ভূমধ্যসাগরীয় দেশ গ্রিসে দাবানলের আগুন নেভাতে গিয়ে বিমান বিধ্বস্ত হয়ে দুজন পাইলট নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৫ জুলাই) দেশটির ইভিয়া দ্বীপের প্ল্যাটানিস্টোস গ্রামে এ দুর্ঘটনা ঘটে। খবর আলজাজিরা।
এক বিবৃতিতে গ্রিক বিমানবাহিনী জানিয়েছে, মঙ্গলবার বিকেল ৩টার দিকে তাদের সিএল-২১৫ বিমানটি অভিযানের সময় বিধ্বস্ত হয়েছে। এতে বিমানের ক্যাপ্টেন ও কো-পাইলট মারা গেছেন।
আরেক বিবৃতিতে গ্রিসের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, বিমান বিধ্বস্ত হয়ে দায়িত্বরত অবস্থায় দুজন পাইলটের মৃত্যুর ঘটনায় সশস্ত্র বাহিনীতে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন : গ্রিসে একের পর এক দাবানল, বাড়ি ছেড়ে পালাচ্ছে মানুষ
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে শেয়ার করেছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইআরটি। ভিডিওতে দেখা যায়, দাবানলের আগুন নেভাতে ওপর থেকে পানি ছিটাচ্ছে বিমানটি। একপর্যায়ে পাহাড়ের গায়ে ধাক্কা লেগে বিমানটি বিধ্বস্ত হয়ে যায় এবং সেটিতে আগুন ধরে যায়।
গত কয়েক দিন ধরে গ্রিসে তীব্র তাপপ্রবাহ চলছে। এ সময়ের মধ্যে দেশজুড়ে ৭৯টি দাবানলের ঘটনা ঘটেছে। এসব দাবানলের ঘটনায় হাজার হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তবে আগুন নেভাতে এখনো হিমশিম খাচ্ছেন দমকলকর্মীরা।
মঙ্গলবার গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস বলেন, ‘আগামী কয়েক সপ্তাহ আমাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে। আমরা একটি যুদ্ধ পরিস্থিতির মধ্যে আছি। আমরা যা হারিয়েছি তা আমরা আবার নির্মাণ করব। যারা আহত হয়েছেন তাদের প্রতি সমবেদনা জানাব। জলবায়ু সংকট এসে পড়েছে।’
শুধু গ্রিস নয়, গত কয়েক সপ্তাহ ধরে দক্ষিণ ইউরোপে তীব্র তাপপ্রবাহ বিরাজ করছে। প্রায় প্রতিদিনই তাপমাত্রা নিয়ে নতুন নতুন রেকর্ড গড়ছে এসব দেশ। তীব্র এ তাপপ্রবাহের জন্য জলবায়ু পরিবর্তন থেকে সৃষ্ট বৈশ্বিক উষ্ণায়নকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা।
মন্তব্য করুন