কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৪, ০৭:০০ পিএম
আপডেট : ০৭ নভেম্বর ২০২৪, ০৮:৪০ পিএম
অনলাইন সংস্করণ

জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। এতে ইলেক্টোরাল কলেজে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের পর প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

বৃহস্পতিবার (০৭ নভেম্বর) এবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার নির্বাচনে তার দলের পরাজয়ের পর প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন। স্থানীয় সময় বৃহস্পতিবার বেলা ১১টায় তিনি হোয়াইট হাউসের রোজ গার্ডেন থেকে এ ভাষণ দেবেন।

মার্কিন প্রেসিডেন্টের এ ভাষণে অভ্যন্তরীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু উঠে আসতে পারে। তবে এতে সবচেয়ে প্রাধান্য পাবে মার্কিন নির্বাচন ও শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর।

গত ৫ নভেম্বর মার্কিন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে ইলেক্টোরাল কলেজে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন ট্রাম্প। তিনি নির্বাচনে গতবার পরাজিত হয়েছিলেন। এরপর এবারের নির্বাচনে আবার জয় পেয়েছেন। এর মাধ্যমে দেশটিতে ইতিহাসের পুনরাবৃত্তি করেছেন তিনি। হোয়াইট হাউস ছাড়ার চার বছর পর আবার হোয়াইট হাউসের বাসিন্দা হতে চলেছেন ট্রাম্প। এটি ট্রাম্পের দারুণভাবে এক রাজনৈতিক প্রত্যাবর্তনের ইতিহাস হতে চলেছে।

চার বছর পর পুনরায় নির্বাচিত হওয়ার মাধ্যমে আমেরিকার দীর্ঘ এক রেকর্ড ভেঙেছেন তিনি। হোয়াইট হাউস ছাড়ার চার বছর পর আবার হোয়াইট হাউসের বাসিন্দা হতে চলেছেন ট্রাম্প। তার আগে গ্রোভার ক্লিভল্যান্ড এমন ইতিহাস গড়েছিলেন। ১৮৮৫ থেকে ১৮৮৯ পর্যন্ত ২২তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন শেষে দ্বিতীয় মেয়াদের নির্বাচনে প্রার্থী হয়ে হেরে যান তিনি। তারপর ১৮৯৩ সালে পুনরায় ২৪তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন ক্লিভল্যান্ড। দীর্ঘ ১৩১ বছর পর ট্রাম্প সেই ইতিহাসের পুনরাবৃত্তি করলেন।

এদিকে নির্বাচনে জয়ের পর ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানাতে ফোন করেছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। তিনি ট্রাম্পকে অভিনন্দন জানান এবং হোয়াইট হাউসে আমন্ত্রণ জানান।

বুধবার (৬ নভেম্বর) হোয়াইট হাউসের এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন সদ্য নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন। তাকে তার জয়ের জন্য অভিনন্দন এবং হোয়াইট হাউসে দেখা করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

এরপরই সাক্ষাতের দিনক্ষণ এবং আপ্যায়নে প্রস্তুতি শুরু করেছে হোয়াইট হাউস প্রশাসন। তারা জানিয়েছে, খুব শিগগির দুই নেতার দেখা হতে যাচ্ছে। তারিখ নির্ধারণের পর তা সাংবাদিকদের জানানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকসুতে কেন্দ্রীয় সংসদে দুই পদে এগিয়ে ছাত্রশিবির, একপদে ছাত্রদল

চবিতে আরও দুই হলের ফল ঘোষণা

কারচুপি হলে বাংলাদেশ অচল করে দেবে ছাত্রদল: রাকিব

সোহরাওয়ার্দী হলে ভিপি-জিএসে এগিয়ে শিবির

সোহরাওয়ার্দী হলে পুনরায় ভোট গণনার দাবিতে ছাত্রদলের বিক্ষোভ

আরেক হলের ফল ঘোষণা, তিন পদেই এগিয়ে ছাত্রদল

হাসপাতালে খালেদা জিয়া

ইসরায়েলি কারাগারে নির্যাতনের বর্ণনা দিলেন গ্রেটা থুনবার্গ

চবিতে মুখোমুখি অবস্থানে ছাত্রদল-ছাত্রশিবির

চাকসুর ফল কারচুপির চেষ্টার অভিযোগে শাহবাগে ছাত্রদলের অবস্থান

১০

৩১ দফা বাস্তবায়নে / বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সোহাগের গণসংযোগ ও লিফলেট বিতরণ

১১

চবিতে ২ প্লাটুন বিজিবি মোতায়েন

১২

সেনা হেফাজতে থাকা কর্মকর্তাদের বিচার নিয়ে ভলকার তুর্কের আহ্বান

১৩

বিএনপিকে ধন্যবাদ জানাল জামায়াত

১৪

চাকসু নির্বাচনে আরেক হলের ফল ঘোষণা, ভিপি পদে এগিয়ে ছাত্রদল

১৫

গোমতীর চরে আগাম সবজির চাষ, অধিক লাভের আশা কৃষকের

১৬

নতুন কুঁড়ি প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে কেশবপুরের তপস্যা

১৭

গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

১৮

ইন্দোনেশিয়ায় তেলবাহী ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১০

১৯

রাত থেকে লাইনে নারী-পুরুষ, সকালে মেলে আটা

২০
X