কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ মে ২০২৫, ১০:০৫ পিএম
আপডেট : ২৪ মে ২০২৫, ০৭:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাম্পের মারাত্মক উসকানি মোকাবিলার কৌশল বুঝে গেছেন বিশ্বনেতারা

ওভাল অফিসে সিরিল রামাফোসা ও ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
ওভাল অফিসে সিরিল রামাফোসা ও ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর হোয়াইট হাউসের বৈঠকগুলো যেন ধীরে ধীরে কূটনৈতিক সম্মেলনের চেয়ে ‘রাজনৈতিক মঞ্চায়নে’ পরিণত হচ্ছে। এমনই এক নাটকীয় পরিস্থিতির মুখোমুখি হলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। তবে ট্রাম্পের একের পর এক উসকানিমূলক প্রশ্ন ও কার্যকলাপকে ঠান্ডা মাথায় কৌশলীভাবে সামলে দেন তিনি।

বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, গত বুধবার হোয়াইট হাউসে অনুষ্ঠিত বৈঠকে আলো নিভিয়ে বড় পর্দায় ভিডিও চালানো থেকে শুরু করে পুরনো সংবাদ কাটিং হাজির করা পর্যন্ত—সবকিছুতেই ছিল সুস্পষ্ট নাটকীয়তা ও পূর্বপরিকল্পনা। বৈঠকের মাঝপথেই সাংবাদিকের প্রশ্নে উঠে আসে দক্ষিণ আফ্রিকায় তথাকথিত ‘হোয়াইট জেনোসাইড’ বা শ্বেতাঙ্গ নিধনের প্রসঙ্গ।

প্রথমেই প্রেসিডেন্ট রামাফোসা শান্তভাবে জানান, ট্রাম্পকে এই বিষয়ে বিশ্বাসযোগ্যতা পেতে হলে দক্ষিণ আফ্রিকার জনগণের বক্তব্য শুনতে হবে। তবে ট্রাম্প এতে সন্তুষ্ট না হয়ে সঙ্গে সঙ্গেই নির্দেশ দেন, ‘লাইট নিভাও, টিভি চালাও।’ এরপর শুরু হয় দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গ কৃষকদের উপর নির্যাতন নিয়ে একের পর এক ভিডিও ও সংবাদ দেখানোর পালা।

ভিডিওতে একটি পুরনো বর্ণবাদবিরোধী গান ‘শুট দ্য বুর’ দেখানো হয়, যা ট্রাম্প শ্বেতাঙ্গ বিদ্বেষের উদাহরণ হিসেবে তুলে ধরেন। তথাকথিত গণকবর কোথায়—প্রশ্ন করা হলে ট্রাম্প উত্তর দেন, ‘সাউথ আফ্রিকা।’ যদিও এসব অভিযোগের বাস্তব ভিত্তি নেই বললেই চলে। তবে এই রাজনৈতিক প্রোপাগান্ডার সামনে কৌশলী প্রতিরোধ গড়েন রামাফোসা।

উদ্ভূত পরিস্থিতিতে প্রেসিডেন্ট রামাফোসা সংযত থেকেছেন। তিনি কেবল দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপ্রধানই নন, বরং প্রয়াত নেলসন ম্যান্ডেলার ঘনিষ্ঠ সহযোগী এবং বর্ণবৈষম্যবিরোধী আন্দোলনের এক অবিচ্ছেদ্য অংশ। দীর্ঘ আলোচনায় রামাফোসা নিজেকে সম্পূর্ণরূপে প্রস্তুত ও স্থির হিসেবে উপস্থাপন করেন।

ডোনাল্ড ট্রাম্পের গলফপ্রেমী ব্যক্তিত্বকে কাজে লাগিয়ে রামাফোসা বৈঠকে নিয়ে আসেন দুই দক্ষিণ আফ্রিকান গলফ তারকা—এর্নি এলস ও রেটিফ গুসেন। এদের উপস্থিতি হোয়াইট হাউজের পরিবেশ বদলে দেয়। সেই সঙ্গে দক্ষিণ আফ্রিকার কৃষিমন্ত্রী, যিনি নিজেই বিরোধীদলীয় নেতা, উপস্থিত থাকায় আলোচনার ভারসাম্য রামাফোসার দিকে ঝুঁকে পড়ে।

