স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ মে ২০২৪, ০২:৪০ পিএম
আপডেট : ১২ মে ২০২৪, ০২:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের যে নিয়মে বিরক্ত মেসি

লিওনেল মেসি। ছবি : সংগৃহীত
লিওনেল মেসি। ছবি : সংগৃহীত

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসি বর্তমানে নিজের ফুটবল প্রতিভা দেখাচ্ছেন মার্কিন ‍যুক্তরাষ্ট্রে। প্রায় দুই দশক ইউরোপ শাসন করে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘরোয়া লিগের ক্লাব ইন্টার মায়ামির হয়ে খেলছেন বিশ্বের সেরা এই ফুটবলার। এর আগের বছর ইউরোপ থেকে আমেরিকায় আসার পর থেকেই নিজের সময়টা বেশ উপভোগই করছেন মেসি। এরমধ্যে ফ্লোরিডার ক্লাবটিকে তাদের ইতিহাসের প্রথম ট্রফিও এনে দিয়েছেন তিনি।

এবছর তো মেজর লিগ সকারে ইস্টার্ন কনফারেন্সে মায়ামিকে শীর্ষস্থানেই নিয়েছেন আটবারের ব্যালন ডি’অর জয়ী। যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়ে ক্লাবের সঙ্গে নিজের ব্যক্তিগত সাফল্যে বেশ সুখেই আছেন বিশ্বের সেরা এই ফুটবলার। তবে এত কিছুর পরও যুক্তরাষ্ট্রের ফুটবল নিয়মে বেশ বিরক্তই মেসি। আজকের ম্যাচে যা ফুটে উঠল বেশ ভালোভাবেই।

মেজর লিগ সকারে রোববার (১২ মে) বাংলাদেশ সময় ভোরে হওয়া মন্ট্রিয়েলের বিপক্ষে ম্যাচে বড় ধরনের ইনজুরির শঙ্কা দেখা দেয় লিওনেল মেসিকে ঘিরে। ইনজুরি গুরুতর না হলেও সুস্থ হতে তাৎক্ষণিক চিকিৎসা নিতে গিয়ে ম্যাচ চলাকালীন দুই মিনিট মাঠের বাইরে থাকতে হয় মেসিকে। এমএলএসে এই মৌসুম থেকে কার্যকর করা নতুন এই নিয়মের কারণে মেসিকে ম্যাচ চলাকালীন ওই দুই মিনিট মাঠের বাইরে থাকতে হয়।

এই নতুন নিয়ময়েই চটেছেন মেসি। ম্যাচের ৪১ মিনিটে মন্ট্রিয়েলের জর্জ ক্যাম্পবেলের বাজে ট্যাকলে বাঁ হাটুতে চোট পান মেসি। তাৎক্ষণিক মাঠে লুটিয়ে পড়েন এই আর্জেন্টাইন। পরে অবশ্য প্রাথমিক পরিচর্যার পর সম্পূর্ণ ম্যাচই খেলেন মেসি।

তবে চিকিৎসার পর মাঠে ফিরতে সাইডলাইনে দুই মিনিট অপেক্ষা করতে হয় মেসিকে। এ সময় ক্যামেরাতে মেসিকে বলতে শোনা যায়, ‘এই ধরনের নিয়ম আমাদের বিপথে নিয়ে যাচ্ছে।’

বিষয়টি নিয়ে ম্যাচের পর মায়ামির কোচ জেরার্ডো টাটা মার্টিনোও কথা বলেন। বর্ষীয়ান এই আর্জেন্টাইন কোচ ইএসপিএনকে জানান ‘ইনজুরিসংক্রান্ত যে নিয়ম পরিবর্তন করা হয়েছে, আমার মনে হয় তা আবার পর্যালোচনা করা যেতে পারে। আজকের ম্যাচে লিওকে করা ফাউলে প্রতিপক্ষ খেলোয়াড়ের হলুদ কার্ড প্রাপ্য ছিল। সেটি না হয়ে আমরা মেসিকে দুই মিনিটের জন্য হারালাম। যেখান ফাউল করা দলের চেয়ে ফাউলের শিকার হওয়া দল বেশি শাস্তি পেল।’

উল্লেখ্য মেজর লিগ সকারে এই মৌসুমে ৩টি নতুন নিয়ম চালু করা হয়েছে। যার একটি হলো ১৫ সেকেন্ডের বেশি সময় মাঠে পড়ে থাকলে দুই মিনিটের বিরতির পর সেই খেলোয়াড় আবার মাঠে নামতে পারবে।

