ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিবার পরিষদের সভাপতি নুরুল হক নুরের বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা এবং দোষীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার (০৫ সেপ্টেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নুরকে দেখতে যান জামায়াত সেক্রেটারি সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। এ সময় তিনি এ আহ্বান জানান।
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস নূরুল হক নূরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছেন, আমরা আশা করি তিনি তা দ্রুত বাস্তবায়ন করবেন।
তিনি বলেন, ২৯ আগস্টের হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। এছাড়া এ প্রকৃত তথ্য উদঘাটনে গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিটির প্রতি দ্রুততম সময়ে তদন্ত সম্পন্ন করে রিপোর্ট প্রদানের ব্যবস্থা করতে হবে।
জামায়াত সেক্রেটারি বলেন, চিকিৎসা ও বিচারের ক্ষেত্রে কোনো প্রকার বিলম্ব কাম্য নয়। আমরা প্রত্যাশা করি, প্রধান উপদেষ্টা তার দেওয়া প্রতিশ্রুতি দ্রুততম সময়ে বাস্তবায়ন করবেন এবং বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।
এদিকে নুরের শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা অবনতি হয়েছে। তাকে আপাতত সম্পূর্ণ নিরিবিলি পরিবেশে রাখার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। শুক্রবার (৫ সেপ্টেম্বর) নুরের ফেসবুক পেজ থেকে এ-সংক্রান্ত পোস্ট দিয়েছে অ্যাডমিন।
পোস্টে বলা হয়, নুরের শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা অবনতি হওয়ায় ডাক্তার এই মুহূর্তে তাকে সম্পূর্ণ নিরিবিলি পরিবেশে রাখতে বলেছেন। হাসপাতালে অনেক দর্শনার্থী আসার কারণে সে পরিবেশ ব্যাহত হচ্ছে।
পোস্টে আরও বলা হয়, দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে অনুরোধ, দয়া করে হাসপাতালে ভিড় না করে যার যার অবস্থান থেকে আল্লাহর কাছে তার সুস্থতার জন্য প্রার্থনা করুন।
মন্তব্য করুন