কোটা আন্দোলনকে কেন্দ্র করে বন্দর নগরীতে ৩৭৩ জনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। বুধবার (২৪ জুলাই) সিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেন। সবমিলিয়ে গ্রেপ্তার ৬৬৬ জন।
তিনি বলেন, পানি উন্নয়ন বোর্ড কার্যালয় ভাঙচুর, হত্যাচেষ্টা, মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনায় নতুন করে চান্দগাঁও থানায় একটি মামলা হয়েছে। এতে ৫০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। নতুন এই মামলাসহ চান্দগাঁও থানায় মামলার সংখ্যা ৪টি।
তিনি আরও বলেন, নগরীর পাঁচটি থানায় মোট ১৫টি মামলা দায়ের করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মোট গ্রেপ্তারের সংখ্যা ৩৭৩ জন।
অপরদিকে চট্টগ্রাম জেলায় দশটি থানায় ১১ মামলায় এখন পর্যন্ত ২৯৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে কালবেলাকে জানিয়েছেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু তৈয়ব মো.আরিফ হোসেন। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ৫৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযান চলমান রয়েছে।
মন্তব্য করুন