কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জুন ২০২৪, ০১:৫৬ পিএম
আপডেট : ১২ জুন ২০২৪, ০২:১২ পিএম
অনলাইন সংস্করণ

এবার আলোচনায় আফগানিস্তানের লবণখনি

লবণখনি ঘিরে নতুন স্বপ্ন দেখছে আফগানিস্তান। ছবি : সংগৃহীত
লবণখনি ঘিরে নতুন স্বপ্ন দেখছে আফগানিস্তান। ছবি : সংগৃহীত

আফগানিস্তানকে বলা হয় ধনসম্পদে ভরপুর গরীব একটি দেশ। গেল কয়েক দশক পরাশক্তিগুলোর ‘পেশিশক্তি’ দেখানোর ভূমি ছিল কাবুল। এ কারণে আফগানিস্তানের পাথুরে মাটির নিচে মজুত থাকা বিপুল প্রাকৃতিক সম্পদ আহরণ করা সম্ভব হয়নি।

কিন্তু মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী দেশটি ত্যাগ করলে শুরু হয় নতুন এক যুগের। ধীরে ধীরে স্থিতিশীল হয় কাবুল, এখন ঘুড়ে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে দেশটির অর্থনীতিও।

যার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে গোটা আফগানিস্তানজুড়ে জালের মতো ছড়িয়ে-ছিটিয়ে থাকা বিভিন্ন প্রকৃতিক সম্পদের খনি। গেল অর্থবছরে দেশটির বাজেটে এই খনিগুলোর অবদান ছিল ১৭ বিলিয়ন আফগানি, এই তথ্য দেশটির খনি ও পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের।

এবার নতুন করে আলোচনায় আফগানিস্তানের তিনটি লবণখনি। বলা হচ্ছে- তেলখাত থেকে মাফিয়াদের ছেঁটে দেওয়ার পর লবণখনিতেও নজর দিয়েছে ইসলামি আমিরাত। অচিরেই যার সুফল পাবেন আফগানরা।

বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন বলছে, ঘুরে দাঁড়াতে শুরু করেছে আফগানিস্তান। মাটির নিজে থাকা বিপুল প্রাকৃতিক সম্পদ আহরণে নজর দিচ্ছে ইসলামিক আমিরাত। এরই অংশ হিসেবে সম্প্রতি উত্তরাঞ্চলীয় ফারিয়াব প্রদেশের তিনটি লবণ খনি খননের জন্য দরপত্র গ্রহণ করা হয়েছে। যেখানে পুরোনো মাফিয়া চক্রকে প্রবেশাধিকার দেয়নি দেশটির বর্তমান শাসকরা।

গেল মঙ্গলবার আফগানিস্তানের সংবাদমাধ্যম টোলো নিউজ এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। যেখানে জানানো হয়- দেশটির খনি ও পেট্রোলিয়াম মন্ত্রণালয় ঘোষণা করেছে— তারা তেল খাতে মাফিয়াদের প্রভাব কমিয়েছে। এখন দেশের লবণের খনিতেও তাদের প্রবেশরোধে কাজ করা হচ্ছে।

ফরিয়াবের তিনটি লবণ খনি ব্লকের দরপত্র গ্রহণকালে মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী শাহাবুদ্দিন দেলাওয়ার লবণ ব্যবসায়ীদেরও হুঁশিয়ারি দেন। বলেন, নিয়ম মেনে কাজ না করলে বাতিল হবে দরপত্র।

খনি ও পেট্রোলিয়াম মন্ত্রী শাহাবুদ্দিন দেলাওয়ার বলেন, এই খনিগুলো আফগানিস্তানের জাতীয় স্বার্থ। এখানে নারী-পুরুষ, শিয়া-সুন্নি, হিন্দু-মুসলিম সবারই হক রয়েছে। এখনে কোনো অনিয়ম হলে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে। যার প্রভাব পড়বে জনগণের জীবন-মানের ওপর।

এ সময় আফগান অর্থনীতিতে খনি ও প্রকৃতিক সম্পদের ভূমিকা তুলে ধরেন মন্ত্রী। বলেন, জাতীয় বাজেটের অর্থের বড় একটি অংশই আসে এসব খনি থেকে। জানান, গেল অর্থবছরের বাজেটে খনি ও পেট্রেলিয়াম খাতের অবদান ছিল ১৭ বিলিয়ন আফগানি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসপাতালে নারী ওয়াশরুমে গোপন ক্যামেরা, ইন্টার্ন চিকিৎসক আটক

দুই স্পিডবোটের সংঘর্ষে নারী নিহত

মিজানুর রহমান সোহেলের ‘কনটেন্ট ক্রিয়েটর’ বইয়ের প্রি-অর্ডার শুরু

বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতায় দুই শিক্ষকের মারামারি

বিএনপি ১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাতকে কর্মের হাতে পরিণত করবে : সালাহউদ্দিন

গণমানুষের স্বাস্থ্যসেবায় বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ : ডা. রফিক

এলাকার মানুষের দুঃখ দূর করতে প্রতিশ্রুতিবদ্ধ : হাবিব

আবার নির্বাচনের আগে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র : মির্জা আব্বাস

বৃষ্টির পূর্বাভাস

ঢাবিতে দোয়া-স্মরণসভায় শহীদ ওসমান হাদির ন্যায়বিচারের দাবি

১০

ধানের শীষ প্রতীক বরাদ্দ পেলেন মোবাশ্বের আলম

১১

সুরক্ষা ছাড়াই দেয়াল বেয়ে ১০১ তলা ভবনের চূড়ায় পর্বতারোহী

১২

বিশ্বকাপে দেশকে মিস করব : মিশা সওদাগর

১৩

বিশ্বকাপ থেকে ছিটকে গেল বাংলাদেশ

১৪

‘কেয়ামত থেকে কেয়ামত’ ছোটবেলায় দেখেছি: অনন্ত জলিল

১৫

ঈদগাহ মাঠ নিয়ে সংঘর্ষ, আহত ১০

১৬

যুক্তরাষ্ট্রে তুষারঝড় ও তীব্র ঠান্ডায় ১৪ জনের মৃত্যু

১৭

বিশ্বকাপ বয়কট ইস্যুতে পাকিস্তানের ফলপ্রসূ বৈঠক, যা জানা গেল

১৮

একই আর্টিস্ট ও কম বাজেটে সিনেমা হবে না : অনন্ত জলিল

১৯

রাজনৈতিক দলগুলো অনেক বেশি সচেতন : ইসি সানাউল্লাহ

২০
X