পীরগাছা (রংপুর) প্রতিনিধি
প্রকাশ : ১২ জুলাই ২০২৪, ০৪:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

পেঁয়াজের ঝাঁঝ আর মরিচের ঝালে দিশাহারা মানুষ

পাইকারি বাজারে বিক্রির জন্য স্তূপ করে রাখা কাঁচামরিচ ও পেঁয়াজ। ছবি : কালবেলা
পাইকারি বাজারে বিক্রির জন্য স্তূপ করে রাখা কাঁচামরিচ ও পেঁয়াজ। ছবি : কালবেলা

রংপুরের পীরগাছায় কাঁচামরিচের কেজি পাইকারি বাজারে ১৮০ টাকা দরে বিক্রি হলেও খুচরা বাজারে তা বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৪০ টাকা করে। দেশি পেঁয়াজ পাইকারি বাজারে কেজি ১০০ থেকে ১০৫ টাকা, খুচরা বাজারে তা বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকা দরে। আর ভারতীয় পেঁয়াজ পাইকারিতে ৯২ টাকা কেজি হলেও, খুচরা বাজারে তা বিক্রি হচ্ছে ১০০ টাকায়।

শুক্রবার (১২ জুলাই) সকালে পীরগাছা সদরের পাইকারি ও খুচরা বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে। এ সময় ক্রেতাদের সঙ্গে কথা হলে তারা জানান, এ দুটি পণ্যের অত্যধিক দামে তারা যেন দিশাহারা হয়ে পড়েছেন।

পশ্চিমদেবু গ্রামের ক্রেতা রবিউল ইসলাম বলেন, বাজারে কাঁচামরিচের দাম অত্যন্ত বেশি, পেঁয়াজের দামও ১০০ টাকার উপরে। দুটি পণ্যই রান্নার জন্য অপরিহার্য। বাজারে সব কিছুরই দাম বেশি। এত দাম হলে আমাদের মতো গরিব মধ্যবিত্তরা কীভাবে কিনে খাবে।

অনন্তরাম গ্রামের গৃহিণী মিনা বেগম বলেন, সাধারণত পেঁয়াজ-মরিচের ঝাঁঝ ও ঝালে চোখে পানি এলেও এখন এ দুটি জিনিস বাজারে কিনতে গিয়ে দাম শুনে চোখে পানি চলে আসে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে আমরা গরিবরা আজ দিশাহারা।

খুচরা বিক্রেতা বকুল মিয়া জানান, পাইকারিতে কেনা বেশি পড়ছে তাই বিক্রিও করতে হচ্ছে বেশি দামে। অনেক দিন ধরেই দাম বেশি। তবে কী কারণে দাম বেড়েছে তা তিনি বলতে পারেননি। সবকিছুর দাম বেশি হওয়ায় বেচা-বিক্রিও কম বলে তিনি জানান।

পাইকারি বিক্রেতা জাহাঙ্গীর মিয়া বলেন, বৃষ্টির কারণে মরিচের উৎপাদন কম হওয়ায় বাজারে সরবরাহ কম। এ জন্য দাম বেড়েছে। একদিন আগেও মরিচ ১৬০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। আজ ১৮০ টাকা দরে বিক্রি করতে হয়েছে।

পেঁয়াজের বিষয়ে তিনি বলেন, ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় দেশি পেঁয়াজের ওপর চাপ বেড়েছিল। গত এক সপ্তাহ ধরে ভারতীয় পেঁয়াজ আসা শুরু হয়েছে। শুরু থেকে ভারতীয় পেঁয়াজ বাজারে থাকলে পেঁয়াজের দাম এত বৃদ্ধি পেত না।

উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম কালবেলাকে বলেন, এ উপজেলায় ৭০ হেক্টর জমিতে এবার মরিচের আবাদ হয়েছে। প্রচণ্ড খরা, তাপপ্রবাহ ও অনাবৃষ্টির কারণে মরিচের উৎপাদন কিছুটা ব্যাহত হয়েছে। তাছাড়া বর্ষায় অতিবৃষ্টির কারণেও গাছের ফুল ঝরে যাচ্ছে। এজন্য বাজারে তার প্রভাব পড়েছে। এ উপজেলায় পেঁয়াজ ২৩৫ হেক্টর জমিতে আবাদ হয়েছিল। আমাদের লক্ষ্যমাত্রা ছিল ১৩ টন। সেটা অর্জিত হয়েছে। আর দাম বৃদ্ধির বিষয়টি একটি জাতীয় ইস্যু। এ বিষয়ে আমার মন্তব্য করার কিছু নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্ল্যাটে ঢুকে সাংবাদিককে পুলিশ কনস্টেবলের হাতুড়ি পেটা

জানা গেল আর্জেন্টিনার ফুটবলারকে লাথি মারা সেই ফুটবলারের পরিচয়

হামজাকে দলে পেতে মরিয়া বিশ্বের অন্যতম সেরা ক্লাব

খালেদা জিয়ার সুস্থতাই দেশবাসীর কামনা: টুকু

ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে ৪ বাংলাদেশি নাবিক উদ্ধার

নরসিংদী প্রেস ক্লাবের সহ-সভাপতি মশিউর রহমান মারা গেছেন

মাহফিলে বয়ানরত অবস্থায় বক্তার মৃত্যু

বিশ্বরেকর্ড গড়ার প্রত্যয়ে বিজয় দিবসে পতাকাসহ ঝাঁপ দেবেন ৫৪ প্যারাট্রুপার

আগামী জাতীয় নির্বাচন / বৃহত্তর সুন্নী জোটের সাথে একীভূত হচ্ছে প্রগতিশীল ইসলামী জোট

সড়ক দুর্ঘটনায় স্লিপার বাস, নিহত ১

১০

রেল ইঞ্জিন রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণের জন্য বিদেশ যাচ্ছেন রেলের ১২ কর্মী

১১

ঢাকা–১৯ আসনে খেলাফত মজলিসের প্রার্থী মুহিউদ্দীন রাব্বানীর শোডাউন

১২

তাপমাত্রা কমবে না বাড়বে, জানাল আবহাওয়া অফিস

১৩

৩ লাল কার্ডের ম্যাচে বাংলাদেশকে হারাতে ব্যর্থ আর্জেন্টিনার ক্লাব

১৪

৮ পরিকল্পনা ঘোষণা তারেক রহমানের

১৫

দলীয় প্রার্থীদের বিষয়ে নেতাকর্মীদের প্রতি তারেক রহমানের বার্তা

১৬

আলোকিত সমাজ গড়তে শিক্ষকদের জন্য উন্নত কর্মপরিবেশ সৃষ্টি করতে চাই: মাসুদ সাঈদী

১৭

মওলানা ভাসানী সেতু সড়কে ‘লাল নিশান’

১৮

চবি শিক্ষার্থীকে উদ্ধার ও নিরাপত্তা জোরদারের দাবিতে মানববন্ধন

১৯

শেবাচিমের লাখ লাখ টাকার ইলেকট্রিক সামগ্রী পানির দরে বিক্রি

২০
X