কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ মে ২০২৫, ১০:০৫ পিএম
আপডেট : ২৪ মে ২০২৫, ০৭:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাম্পের মারাত্মক উসকানি মোকাবিলার কৌশল বুঝে গেছেন বিশ্বনেতারা

ওভাল অফিসে সিরিল রামাফোসা ও ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
ওভাল অফিসে সিরিল রামাফোসা ও ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর হোয়াইট হাউসের বৈঠকগুলো যেন ধীরে ধীরে কূটনৈতিক সম্মেলনের চেয়ে ‘রাজনৈতিক মঞ্চায়নে’ পরিণত হচ্ছে। এমনই এক নাটকীয় পরিস্থিতির মুখোমুখি হলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। তবে ট্রাম্পের একের পর এক উসকানিমূলক প্রশ্ন ও কার্যকলাপকে ঠান্ডা মাথায় কৌশলীভাবে সামলে দেন তিনি।

বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, গত বুধবার হোয়াইট হাউসে অনুষ্ঠিত বৈঠকে আলো নিভিয়ে বড় পর্দায় ভিডিও চালানো থেকে শুরু করে পুরনো সংবাদ কাটিং হাজির করা পর্যন্ত—সবকিছুতেই ছিল সুস্পষ্ট নাটকীয়তা ও পূর্বপরিকল্পনা। বৈঠকের মাঝপথেই সাংবাদিকের প্রশ্নে উঠে আসে দক্ষিণ আফ্রিকায় তথাকথিত ‘হোয়াইট জেনোসাইড’ বা শ্বেতাঙ্গ নিধনের প্রসঙ্গ।

প্রথমেই প্রেসিডেন্ট রামাফোসা শান্তভাবে জানান, ট্রাম্পকে এই বিষয়ে বিশ্বাসযোগ্যতা পেতে হলে দক্ষিণ আফ্রিকার জনগণের বক্তব্য শুনতে হবে। তবে ট্রাম্প এতে সন্তুষ্ট না হয়ে সঙ্গে সঙ্গেই নির্দেশ দেন, ‘লাইট নিভাও, টিভি চালাও।’ এরপর শুরু হয় দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গ কৃষকদের উপর নির্যাতন নিয়ে একের পর এক ভিডিও ও সংবাদ দেখানোর পালা।

ভিডিওতে একটি পুরনো বর্ণবাদবিরোধী গান ‘শুট দ্য বুর’ দেখানো হয়, যা ট্রাম্প শ্বেতাঙ্গ বিদ্বেষের উদাহরণ হিসেবে তুলে ধরেন। তথাকথিত গণকবর কোথায়—প্রশ্ন করা হলে ট্রাম্প উত্তর দেন, ‘সাউথ আফ্রিকা।’ যদিও এসব অভিযোগের বাস্তব ভিত্তি নেই বললেই চলে। তবে এই রাজনৈতিক প্রোপাগান্ডার সামনে কৌশলী প্রতিরোধ গড়েন রামাফোসা।

উদ্ভূত পরিস্থিতিতে প্রেসিডেন্ট রামাফোসা সংযত থেকেছেন। তিনি কেবল দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপ্রধানই নন, বরং প্রয়াত নেলসন ম্যান্ডেলার ঘনিষ্ঠ সহযোগী এবং বর্ণবৈষম্যবিরোধী আন্দোলনের এক অবিচ্ছেদ্য অংশ। দীর্ঘ আলোচনায় রামাফোসা নিজেকে সম্পূর্ণরূপে প্রস্তুত ও স্থির হিসেবে উপস্থাপন করেন।

ডোনাল্ড ট্রাম্পের গলফপ্রেমী ব্যক্তিত্বকে কাজে লাগিয়ে রামাফোসা বৈঠকে নিয়ে আসেন দুই দক্ষিণ আফ্রিকান গলফ তারকা—এর্নি এলস ও রেটিফ গুসেন। এদের উপস্থিতি হোয়াইট হাউজের পরিবেশ বদলে দেয়। সেই সঙ্গে দক্ষিণ আফ্রিকার কৃষিমন্ত্রী, যিনি নিজেই বিরোধীদলীয় নেতা, উপস্থিত থাকায় আলোচনার ভারসাম্য রামাফোসার দিকে ঝুঁকে পড়ে।

