শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ১৭ অগ্রহায়ণ ১৪৩০
কালবেলা ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২৩, ০১:২০ পিএম
অনলাইন সংস্করণ

আইফোন ১৫ সিরিজে নতুন কী কী থাকছে?

আইফোন ১৫ প্রো ম্যাক্স। ছবি : সংগৃহীত

আইফোন সিরিজ ১৫ লঞ্চ করেছে অ্যাপেল। এই সিরিজের সব থেকে হাই অ্যান্ড স্মার্টফোন আইফোন ১৫ প্রো ম্যাক্স। এই প্রো ম্যাক্সের সূচনা গত বছর থেকে শুরু হয়েছে। আইফোন ১৪ প্রো ম্যাক্সের পর আইফোন ১৫ প্রো ম্যাক্স মোট তিনটি ভেরিয়েন্টে সামনে এনেছে অ্যাপেল।

এবারের আইফোনগুলিতে মিলবে A17 বায়োনিক চিপসেট। যা পারফরম্যান্স কয়েকগুণ বাড়িয়ে তুলবে বলে আশা অ্যাপেলের। ম্যাক রুমর্সের প্রতিবেদন অনুযায়ী, আইফোন ১৫-তে মিলবে নতুন অ্যাকশন বাটন। যা কাস্টমাইজ করা যাবে যেমন ফোকাস মোড অন করা, ফোন সাইলেন্স করাম ফ্ল্যাশলাইট, ক্যামেরা লঞ্চ, ভয়েস রেকর্ডিং শুরু করা ইত্যাদি।

এই সিরিজে মিলবে নেমড্রপ ফিচার যার মাধ্যমে খুব দ্রুত ও বিনা ঝক্কিতে কন্টাক্ট শেয়ার করতে পারবেন ইউজাররা। থাকছে চেক ইন মেসেজ ফিচার। আপনি যখনই গন্তব্যে পৌঁছবেন মেসেজের মাধ্যমে আপনার প্রিয়জন বা বন্ধুদের কাছে সেই এলার্ট পৌঁছে যাবে। আলাদা করে আপনাকে মেসেজ বা কল করতে হবে না।

স্মার্টফোন হয়ে যাবে স্মার্ট ডিসপ্লে, ফোনটি চার্জে দেওয়ার সময় অথবা স্ট্যান্ডবাই থাকার সময় এখানে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য যেমন সময়, নোটিফিকেশন, ওয়েদার এলার্ট সহ একাধিক তথ্য দেখতে পাবেন।

নতুন আইফোনে মিলবে মুড ট্র্যাকিং ফিচার, অ্যাপেল হেলথ আসতে চলেছে বিশেষ আপডেট। আপনার অনুভূতি এবং মুড মনিটর করবে সেটি।

সুরক্ষার জন্য এই সিরিজে বেশকিছু আপডেট রেখেছে iOS17 সফটওয়্যার। যার মাধ্যমে পাসওয়ার্ড শেয়ারিং, তা আপডেট করা এবং সেটি মুছে ফেলা আরও নিরাপদভাবে করা যাবে।

ইউজার কী শব্দ টাইপ করতে চাইছে সেই অনুযায়ী একটি অটো-কারেক্ট ফিচার থাকছে এই সিরিজে। টাইপ করার একাধিক সাজেশন পাওয়া যাবে এবং টেক্সট বারে গিয়ে উক্ত বাক্য সংক্রান্ত বাড়তি রসদও জোগাড় করতে পারবেন।

ম্যাকরুমর্সের প্রতিবেদন অনুসারে, এতে স্টোরেজ এবং ক্যামেরার মান বাড়াতে চলেছে অ্যাপেল। আইফোন 15 প্রো এবং আইফোন 15 প্রো ম্যাক্সের টেলিফটো ও আলট্রা ওয়াইড ক্যামেরাতে বেশি মেগাপিক্সেল দেওয়া হবে বলে জানা গিয়েছে।

রিপোর্ট অনুযায়ী, আইফোন ১৫ প্রো ম্যাক্স এডিশনে 6x অপটিকাল জুম সহ পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা পাওয়া যাবে।

