কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৪, ১১:০৮ এএম
অনলাইন সংস্করণ

পেনসিলভানিয়ায় জিতলেই জিতে যাব : ট্রাম্প 

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

যদি পেনসিলভানিয়ায় জিতে যান, তবে নির্বাচনে জিতে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় মঙ্গলবার (০৫ নভেম্বর) রাতে ফিলাডেলফিয়া রেডিও শোতে নিজের এ বিশ্বাসের কথা জানান তিনি। সেই সঙ্গে রিপাবলিকান ভোটারদের ভোট দেওয়ারও আহ্বান জানান ট্রাম্প।

তিনি বলেন, পেনসিলভানিয়ায় জিতলেই আমরা সম্পূর্ণ নির্বাচনটি জিততে পারব।

ভোটারদের উদ্দেশে সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা এই দেশটিকে আগের চেয়ে আরও মহান করতে যাচ্ছি। তবে আপনাদের ভোটের লাইনে থাকতে হবে। আপনাদের নিরঙ্কুশ আইনি অধিকার রয়েছে সেই ভোটের। যদি আমরা পেনসিলভানিয়া জিততে পারি, তাহলে আমরা সম্পূর্ণ নির্বাচন জিতে যাব; আমরা সবকিছু জিতে যাব।

এ সময় ট্রাম্প বলেন, এখন বড় প্রশ্ন হলো ফিলাডেলফিয়াতে আরও সমর্থন জোগাড় করতে পারব কি না। কেন না, ডেমোক্র্যাটদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই অঙ্গরাজ্যটি।

এদিকে দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিক ভোটে এগিয়ে রয়েছেন রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এমনকি বলা হচ্ছে, তার জয়ের সম্ভাবনা ৮৮ শতাংশ। বুধবার (৬ নভেম্বর) সকাল ১০টার সর্বশেষ পূর্বাভাসে এ সম্ভাবনার কথা বলা হয়েছে।

সর্বশেষ প্রাপ্ত ভোটের ব্যবধান যাচাই করে নিউইয়র্ক টাইমসে পূর্বাভাস তৈরি করেছে। তাতে বলা হয়েছে, ট্রাম্পের জয়ের সম্ভাবনা খুব দ্রুত বাড়ছে। বর্তমানে তার জয়ের সম্ভাবনা ৮৮ শতাংশ। অপরদিকে ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিসের জয়ের সম্ভাবনা ধীরে ধীরে শেষ হচ্ছে।

এখন পর্যন্ত ট্রাম্পের প্রাপ্ত ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা ২১১। অপরদিকে ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ১৪৫টি ভোট। এর মধ্যে কমলা মোট ভোটের ৪৬.২ শতাংশ এবং ট্রাম্প ৫২.৩ শতাংশ ভোট পেয়েছেন।

নিউইয়র্ক টাইমসের পূর্বাভাস আরও বলছে, ট্রাম্প ৩০১টি ইলেকটোরাল কলেজ ভোট এবং কমলা ২৩৭টি ইলেকটোরাল কলেজ ভোট পেতে পারেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে কয়েকটি রাজ্যে ভোটগ্রহণ শুরু হয়েছে মঙ্গলবার (৫ নভেম্বর) স্থানীয় সময় ভোর ৬টায়। এরপর ধাপে ধাপে সব রাজ্যে শুরু হয়। দেশটিতে রাজ্যভেদে সময়ের ব্যবধান এবং একেক রাজ্যে একেক সময় ভোটগ্রহণ শুরুর সময় নির্ধারিত থাকায় শেষের সময়েও পার্থক্য হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাফির দাপটে তিন দিনেই কিউইদের টেস্ট জয়

শিশু সাজিদের শেষ প্রেসক্রিপশনে যা লিখলেন চিকিৎসক

ইউটিউবে স্ক্রিন বন্ধ রেখে গান শুনবেন যেভাবে

জাপানে আবারও শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

নেতাকর্মীদের উদ্দেশে জামায়াত আমিরের বার্তা

তেঁতুলিয়ায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে

স্কুলছাত্রীদের হিজাব নিষিদ্ধ করল অস্ট্রিয়া

জজের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, শহরজুড়ে আতঙ্ক

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু

মেট্রো চলাচল নিয়ে স্বস্তির বার্তা ডিএমটিসিএলের

১০

বিজিবির অভিযানে সাড়ে ৮৭ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ

১১

নিষ্ঠার সঙ্গে কাজ করতে সদস্যদের প্রতি বিমানবাহিনী প্রধানের আহ্বান

১২

সীমান্তে সংঘাতের মধ্যেই পার্লামেন্ট ভেঙে দিল থাইল্যান্ড

১৩

কুড়িয়ে পাওয়া শিশুকে দত্তক নিতে আগ্রহী ৪৫ পরিবার

১৪

ব্যাংক এশিয়ায় চাকরি, আবেদন করুন আজই

১৫

দলমত নির্বিশেষে খালেদা জিয়ার সুস্থতা কামনা করি : আব্দুল্লাহ

১৬

মেডিকেলে ভর্তি পরীক্ষা আজ, মানতে হবে যেসব নির্দেশনা

১৭

‘ফুলেল খেলাঘর আসর’ সংগঠনের যাত্রা শুরু

১৮

জাদুঘর থেকে ব্রিটিশ আমলের ছয় শতাধিক নিদর্শন চুরি

১৯

আজ থেকে মাঠে নামছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা

২০
X