কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ১৬ জুলাই ২০২৪, ০৯:৩৫ এএম
অনলাইন সংস্করণ

কাঁঠালের জমজমাট বেচাকেনা, দাম নিয়ে খুশি বিক্রেতারা

বিক্রির জন্য বাজারে স্তূপ করে রাখা হয়েছে কাঁঠাল। ছবি : কালবেলা
বিক্রির জন্য বাজারে স্তূপ করে রাখা হয়েছে কাঁঠাল। ছবি : কালবেলা

কাঁঠালের রাজধানী খ্যাত গাজীপুরে এবার কাঁঠালের বাম্পার ফলন হয়েছে। কাঁঠালের দরদাম নিয়ে খুশি বাগান মালিক ও বিক্রেতারা। বিশেষ করে কাঁঠালের সবচেয়ে বড় পাইকারি বাজার জৈনা বাজারে চলছে জমজমাট কাঁঠালের বেচাকেনা।

দেশের বিভিন্ন এলাকা থেকে আসা পাইকাররা এখানে সুলভ দামে কাঁঠাল কিনে নিচ্ছেন। তবে ক্রেতারা বলছেন, পরিবহন খরচ, শ্রমিক ও ইজারাদারদের টাকা দেওয়ার পর খুচরা পর্যায়ে খুব কম লাভ হয় তাদের। আর কাঁঠাল বাগান মালিক ও স্থানীয়দের দাবি, সরকারি উদ্যোগে কাঁঠাল সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের ব্যবস্থা করা হলে এ অঞ্চলে কাঁঠাল চাষে আগ্রহী হবেন সাধারণ মানুষ।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাজীপুরের শ্রীপুর উপজেলার সবচেয়ে বড় কাঁঠালের পাইকারি বাজার জৈনাবাজার। প্রতি বছরের মতো এবারো বাজার বসেছে। এখানকার স্বাদ ও গন্ধে অতুলনীয় রসাল কাঁঠাল পাইকারদের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে চলে যায়। সকাল থেকে রাত অবধি পাইকার, খুচরা বিক্রেতা, কাঁঠাল পরিবহন নিয়ে জমজমাট এই বাজার।

এ বাজারে অন্তত ৩০-৪০টি পাইকারি মোকামের মাধ্যমে ছোট-বড় কাঠাল হাত বদল হয় পাইকারদের কাছে। সাধারণত প্রতিটি কাঁঠাল ৫০ টাকা থেকে শুরু করে দুই/ আড়াইশ টাকায় বিক্রি হয়।

বিক্রেতারা বলছেন, এবার কাঁঠালের বাজার দর ভালো, দেশের বিভিন্ন এলাকা থেকে আসা পাইকাররা জৈনা বাজার থেকে কাঁঠাল কিনছেন। প্রতিদিন বেচা-বিক্রিও ভালো হচ্ছে।

জৈনা বাজারের আড়তদার ইসলাম উদ্দীন বলেন, ১৯৮৫ সাল থেকে এখানে আড়তদারি করি। নোয়াখালী, চট্টগ্রাম, ফেনী, চাঁদপুর, সিলেট, বরিশালসহ বিভিন্ন জেলা থেকে কাঁঠালের জন্য পাইকাররা আসেন। কম দামে ভালো মানের কাঁঠাল পাওয়া যায় এই ঐতিহ্যবাহী হাটে।

জৈনা বাজারের আড়তদার সোহেল রানা বলেন, সিলেটে এবারের বন্যার কারণে কাঁঠাল বেচাকেনাও কম। তবে লক্ষ্মীপুর, কুমিল্লা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকার পাইকাররা এখানে কাঁঠাল কিনতে আসেন। প্রতিদিন জৈনা বাজার আড়ত থেকে অন্তত ২০-৩০ কাঁঠালের গাড়ি পা‌ইকাররা নিয়ে যান।

এ ছাড়া জেলার বিভিন্ন হাটেও এখান থেকে কাঁঠাল যায়। তবে উপজেলায় সরকারি বা বেসরকারি উদ্যোগে কাঁঠাল প্রক্রিয়াজাতকরণের ব্যবস্থা থাকলে বাগান মালিকরা ন্যায্য দাম পেতেন এবং ক্রেতা-বিক্রেতা উভয়ই লাভবান হতেন।

বাগান মালিক তোতা মিয়া বলেন, কাঁঠাল গাছের খুব একটা যত্ন করতে হয় না। এবার বাগানে ৭০ থেকে ৮০টি গাছে প্রচুর কাঁঠাল ধরেছে। গত ১৫ দিনে ছোট-বড় ৫০০-৭০০ কাঁঠাল বিক্রি করেছি। তবে বৃষ্টিপাত ও এক সঙ্গে অনেক কাঁঠাল পাকলে বিক্রি করতে একটু সমস্যা হয়। পেঁকে পচে যাওয়ার ভয়ে অনেক সময় কম দামে বিক্রি করতে বাধ্য হই।

