স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৪, ০৭:১০ পিএম
আপডেট : ২৮ জুলাই ২০২৪, ০৭:১৭ পিএম
অনলাইন সংস্করণ

ভারতকে হারিয়ে প্রথম শিরোপা লঙ্কানদের

শ্রীলঙ্কার ব্যাটারদের কাছে পাত্তা পায়নি ভারতের বোলাররা। ছবি : সংগৃহীত
শ্রীলঙ্কার ব্যাটারদের কাছে পাত্তা পায়নি ভারতের বোলাররা। ছবি : সংগৃহীত

নারী এশিয়া কাপের রেকর্ড চ্যাম্পিয়ন ভারত। এশিয়া কাপের চলমান আসরসহ প্রতিটি আসরের ফাইনালে উঠেছে হারমানপ্রীত কৌরের দল। জিতেছে ৭টিতে, হার শুধু একটিতে। তাই স্বাভাবিকভাবেই আজকের ফাইনালেও ফেভারিট ছিল টিম ইন্ডিয়া। তবে নিজেদের ঘরের মাঠে ভারতকে অষ্টম শিরোপা জয় করতে দিল না স্বাগতিক শ্রীলঙ্কা। ফাইনালে শক্তিশালী ভারতকে হারিয়ে নিজেদের প্রথম শিরোপা জিতে নিয়েছে তারা।

রোববার (২৮ জুলাই) শ্রীলঙ্কার ডাম্বুলায় হওয়া ফাইনালে আগে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৬৫ রান করে ভারতের নারী ক্রিকেটাররা। জবাবে ২ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিক শ্রীলঙ্কা। ৮ উইকেটের এই জয় লঙ্কানদের তাদের প্রথম এশিয়া কাপের শিরোপা এনে দিল।

গ্রুপ পর্ব এবং বাংলাদেশের বিপক্ষে সেমি-ফাইনালে ভারতের শক্তিশালী পারফরম্যান্সের পরও, শ্রীলঙ্কার নির্ধারিত খেলার সামনে স্মৃতি মান্ধানা ও হারমানপ্রীতদের কোনো জবাব দেওয়ার সক্ষমতা ছিল না। ফলে লঙ্কানদের স্মরণীয় জয় দেখে হার স্বীকার করে নিতে হয়েছে তাদের।

রান তাড়ায় চামারি আতাপাত্তু এবং হর্ষিতা সমারবিক্রমা ম্যাচের তারকা হিসেবে আবির্ভূত হন। ফিফটি করে তারা দলকে ভারতের ১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে সাহায্য করেন।

ভারতকে প্রথমে ব্যাট করতে বলা হলে, ১৬৫ রানে ছয় উইকেট হারিয়ে একটি প্রতিযোগিতামূলক স্কোর পোস্ট করে। স্মৃতি মন্ধানা ৪৭ বলে ৬০ রান করে ভারতের জন্য একটি শক্ত ভিত্তি স্থাপন করেন। যদিও উমা চেত্রি এবং হারমনপ্রীত কৌর মধ্যভাগে সংগ্রাম করেন, জেমিমাহ রদ্রিগেস এবং ঋচা ঘোষ নিশ্চিত করেন যে ভারত শেষে রানের গতি বাড়াতে পারে তারা যথাক্রমে ২৯ এবং ৩০ রান করে। কভিশা দিলহারি শ্রীলঙ্কার পক্ষে ভালো খেলেন এবং ৪ ওভারে ৩৬ রান দিয়ে দুটি উইকেট নেন।

শ্রীলঙ্কার তাড়া শুরু হয় শাকিলে, বিষমি গুনারত্নের শুরুর রান আউটের পর। তবে আতাপাত্তু এবং সমারাবিক্রমা ৮৭ রানের পার্টনারশিপে ইনিংসটি স্থির করেন। আতাপাত্তু ৩২ বলে ৫০ রান পূর্ণ করে ৪৩ বলে ৬১ রান করে আউট হন। তবে শেষ পর্যন্ত সমারাবিক্রমার অপরাজিত ৬৯ এবং দিলহারির দ্রুত ১৬ বলে ৩০ রান শ্রীলঙ্কাকে আট বল বাকি থাকতে বিজয় এনে দেয়।

এই জয় শ্রীলঙ্কার প্রথম নারী এশিয়া কাপ শিরোপা এনে দেয় এবং ফাইনালে ভারতের বিরুদ্ধে তাদের চার ম্যাচের হারার রেকর্ড শেষ করে। একমাত্র অন্য সময় যখন ভারত শিরোপা জিততে পারেনি তা ছিল ২০১৮ সালে, যখন তারা ফাইনালে বাংলাদেশের কাছে পরাজিত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্যায় বিপর্যস্ত কুমিল্লা, ভোগান্তিতে নিম্ন আয়ের মানুষ

আ.লীগ রাতে কালনাগিনী, দিনের বেলায় ওঝা : মামুনুল হক

যুক্তরাষ্ট্রে ১২০ কিলোমিটার বেগে ঘূর্ণিঝড়ের হানা

খাগড়াছড়িতে শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

কোনো বাসকে বিশেষ সুবিধা দিতে চাই না : ডিএসসিসি প্রশাসক

তীব্র লোডশেডিংয়ে বিপর্যস্ত পাবনাবাসী

সারেতে বল হাতে দুর্দান্ত সাকিব 

আস-সুন্নাহ ফাউন্ডেশনে চাকরির সুযোগ

চালের বাজারে চালবাজি / সিন্ডিকেট নিয়ন্ত্রণে করপোরেট প্রতিষ্ঠান

দুই সচিবকে ওএসডি 

১০

সাংবাদিকদের বেতন নিয়ে উপদেষ্টা নাহিদের ঘোষণা

১১

ইলিশ কেনাবেচায় অনলাইনে প্রতারণা ঠেকাতে ৪১ পেজ শনাক্ত

১২

টাইগারদের বিপক্ষেই ঐতিহাসিক এক মাইলফলক ছুঁতে পারেন কোহলি

১৩

অপু বিশ্বাসের রহস্যজনক স্ট্যাটাস

১৪

সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান ৭ দিনের রিমান্ডে

১৫

পশ্চিমা নিষেধাজ্ঞার জবাবে কড়া পদক্ষেপের ঘোষণা পুতিনের

১৬

নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য হলেন আবদুল হান্নান চৌধুরী

১৭

৪০ হাজার টাকা মাসিক বেতনে নিয়োগ দিচ্ছে রূপায়ন গ্রুপ

১৮

ফুল দিয়ে নতুন অধ্যক্ষকে বরণ করে নিল শিক্ষক-শিক্ষার্থীরা

১৯

মানিকগঞ্জে ভাষা শহীদ রফিক সেতুর টোল প্লাজায় অগ্নিসংযোগ

২০
X