আইফোন ১৫ প্রো ম্যাক্সে যা থাকছে:-

৬.৭০ ইঞ্চি OLED ডিসপ্লের (২৭৯৬ x ১২৯০ পিক্সেল) এই স্মার্টফোনে পাবেন A17 Bionic প্রসেসর যা সংস্থার দাবি অনুসারে, আগের প্রসেসরের থেকে ১০ গুণ বেশি শক্তিশালী। স্মার্টফোনের গতি বৃদ্ধির পাশাপাশি নিউরাল ইঞ্জিন ও মেশিন লার্নিংয়ের সুবিধাও পাওয়া যাবে এই ৩ ন্যানো মিটারের প্রসেসরে।

নতুন চিপের সঙ্গে এতে নতুন অপারেটিং সিস্টেম iOS17ও পাবেন ইউজাররা। স্টোরেজের ক্ষেত্রে 6GB LPDDR5 র‌্যাম এবং সর্বোচ্চ 1TB স্টোরেজ মিলবে। অ্যাপেলের দাবি অনুসারে, ২৯ ঘণ্টা ভিডিয়ো প্লেব্যাক এবং ৯৫ ঘণ্টা অডিও প্লেব্যাকের সুবিধা মিলবে।

আইফোন ১৫ প্রো ম্যাক্সের প্রাইমারি ক্যামেরা ৪৮ মেগাপিক্সেল। সঙ্গে ১২ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং ১২ মেগাপিক্সেলের টেলিফটো সেন্সর। ফ্রন্টে রয়েছে ১২ মেগাপিক্সেল সেলফি স্ন্যাপার। ফ্রন্ট ক্যামেরায় মিলবে ফেস আইডি, স্মার্ট HDR ৪ এবং ডিপ ফিউশনের সুবিধা।

চার্জিংয়ের ক্ষেত্রে ২৫ ওয়াট ফাস্ট চার্জিং থাকছে, মিলবে ওয়্যারলেস চার্জিংও যার স্পিড ১৫ ওয়াট। কানেক্টিভিটির ক্ষেত্রে থাকছে ৫জি, ডুয়াল ন্যানো সিম, ইউএসবি টাইপ-সি পোর্ট (এই প্রথম) এবং ব্লুটুথ ৫.৩।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীমঙ্গলে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লা মহাসড়কে গাড়ি চালাচ্ছেন কিশোররা, ঝুঁকিতে যাত্রীরা 

জায়েদ খানের পাগলামি বেড়ে গেছে : হিরো আলম

নিম্নচাপ নিয়ে ৩ নম্বর বিশেষ বিজ্ঞপ্তি আবহাওয়া অধিদপ্তরের

ওপিসিডব্লিউ’র ‘দ্য হেগ অ্যাওয়ার্ড’ পেলেন বুয়েটের অধ্যাপক সুলতানা রাজিয়া

বিশ্ব ইতিহাসে পার্বত্য শান্তি চুক্তি একটি বিরল ঘটনা : প্রধানমন্ত্রী

অস্ট্রেলিয়াকে উড়িয়ে ভারতের সিরিজ জয়

ইউরোপ-আমেরিকার দিকে চেয়ে থাকলে পরিবর্তন হবে না : ভিপি নুর

নির্বাচন নিয়ে মানুষের কোনো উচ্ছ্বাস-আগ্রহ নেই : মঈন খান

গণঅধিকার পরিষদের একাংশের ওপর নুরের অনুসারীদের হামলার অভিযোগ

১০

এএলআরডি-কালবেলা গোলটেবিল বৈঠক / সমবায় আইনে রাষ্ট্রীয় হস্তক্ষেপ রয়ে গেছে

১১

রাবির সাবেক ছাত্রসহ দুজন হিযবুত তাহরীর ‘সন্দেহে’ গ্রেপ্তার

১২

প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা বর্তমান এমপির

১৩

কুকুরের কামড়ে শিশু-নারীসহ আহত ১২

১৪

একজন অনুকরণীয় ও প্রকৃতি প্রেমিক রাজনীতিবিদ

১৫

কাসাভার ১৩ পদের খাবার তৈরি করলেন বাকৃবির গবেষক

১৬

এবার মালিতে বিধ্বস্ত আর্জেন্টিনা

১৭

তাপমাত্রা কমতে শুরু করেছে শ্রীমঙ্গলে

১৮

আগমন

১৯

ড. আহমদ কামরুজ্জমান মজুমদার, দুবাই থেকে / জাতিসংঘ জলবায়ু সম্মেলন কপ-২৮ ও বাংলাদেশ

২০
X