতে ২০২৩ সালে একটি fully-funded ফোরামের আয়োজন করা হয়েছিল, যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ১৫০ জন তরুণ প্রতিনিধি অংশ নিয়েছিল।

সাদিক আল সরকার বিশ্বের বিভিন্ন দেশে অংশগ্রহণ করেছেন আন্তর্জাতিক বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম ও কনফারেন্সে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো- জাতিসংঘ আয়োজিত কপ২৯ আজারবাইজান, ওয়ার্ল্ড ইয়ুথ ফোরাম পর্তুগাল, গ্লোবাল অন্ট্রপেনারশিপ বুটক্যাম্প থাইল্যান্ড, এশিয়ান স্কুল অফ বিজনেস কনফারেন্স মালয়েশিয়ায়। তিনি কাজ করেছেন নেপাল, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, চায়না, দুবাই, ফ্রান্সসহ দেশি বিদেশি সব সেরা বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠান ও সুনামধন্য বিশ্ববিদ্যালয়ের সাথে। কর্মগুণে টোকেন অফ লাভ, অ্যাপ্রিসিয়েশন ফর ট্রেমেনডাস সাপোর্টসহ জাতীয় ও আন্তর্জাতিক একাধিক বিশেষ সম্মাননা অর্জনের গৌরব অর্জন করেছে সাদিক আল সরকার।

উল্লেখ্য, দেশের পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলাসহ জাতিসংঘের ১৭টি এসডিজি গোল নিয়ে কাজ করা সংগঠন প্ল্যান অব সাস– এর প্রতিষ্ঠাতা সাদিক আল সরকার কপ২৯ও এ অংশ নেন। তিনি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় আরও কার্যকর পদক্ষেপ গ্রহণসহ জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার বিষয়ে নানা দিক সেখানে তুলে ধরেন। প্ল্যান অব সাস এসডিজি লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs), এসডিজি বা বৈশ্বিক লক্ষ্যসমূহ হলো ১৭টি আন্তসংযুক্ত বৈশ্বিক লক্ষ্যগুলোর একটি সংগ্রহ, যা ‘সকলের জন্য একটি ভালো এবং আরও টেকসই ভবিষ্যৎ’ অর্জনের পরিকল্পনা হিসেবে তৈরি করা হয়েছে। জাতিসংঘ প্রণীত এসডিজির মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদেশিদের হাতে বন্দর ইজারা দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান

এশিয়া কাপ ট্রফি ফেরত দিতে ভারতের দুই দিনের আল্টিমেটাম

কুনমিং শিক্ষা সহযোগিতা সম্মেলনে আইইউবিএটি’র প্রতিনিধি দল

শান্তই থাকছেন টেস্ট অধিনায়ক

সিলেটে আ.লীগ নেতা খুন, ছেলে আটক

উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে কৃষকদের বিদায় সংবর্ধনা

রাজধানীতে বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৩

কোন বয়সের পর কমতে শুরু করে শুক্রাণু, যা বলছে গবেষণা

বাসদের ২২ নেতাকর্মী আটক

দেশে নির্বাচনী আমেজ শুরু হয়েছে : ধর্ম উপদেষ্টা

১০

বিরোধীদের বিক্ষোভে নিহত ৭০০ / তানজানিয়ায় ৯৮ শতাংশ ভোট পেয়ে ফের প্রেসিডেন্ট সামিয়া

১১

হাউস অব লর্ডসে ঐতিহাসিক চুক্তি / উচ্চশিক্ষাকে বিশ্বমানে উন্নীত করবে অ্যাডভান্স হায়ার এডুকেশন

১২

কৃষি ব্যাংকে বড় নিয়োগ, নেবে ১২৮৯ জন

১৩

রাত ১টার মধ্যে দশ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

১৪

ইসরায়েলের বিরুদ্ধে তুরস্কের গুরুতর অভিযোগ

১৫

অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেপ্তার ৮

১৬

ঐকমত্য কমিশনের সদস্যদের নিজ কাজে ফিরে যাওয়ার আহ্বান আমীর খসরুর

১৭

অ্যান্ড্রয়েড ফোনের লুকানো এই সেটিং মুহূর্তেই ফাঁকা করবে ফোনের স্টোরেজ!

১৮

বিএনপির অর্থদাতা ট্যাগে দখল হয়েছিল শিল্প গ্রুপ 

১৯

রাজপথে নামার হুঁশিয়ারি জামায়াতের

২০
X