কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ মার্চ ২০২৫, ০৫:২৪ পিএম
অনলাইন সংস্করণ

যুদ্ধবিরতির নতুন প্রস্তাবে রাজি হামাস, ইসরায়েলের পাল্টা অবস্থান

হামাসের নেতা খলিল আল হাইয়া সাংবাদিকদের সঙ্গে এক বৈঠকে। ছবি : সংগৃহীত
হামাসের নেতা খলিল আল হাইয়া সাংবাদিকদের সঙ্গে এক বৈঠকে। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় মিসর ও কাতারের মধ্যস্থতায় একটি নতুন গাজা যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণ করেছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। এই প্রস্তাবের আওতায়, হামাস প্রতি সপ্তাহে পাঁচজন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে।

স্থানীয় সময় শনিবার (২৯ মার্চ) হামাসের নেতা খলিল আল হাইয়া সাংবাদিকদের সঙ্গে এক বৈঠকে বলেন, এই প্রস্তাবের আওতায় হামাস ইসরায়েলের ৫টি জিম্মিকে মুক্তি দেবে। এর মধ্যে একটি মার্কিন-ইসরায়েলি নাগরিকও থাকবে। হামাসের এই পদক্ষেপকে যুদ্ধবিরতি প্রসঙ্গে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

রোববার (৩০ মার্চ) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

প্রতিবেদনে বলা হয়, হামাসের পক্ষ থেকে এই প্রস্তাবের বিষয়ে পরিষ্কার ঘোষণা এসেছে, তবে ইসরায়েল তাতে দ্রুতই পাল্টা প্রস্তাব দিয়েছে। ইসরায়েল জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে হামাসকে পাল্টা প্রস্তাব উপস্থাপন করেছে।

এর আগে, যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল গাজায় আকস্মিক হামলা শুরু করেছিল। এটি ঘটে ১৮ মার্চ, এবং পরবর্তী সময়ে গাজায় হামলার তীব্রতা বাড়তে থাকে। এই পরিস্থিতির মধ্যে, মিসর যুদ্ধবিরতি পুনরায় কার্যকর করতে গত সপ্তাহের শুরুতে নতুন প্রস্তাব দেয়।

নতুন প্রস্তাব অনুযায়ী, হামাস গাজা থেকে পাঁচজন জীবিত জিম্মিকে মুক্তি দেবে। বিনিময়ে, ইসরায়েল গাজা ভূখণ্ডে মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেবে এবং কয়েক সপ্তাহ ধরে যুদ্ধবিরতি স্থায়ী করবে। এর পাশাপাশি, ইসরায়েল কিছু সংখ্যক ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে।

তবে, ইসরায়েল এখনো তাদের পাল্টা প্রস্তাবের বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি। ইসরায়েল প্রস্তাবের বিষয়ে শনিবার পর্যন্ত কোনো মন্তব্য করেনি, তবে এটি মার্কিন সরকারের সঙ্গে পরামর্শ করে প্রস্তুত করা হয়েছিল বলে জানা গেছে।

হোয়াইট হাউস অবশ্য নতুন করে ইসরায়েলের হামলার জন্য হামাসকে দায়ী করেছে। তাদের মতে, হামাসই যুদ্ধবিরতি ভঙ্গ করে পরিস্থিতি অবনতি ঘটিয়েছে।

এদিকে, গাজা ও মিসর সীমান্তের কাছে রাফা শহরে ইসরায়েল স্থল অভিযান চালাচ্ছে। হামাস জানিয়েছে, তারা জিম্মিদের মুক্তি না দিলে ইসরায়েলের সঙ্গে যুদ্ধের তীব্রতা আরও বাড়ানো হবে।

ইসরায়েল, হামাসের কাছে যুদ্ধবিরতি শর্ত হিসেবে চায়, হামাস যেন নিজেদের অস্ত্র পরিত্যাগ করে এবং সংগঠনটির নেতাদের নির্বাসনে পাঠায়। অন্যদিকে, হামাস জানিয়েছে, তারা কেবলমাত্র ফিলিস্তিনি বন্দিদের মুক্তি, স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলের সেনাদের প্রত্যাহারের বিনিময়ে অবশিষ্ট জিম্মিদের মুক্তি দেবে।

এই পরিস্থিতি যুদ্ধবিরতি এবং শান্তি প্রতিষ্ঠার জন্য আরও তীব্র আলোচনার প্রয়োজনীয়তা এবং আন্তর্জাতিক চাপ বাড়ানোর দিকে ইঙ্গিত করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভর্তির পরীক্ষায় পাস করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সশস্ত্র বাহিনীকে যুক্ত করার সুপারিশ

নির্বাচনে জোট গঠন নিয়ে যা জানালেন নাহিদ ইসলাম

মোহাম্মদপুর-বছিলা এলাকায় যানজট নিরসনে ডিএমপির আট নির্দেশনা

জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ

বিচার চলাকালীন আ.লীগের নিবন্ধন স্থগিত করতে হবে : নাহিদ ইসলাম

‘সংস্কার ও বিচার ছাড়া নির্বাচনের সুযোগ নেই’

স্বৈরাচারের দোসরদের বিচারের দাবিতে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ 

‘সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিন’ ড. ইউনূসকে মির্জা ফখরুল

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় / শিক্ষকদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, বদলে গেল উত্তরপত্র মূল্যায়ন পদ্ধতি

১০

শুরু হয়েছে ‘মুক্ত সুরের ছন্দ’

১১

কোকা কোলা বর্জন শুরু করেছে ইউরোপের এক দেশ

১২

সিটি করপোরেশন এলাকাগুলোতে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন

১৩

হার্ভার্ডে মুসলিম শিক্ষার্থীদের নিরাপত্তাহীনতা চরমে, ঝুঁকিতে ইহুদি শিক্ষার্থীরাও

১৪

পরনের কাপড় ছাড়া কিছুই রক্ষা হয়নি ৬ পরিবারের

১৫

আ.লীগ আর কোনোভাবেই রাজনীতি করতে পারবে না : সারজিস

১৬

রাষ্ট্রদ্রোহ মামলা / চিন্ময় দাসের জামিনের স্থগিতাদেশ প্রত্যাহার

১৭

দাবানলে জ্বলছে ইসরায়েল, হন্য হয়ে পালাচ্ছেন বাসিন্দারা

১৮

সাংবাদিকতা ও মত প্রকাশ রোধের পুনরাবৃত্তি হচ্ছে : এমএসএফ

১৯

২ ঘণ্টায় লিখা হয় ‘তোমার ব্যথায় আমি’ 

২০
X