এই তিনজনকে ঘিরে রামাফোসা যেন নিজের চারপাশে একটি কূটনৈতিক ‘গোল্ডেন ডোম’ তৈরি করেন, যা ট্রাম্পের তীব্র রাজনৈতিক আক্রমণকেও কার্যত নিষ্ক্রিয় করে দেয়।

রামাফোসার বুদ্ধিদীপ্ত কৌশল ও চূড়ান্ত জবাব : বৈঠকের এক পর্যায়ে রামাফোসা গলফারদের দিকে ইঙ্গিত করে ট্রাম্পকে বলেন, ‘আপনি যদি বিশ্বাস করেন দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গদের গণহত্যা চলছে, তাহলে তারা (এই গলফার ও কৃষিমন্ত্রী) আজ এখানে থাকতেন না। আমি আপনাকে হলফ করে বলছি, গণহত্যার বিষয়ে আপনি যা শুনেছেন তা সত্য নয়।’

এই এক ঘণ্টার বৈঠকে ট্রাম্প যতই শ্বেতাঙ্গ কৃষকদের বিষয়টি সামনে আনতে চেয়েছেন, রামাফোসা ততটাই সংযত থেকেছেন। কোনো উস্কানির জবাবে তিনি উত্তেজিত হননি, বরং যুক্তি ও উপস্থিত বুদ্ধি দিয়ে পরিস্থিতি সামাল দিয়েছেন।

বিশ্লেষকরা বলছেন, এই পুরো আয়োজন কেবল আন্তর্জাতিক কূটনীতির অংশ নয়, বরং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিকেই লক্ষ্য করে তৈরি। ট্রাম্পের প্রচারিত ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’ মিশনের অন্যতম কৌশল হলো বিদেশিদের বিরুদ্ধে অভিযোগ এনে দেশের জনগণের ক্ষোভ জাগিয়ে তোলা।

কিন্তু এখন যেহেতু সিরিল রামাফোসার মতো বিশ্বনেতারা এই কৌশল বুঝতে শিখেছেন, তাই ট্রাম্পের হয়তো আগের মতো ‘চমকে দেওয়া’ কূটনৈতিক প্রভাব ধরে রাখা আর সহজ হবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব কালো চক্রান্ত থেকে রক্ষা করার মালিক আল্লাহ : আরএস ফাহিম

রোজার আগে নির্বাচন, ভোটের ৬০ দিন আগে তপশিল : আখতার আহমেদ 

‘কেউ তো জানে’ আসছে এনটিভির পর্দায়

মসজিদুল হারামে এ সপ্তাহে জুমা পড়াবেন শায়খ সুদাইস

৬ বছরেও শেষ হয়নি কাজ, আশ্রয়কেন্দ্র এখন মাদকসেবীদের আখড়া

জার্সিতে নাম পাল্টালেন হলান্ড

ডিবি কার্যালয়ে লতিফ সিদ্দিকী

ছাত্র সংসদ নির্বাচনে সেনাবাহিনীর সম্পৃক্ত হওয়ার সুযোগ নেই : আইএসপিআর

আগামী সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির 

২০ মাসের ব্যবধানে পানিতে দুই ভাইয়ের মৃত্যু, বাকরুদ্ধ পরিবার

১০

হঠাৎ মিষ্টি খেতে মন চায়, এটা কীসের ইঙ্গিত?

১১

ভারতের হয়ে খেলার আশা ছেড়ে দিয়েছেন শামি

১২

যথাযথ প্রক্রিয়ায় পুশইন করা হচ্ছে, দাবি বিএসএফ ডিজির 

১৩

সিজারের ৬ মাস পর পেট থেকে বের করা হলো গজ

১৪

৫ দিন কোথায় কেমন বৃষ্টি থাকবে, জানাল আবহাওয়া অফিস

১৫

জাকসু নির্বাচনের প্যানেল ঘোষণা করল ছাত্রদল

১৬

পাকিস্তানের পাঞ্জাবে ভয়াবহ বন্যায় মৃত্যু ১৫

১৭

১৭ কোটি টাকার জীবনরক্ষাকারী ওষুধ এনে প্রশংসায় ভাসছেন ইন্টার্ন চিকিৎসক 

১৮

গয়েশ্বরের বিরুদ্ধে দুদকের মামলার রায় ৪ সেপ্টেম্বর

১৯

আজ আনুষ্ঠানিক ঘোষণা  / ইসির রোডম্যাপে যত পরিকল্পনা   

২০
X