কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৪, ০৭:০০ পিএম
আপডেট : ০৭ নভেম্বর ২০২৪, ০৮:৪০ পিএম
অনলাইন সংস্করণ

জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। এতে ইলেক্টোরাল কলেজে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের পর প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

বৃহস্পতিবার (০৭ নভেম্বর) এবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার নির্বাচনে তার দলের পরাজয়ের পর প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন। স্থানীয় সময় বৃহস্পতিবার বেলা ১১টায় তিনি হোয়াইট হাউসের রোজ গার্ডেন থেকে এ ভাষণ দেবেন।

মার্কিন প্রেসিডেন্টের এ ভাষণে অভ্যন্তরীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু উঠে আসতে পারে। তবে এতে সবচেয়ে প্রাধান্য পাবে মার্কিন নির্বাচন ও শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর।

গত ৫ নভেম্বর মার্কিন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে ইলেক্টোরাল কলেজে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন ট্রাম্প। তিনি নির্বাচনে গতবার পরাজিত হয়েছিলেন। এরপর এবারের নির্বাচনে আবার জয় পেয়েছেন। এর মাধ্যমে দেশটিতে ইতিহাসের পুনরাবৃত্তি করেছেন তিনি। হোয়াইট হাউস ছাড়ার চার বছর পর আবার হোয়াইট হাউসের বাসিন্দা হতে চলেছেন ট্রাম্প। এটি ট্রাম্পের দারুণভাবে এক রাজনৈতিক প্রত্যাবর্তনের ইতিহাস হতে চলেছে।

চার বছর পর পুনরায় নির্বাচিত হওয়ার মাধ্যমে আমেরিকার দীর্ঘ এক রেকর্ড ভেঙেছেন তিনি। হোয়াইট হাউস ছাড়ার চার বছর পর আবার হোয়াইট হাউসের বাসিন্দা হতে চলেছেন ট্রাম্প। তার আগে গ্রোভার ক্লিভল্যান্ড এমন ইতিহাস গড়েছিলেন। ১৮৮৫ থেকে ১৮৮৯ পর্যন্ত ২২তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন শেষে দ্বিতীয় মেয়াদের নির্বাচনে প্রার্থী হয়ে হেরে যান তিনি। তারপর ১৮৯৩ সালে পুনরায় ২৪তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন ক্লিভল্যান্ড। দীর্ঘ ১৩১ বছর পর ট্রাম্প সেই ইতিহাসের পুনরাবৃত্তি করলেন।

এদিকে নির্বাচনে জয়ের পর ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানাতে ফোন করেছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। তিনি ট্রাম্পকে অভিনন্দন জানান এবং হোয়াইট হাউসে আমন্ত্রণ জানান।

বুধবার (৬ নভেম্বর) হোয়াইট হাউসের এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন সদ্য নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন। তাকে তার জয়ের জন্য অভিনন্দন এবং হোয়াইট হাউসে দেখা করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

এরপরই সাক্ষাতের দিনক্ষণ এবং আপ্যায়নে প্রস্তুতি শুরু করেছে হোয়াইট হাউস প্রশাসন। তারা জানিয়েছে, খুব শিগগির দুই নেতার দেখা হতে যাচ্ছে। তারিখ নির্ধারণের পর তা সাংবাদিকদের জানানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার পারসার সঙ্গে জুটি বাঁধলেন ইয়াশ

পুকুরে আছড়ে পড়ল ভারতীয় বিমান

প্রাথমিক শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা নিয়ে যা জানা গেল

ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত বাংলাদেশের

 ভূত আমাকে ছেড়ে দিয়েছে : মিমি চক্রবর্তী

শান্তিপূর্ণভাবে সম্পন্ন রুয়েট ভর্তি পরীক্ষা, ফল প্রকাশ কবে?

আসছে টানা ৪ দিনের ছুটি

রাজি হবে বাংলাদেশ : সাবেক ভারতীয় ক্রিকেটারের মন্তব্য

আমি শাহরুখ খানকে কাকু বলিনি : হান্দে এরচেল

৪৮তম বিসিএসে নিয়োগপ্রাপ্তদের তালিকা প্রকাশ

১০

৪৮তম বিশেষ বিসিএস থেকে ৩২৬৩ জনকে ক্যাডার পদে নিয়োগ 

১১

কাশ্মীরে ১০ ভারতীয় সেনা নিহত

১২

উপদেষ্টা-ক্রিকেটারদের মিটিং শুরু, বদলাবে কী সিদ্ধান্ত?

১৩

হাতপাখার প্রচার শুরু করলেন ফয়জুল করীম

১৪

গণভোটে ‘হ্যাঁ’ দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলবে : আলী রীয়াজ

১৫

‘১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি থাকবে’

১৬

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ অনুমোদন

১৭

‘তারা আমাদের অভিভাবক, যেটা বলবে সেটাই করা উচিত’

১৮

মৌলভীবাজার জনসমাবেশের মঞ্চে তারেক রহমান

১৯

মাঝ আকাশে বৃদ্ধার সঙ্গে কিয়ারার দুর্ব্যবহার

২০
X