এতে বলা হয়, যদি কোনো খেলোয়াড় বিনা কারণে (অভিনয় করে) ১৫ সেকেন্ডের বেশি পড়ে মাঠে থাকেন বা সাধারণ ইনজুরিতে ১৫ সেকেন্ডের বেশি পড়ে থাকেন তবে তাকে দুই মিনিট মাঠের বাইরে থাকতে হবে। অর্থাৎ চিকিৎসা নেওয়ার পর তাকে ফিরতে হবে দুই মিনিট পর।

তবে যদি ফাউলে হলুদ কার্ড বা লাল কার্ড দেখানো হয় বা গুরুতরভাবে আহত হন সেই ক্ষেত্রে এমন নিয়ম কার্যকর হবে না। যেহেতু মেসিকে করা ফাউলে হলুদ কার্ড দেখানো হয়নি, তাই চিকিৎসা শেষে মেসিকে দুই মিনিট পর মাঠে ফিরতে হয়েছে।

এ ছাড়াও দলটি পরবর্তীতে আরেকটি নতুন এমএলএস নিয়মের শিকার হয় যেখানে লুইস সুয়ারেজ বদলির সময় ১০ সেকেন্ডের কম সময়ে মাঠের বাইরে যেতে ব্যর্থ হওয়ায় চতুর্থ রেফারিকে এক মিনিটের জন্য খেলোয়াাড় সাব বিলম্বিত করতে বাধ্য করা হয়। যা ম্যাচের শেষ মুহূর্তে মায়ামিকে ১০ জনের দলে নামিয়ে দেয়।

সুয়ারেজের ক্ষেত্রে, মিনিটের ক্ষেত্রে চতুর্থ রেফারির সঙ্গে আমাদের একটি খুব গুরুত্বপূর্ণ পার্থক্য ছিল। আমরা ভেবেছিলাম সুয়ারেজ এক মিনিটের মধ্যেই পিচ থেকে বেরিয়ে গেছেন, তিনি এটিকে সেভাবে দেখেননি এবং তাই লিও ক্যাম্পানার খেলায় প্রবেশ ছিল বিলম্বিত মার্টিনো বলেন।

তবে এরকম বিড়ম্বনার পরও ম্যাচটি মেসির দল ২-০ গোলে পিছেয়ে থেকেও ৩-২ গোলে জিতে নেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের প্রলোভনে ধর্ষণ-ব্ল্যাকমেইলের অভিযোগে মামলা, ঢাবিছাত্রকে খুঁজছে পুলিশ

মার্কিন ভাইস প্রেসিডেন্টের বাসভবনে হামলা

বিএফআইইউ-ব্র্যাক ব্যাংক বোর্ডের মতবিনিময়

খালেদা জিয়ার শোক বইতে পাকিস্তান জমিয়ত আমিরের স্বাক্ষর

৬৭ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

পরীক্ষায় নকল করে যে শাস্তি পেলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯৩ শিক্ষার্থী 

রূপগঞ্জে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ

প্রকাশ্যে গুলি করে যুবককে হত্যা

নিউইয়র্কের কোর্টে তোলা হলো মাদুরোকে

তিন শতাধিক এনসিপি নেতাকর্মীর বিএনপিতে যোগদান

১০

জুলাই যোদ্ধা সুরভীর জামিন

১১

কনকনে শীতে সড়ক থেকে উদ্ধার হওয়া সেই দুই শিশুর একজনের মৃত্যু

১২

দুপক্ষের সংঘর্ষে বিএনপি নেতাসহ আহত ২

১৩

যেসব এলাকায় তাপমাত্রা নামতে পারে ৭ ডিগ্রিতে

১৪

১০৬টি পার্ক ও খেলার মাঠ রক্ষায় ডিএনসিসির কমিটি গঠন

১৫

খালেদা জিয়া ছিলেন রাজনীতির বাতিঘর : কবীর আহমেদ ভূইয়া

১৬

বগুড়ায় ৯ নেতাকে সুখবর দিল বিএনপি

১৭

সন্তানের পাপের কারণে মা-বাবার শাস্তি হবে কি না, যা বলছেন আলেমরা

১৮

পা দিয়ে জায়নামাজ সোজা করলে কি গোনাহ হয়?

১৯

আইপিএল সম্প্রচার বন্ধের সিদ্ধান্তে ইশরাকের সাধুবাদ

২০
X