ময়মনসিংহের গৌরীপুরে বৈষম্যবিরোধী ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় বিপ্লব হাসান, নূরে আলম সিদ্দিকী রাকিব ও জুবায়ের আহমেদ গুলিবিদ্ধ হয়ে মারা যান। তাদের স্মরণীয় করে রাখতে কলতাপাড়া বাজারের মোড় ‘তিন শহিদের মোড়’ নামে নামকরণের ঘোষণা দেওয়া হয়েছে।
শুক্রবার (৯ আগস্ট) দুপুরে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য হাফেজ মো. আজিজুল হক দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীকে সঙ্গে নিয়ে কলতাপাড়া বাজারের মোড় পরিদর্শন করে এ ঘোষণা দেন। এর আগে বিপ্লবের কবর জিয়ারত করে তার পরিবারের সার্বিক খোঁজ-খবর নেন তিনি।
গত বুধবার কলতাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মার্কেটটি কোটা আন্দোলনে নিহত শহিদ বিপ্লবের হাসানের স্মরণে ‘বিপ্লব মার্কেট’ নামে নামকরণ করা হয়।
হাফেজ মো. আজিজুল হক বলেন, কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে ছাত্র-জনতার বিপ্লব হয়ে গেছে। কোটা আন্দোলনে গৌরীপুরে তিনজন শহিদ হয়েছেন। আমরা তাদের স্মরণীয় করে রাখতে কলতাপাড়া মোড় ‘তিন শহিদের মোড়’ নামকরণের ঘোষণা দিয়েছি। এ ছাড়াও কলতাপাড়া বাজারের একটি মার্কেট ‘শহিদ বিপ্লব মার্কেট’ নামে নামকরণ হয়েছে। এ সময় তিনি কোটা সংস্কার আন্দোলন চলাকালে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবিও জানান।
জানা গেছে, গত ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে উপজেলার কলতাপাড়া বাজারে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে তিনজন নিহত হন। নিহতরা হলেন- উপজেলার ডৌহাখলা ইউনিয়নের চূড়ালী গ্রামের বাবুল মিয়ার ছেলে বিপ্লব হাসান, রামগোপালপুর ইউনিয়নের দামগাঁও গ্রামের আব্দুল হালিম শেখের ছেলে নূরে আলম সিদ্দিকী রাকিব ও মইলাকান্দা ইউনিয়নের কাউরাট গ্রামের আনোয়ার উদ্দিনের ছেলে জুবায়ের আহমেদ।