জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে আয়োজিত আন্তর্জাতিক কাবাডি প্রতিযোগিতার ফাইনালে উঠেছে বাংলাদেশ। বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডির প্রথম সেমিফাইনালে থাইল্যান্ডকে ৪১-১৮ পয়েন্টে হারায় লাল-সবুজের প্রতিনিধিরা।
রোববার (২ জুন) মিরপুরের হোসেন শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে প্রথমার্ধে থাইল্যান্ডের বিপক্ষে ২৩-৮ পয়েন্টে এগিয়ে ছিল বাংলাদেশ। এ সময় দুটি লোনা পায় স্বাগতিকরা। পুরো ম্যাচে ৩টি লোনা পয়েন্ট লাভ করে বাংলাদেশ।
বাংলাদেশের অধিনায়ক আরদুজ্জামান মুন্সী প্রতিপক্ষের কাছ থেকে আদায় করেন ১১ পয়েন্ট। এ ছাড়া বাংলাদেশের আরেক রিডার মিজানুর রহমান জেতেন ৮ পয়েন্ট। ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন বাংলাদেশের অধিনায়ক আরদুজ্জামান মুন্সী।
এর আগে প্রথম রাউন্ডের সবগুলো ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ওঠে বাংলাদেশ।
দ্বিতীয় সেমিফাইনালে কেনিয়ার মুখোমুখি হবে নেপাল। সোমবার (৩ জুন) অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক কাবাডির ফাইনাল। নেপাল-কেনিয়া ম্যাচে জয়ী দলের বিপক্ষে লড়বে বাংলাদেশ।
মন্তব্য করুন