

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন সাবেক ছাত্রনেতা হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী মুখলিছুর রহমান।
বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় বাহুবল উপজেলার পুটিজুরী বাজারে এ গণসংযোগ করেন তিনি।
এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করেন। তিনি স্থানীয় জনসাধারণের হাতে লিফলেট তুলে দেন এবং খালেদা জিয়া ও তারেক রহমানের সালাম পৌঁছে দেন।
গণসংযোগকালে ২নং পুটিজুরী ইউনিয়ন বিএনপির সভাপতি খন্দকার আমজাদ হোসেন হারিস, সাংগঠনিক সম্পাদক সামসুল আলম, সাবেক ছাত্রনেতা মো. তজমুল হোসেন, বাহুবল উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল বাছিত লিংকন,যুগ্ম আহ্বায়ক শাহ আলম, যুগ্ম আহ্বায়ক খন্দকার মনজুর, ২ নং পুটিজুরী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাদ্দিকুর রহমান,সদস্য সচিব রাজন আহমেদসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল নেতৃবৃন্দসহ স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন