শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬, ৩ মাঘ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৩, ০১:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

জাতিসংঘে বাংলাদেশে ১৯৭১ সালে পাকিস্তানের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবি

মুক্তিযুদ্ধে পাক বাহিনীর বর্বরতা। ছবি :সংগৃহীত
মুক্তিযুদ্ধে পাক বাহিনীর বর্বরতা। ছবি :সংগৃহীত

১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি সেনাদের গণহত্যাকে আন্তর্জাতিক স্বীকৃতির দাবি জানিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকারকর্মী ও সংগঠন। এ দাবির পরিপ্রেক্ষিতে নেদারল্যান্ডসের দ্য হেগ শহরভিত্তিক মানবাধিকার প্রতিষ্ঠান গ্লোবাল হিউম্যান রাইটস ডিফেন্স (জিএইচআরডি) জেনেভায় একটি অনুষ্ঠানের আয়োজন করেছে। খবর টাইমস অব ইন্ডিয়া।

সুইজারল্যান্ডের জেনেভায় চলমান জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের ৫৪তম অধিবেশন চলছে। আর এমন সময়ে ঐতিহাসিক এ দাবি তুলে সামবেশ করছেন মানবাধিকারকর্মীরা।

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের বর্বরতম এ গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি ও গণহত্যা বিষয়ে সচেতনতার জন্য এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই মুক্তিযুদ্ধের সময় পাক বাহিনীর বর্বরতার কথা তুলে ধরা হয়। অনুষ্ঠানে অরগানাইজেশন অব ইস্টার্ন ক্যারিবিয়ান স্টেটস (ওইসিএস), বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় তারা সচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে তাদের মতামত প্রদান করেন।

বিশেষজ্ঞদের মধ্যে শুরুর বক্তব্য রাখেন গ্লোবাল হিউম্যান রাইটস ডিফেন্সের চেয়ারম্যান শ্রদ্ধানন্দ সিতাল। তিনি ১৯৪৫ সালের দ্বিতীয় বিশ্বযুদ্বের এমন গণহত্যার বন্ধে আর বৈশ্বিক প্রতিজ্ঞা কখনও হয়নি বলে উল্লেখ করেন। তিনি বলেন, এমন প্রতিজ্ঞার পরও রুয়ান্ডা, বলকান অঞ্চল এবং বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে এমন গণহত্যা বারবার ঘটছে। এ সময় তিনি গণহত্যার বিষয়টিকে স্বীকৃতি দেওয়া ও এই বিষয়ে সচেতনতা সৃষ্টিকে এনজিও ও জাতিসংঘের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচনার আহ্বান জানান।

তিনি ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডাচ রাজনীতিবিদ ও মানবাধিকারকর্মী হ্যারি ভন বোমেল। তিনি বাংলাদেশে পাকিস্তানের গণহত্যার প্রমাণ খুঁজতে চলতি বছরের মে মাসে বাংলাদেশে এসেছিলেন। পাকিস্তানের গণহত্যার শিকার সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিবার ও এ নিয়ে গবেষণারত ব্যক্তিদের সঙ্গে কথা বলেন। এসব অভিজ্ঞতার আলোকে তিনি বলেন, বাংলাদেশে ১৯৭১ সালে গণহত্যা সংঘটিত হওয়ার বিস্তৃত প্রমাণ রয়েছে। ভবিষ্যতে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি ও সচেতনতা বাড়াতে এই ফলাফল ইউরোপীয় পার্লামেন্ট ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলোতে নেওয়া হবে। এতে প্রবাসীদেরও জড়িত হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে জাতিসংঘের জেনেভা কার্যালয়ে নিযুক্ত উপ-স্থায়ী প্রতিনিধি সঞ্চিতা হক উপস্থিত ছিলেন। তিনি মুক্তিযুদ্ধে পাক বাহিনীর বর্বরতায় হতাহত, নির্যাতিত এবং বাস্তুচ্যুত বাংলাদেশিদের পরিসংখ্যান তুলে ধরেন। তিনি বলেন, এ অপরাধের মাত্রা ভয়াবহ হলেও এর আন্তর্জাতিক স্বীকৃতি মিলেনি। এটি বাংলাদেশের জন্য যন্ত্রণাদায়ক। পাকিস্তানি বাহিনীর নির্যাতনকে তিনি ‘আপত্তিকর এবং অগ্রহণযোগ্য’ বলেও উল্লেখ করনে তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় নির্বাচন / ভোটকেন্দ্র সংস্কারে ৬ কোটি টাকা বরাদ্দ, তদারকিতে কমিটি

খালেদা জিয়ার আদর্শ ধারণ করেই আগামীর রাষ্ট্র বিনির্মাণ করবে বিএনপি : রবিন

প্রার্থী নিয়ে বিভ্রান্তি, যা জানাল বাংলাদেশ খেলাফত মজলিস

ঢাকায় শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার

যেসব আসন পেয়েছে এনসিপি 

শুক্রবার থেকেই মাঠে ফিরছে বিপিএল

মুঠোফোনে হুমকি পাওয়ার অভিযোগ কোয়াব সভাপতি মিঠুনের

জাইমা রহমানের ফেসবুক-ইনস্টাগ্রাম আইডির তথ্য জানাল বিএনপি

যে ২০ আসন পেল বাংলাদেশ খেলাফত মজলিস

ভিসা নিয়ে মার্কিন সিদ্ধান্তের বিষয়ে কী করবে সরকার, জানালেন তথ্য উপদেষ্টা

১০

ঢাকার রামপুরা ও ময়মনসিংহে মি. ডিআইওয়াইয়ের দুটি স্টোর উদ্বোধন

১১

রূপায়ণ গ্রুপের অ্যানুয়াল বিজনেস প্ল্যান (এবিপি) ২০২৬ হস্তান্তর

১২

রমজানের আগেই এলপিজি সরবরাহ স্বাভাবিকের আশ্বাস

১৩

বিইউবিটিতে স্প্রিং সেশনের নবীনবরণ অনুষ্ঠান

১৪

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ও আরএসএ অ্যাডভাইজরির মধ্যে চুক্তি স্বাক্ষর

১৫

প্রবাসীর বাসায় পোস্টাল ব্যালট গণনার বিষয়টি সন্দেহের সৃষ্টি হয়েছে : নুরুদ্দিন অপু ‎ ‎

১৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি

১৭

ক্যারিবীয়ান সাগরে আবারও ট্যাংকার জব্দ

১৮

ভবিষ্যৎ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছি আমরা : ভারতীয় সেনাপ্রধান

১৯

১৬ মাসের শিশুকে নদীতে ছুড়ে ফেলে থানায় গেলেন মা

২০
X