জৈনা বাজার এলাকার ব্যবসায়ী সানি বলেন, জৈনা বাজারের কাঁঠাল অনেক বিখ্যাত। বাগানগুলোতে প্রচুর কাঁঠাল রয়েছে। তবে অনেক কাঁঠাল এক সঙ্গে পেঁকে গেলে সংরক্ষণ করা যায় না। অনেক কাঁঠাল পচে যায়। এজন্য কাঁঠাল সংরক্ষণাগার ও প্রক্রিয়াকরণ ব্যবস্থা নিতে সরকারি ও বেসরকারি উদ্যোগ নেওয়া প্রয়োজন।

নারায়ণগঞ্জ থেকে পাইকারি ব্যবসায়ী মনির হোসেন বলেন, জৈনা বাজারের কাঁঠাল খুবই ভালো মানের। অনেক সুস্বাদু তাই, এর চাহিদা অনেক বেশি। আমি এখান থেকে প্রতিদিন দুই-তিন গাড়ি কাঁঠাল নিয়ে বিক্রি করি। তবে কাঁঠালপ্রতি ইজারাদারদের ৩-৪ টাকা দিতে হয়। এ ছাড়া মৈয়ালি, লেবার খরচ ও পরিবহন খরচ বাদ দিলে আমাদের লাভের পরিমাণ কম থাকে। তারপরও আমরা ব্যবসা চালিয়ে যাচ্ছি।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক রফিকুল ইসলাম বলেন, গাজীপুরের মাটি ও আবহাওয়া কাঁঠাল চাষের উপযোগী। জেলায় এবার ৯ হাজার ২০০ হেক্টরের বেশি জমিতে এবার কাঁঠালের আবাদ হয়েছে। এক সঙ্গে অনেক কাঁঠাল পেকে যাওয়ায় অনেক সময় চাষিরা ন্যায্য মূল থেকে বঞ্চিত হন। কাঁঠাল সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের জন্য ইতোমধ্যে একটি প্রজেক্ট নেওয়া হয়েছে। এটি বাস্তবায়ন হলে লাভবান হবেন কৃষকরা।

তিনি বলেন, গাজীপুরে এবার ৫ উপজেলায় কাঁঠাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ লাখ ৬০ হাজার টন। সরকারের পৃষ্ঠপোষকতা ও বাজারজাতকরণের সুযোগ পেলে কাঁঠাল আবাদ আরও বাড়বে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় নিন্দা 

আসছে আইফোন ১৭ প্রো ম্যাক্স, দাম কত জানেন?

নারী শিক্ষার্থীদের কাছে ভোট ও দোয়া চাচ্ছেন ডাকসুর এজিএস পদপ্রার্থী মায়েদ

এয়ারলাইনসের ‘ভুল সিদ্ধান্ত’ / বিদেশ যেতে বিমানবন্দর সংশ্লিষ্টদের দ্বারে দ্বারে ঘুরছেন হোসাইন

প্রাথমিকে প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, যে যোগ্যতা দরকার

মাঝআকাশে বোতল-ব্যাগে মলমূত্র ত্যাগ করলেন যাত্রীরা

ইরানের পাল্টা হামলা, ক্ষতিপূরণ দাবি করছেন ৫৩ হাজার ইসরায়েলি

যোদ্ধাদের সামরিক প্রধানের পর মুখপাত্রের মৃত্যুর খবর নিশ্চিত করল ইসরায়েল

সবুজায়ন হচ্ছে রাজশাহী কারা প্রশিক্ষণ একাডেমি

বিইউবিটির আইন ও বিচার বিভাগের সঙ্গে ৮ প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক স্বাক্ষর

১০

রাস্তা নিয়ে দুর্ভোগ, ভেঙে যাচ্ছে বিয়ে!

১১

এটা সারপ্রাইজ হিসেবে থাকুক : তিশা

১২

ময়মনসিংহে ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতা উপলক্ষে মতবিনিময় সভা

১৩

‘আমার বিয়ের দাওয়াত খাইতে চাইলে ডাকসুতে জিতান’

১৪

বিএনপির দুই নেতাকে শোকজ

১৫

বিএনপি ক্ষমতায় এলে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান : মির্জা ফখরুল

১৬

ইশরাকের পোস্ট শেয়ার করে রাশেদ বললেন, ‘নিজেরাই বৈষম্য সৃষ্টি করছে’

১৭

প্রধান উপদেষ্টার সঙ্গে জরুরি বৈঠকে বিএনপি

১৮

ট্রাম্পের শুল্ক অবৈধ ঘোষণা মার্কিন আদালতে, এখন কী হবে?

১৯

ধুঁকতে থাকা ম্যানইউতে যাচ্ছেন আর্জেন্টিনার ‘বাজপাখি’!

২০
X