এই তিনজনকে ঘিরে রামাফোসা যেন নিজের চারপাশে একটি কূটনৈতিক ‘গোল্ডেন ডোম’ তৈরি করেন, যা ট্রাম্পের তীব্র রাজনৈতিক আক্রমণকেও কার্যত নিষ্ক্রিয় করে দেয়।

রামাফোসার বুদ্ধিদীপ্ত কৌশল ও চূড়ান্ত জবাব : বৈঠকের এক পর্যায়ে রামাফোসা গলফারদের দিকে ইঙ্গিত করে ট্রাম্পকে বলেন, ‘আপনি যদি বিশ্বাস করেন দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গদের গণহত্যা চলছে, তাহলে তারা (এই গলফার ও কৃষিমন্ত্রী) আজ এখানে থাকতেন না। আমি আপনাকে হলফ করে বলছি, গণহত্যার বিষয়ে আপনি যা শুনেছেন তা সত্য নয়।’

এই এক ঘণ্টার বৈঠকে ট্রাম্প যতই শ্বেতাঙ্গ কৃষকদের বিষয়টি সামনে আনতে চেয়েছেন, রামাফোসা ততটাই সংযত থেকেছেন। কোনো উস্কানির জবাবে তিনি উত্তেজিত হননি, বরং যুক্তি ও উপস্থিত বুদ্ধি দিয়ে পরিস্থিতি সামাল দিয়েছেন।

বিশ্লেষকরা বলছেন, এই পুরো আয়োজন কেবল আন্তর্জাতিক কূটনীতির অংশ নয়, বরং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিকেই লক্ষ্য করে তৈরি। ট্রাম্পের প্রচারিত ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’ মিশনের অন্যতম কৌশল হলো বিদেশিদের বিরুদ্ধে অভিযোগ এনে দেশের জনগণের ক্ষোভ জাগিয়ে তোলা।

কিন্তু এখন যেহেতু সিরিল রামাফোসার মতো বিশ্বনেতারা এই কৌশল বুঝতে শিখেছেন, তাই ট্রাম্পের হয়তো আগের মতো ‘চমকে দেওয়া’ কূটনৈতিক প্রভাব ধরে রাখা আর সহজ হবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউটিউব চ্যানেল দ্রুত জনপ্রিয় করতে মানুন এই ৮ টিপস

ওসমানী উদ্যানে ৪৭ কোটি টাকা ব্যয়ে হবে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’

মসজিদে সিঁড়িতে ঝুলছিল প্রবাসীর লাশ

দুদকের সাবেক কর্মকর্তার বাসায় সেনা অভিযান, শটগান উদ্ধার

ব্র্যাক ইউনিভার্সিটি পরিদর্শন করলেন যুক্তরাজ্যের বাণিজ্য দূত 

‘কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব’ বক্তব্যের ব্যাখ্যা দিলেন সারজিস

সংঘর্ষে কত সেনা নিহত জানাল পাকিস্তান

বেপরোয়া গতির বাস-ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষ, নিহত ১

এডিএ অ্যাপে প্রতারণা, নারী গ্রেপ্তার

জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা

১০

ইলিয়াস কাঞ্চনের আরোগ্য কামনায় শাকিব খানের দোয়া

১১

হলিউডের জনপ্রিয় গায়িকার সঙ্গে ট্রুডোর অন্তরঙ্গ ছবি ফাঁস

১২

জবির ছাত্রী হল ও শহীদ সাজিদ ভবনের নামফলক স্থাপন

১৩

বাতিল হতে পারে আর্জেন্টিনার ভারত সফর!

১৪

সারাক্ষণ ফোন চার্জে রেখে ভুল করছেন না তো?

১৫

গাজাবাসীর সহায়তা মাস্তুল ফাউন্ডেশনকে ৫ লাখ টাকা অনুদান দিল পুনাক

১৬

সীমান্তে মাইন বিস্ফোরণে বিজিবি সদস্যের পা বিচ্ছিন্ন

১৭

শিশুর সুরক্ষায় জাতীয় টাইফয়েড টিকাদান কর্মসূচিতে ঢাকা আহ্ছানিয়া মিশন

১৮

ব্যাংকিং টিপস / নিরাপদ থাকতে হালনাগাদ রাখুন তথ্য

১৯

প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিয়েছে জাগপা

২০
X