ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৬ এএম
অনলাইন সংস্করণ

ভালুকায় এল এসকোয়্যার কারখানায় তিন শতাধিক শ্রমিক অসুস্থ

অসুস্থ শ্রমিকরা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর অনেকে বাড়ি ফিরে গেছেন। ছবি : কালবেলা
অসুস্থ শ্রমিকরা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর অনেকে বাড়ি ফিরে গেছেন। ছবি : কালবেলা

ময়মনসিংহের ভালুকায় জামিরদিয়া মাস্টারবাড়ী এলাকায় এল এসকোয়্যার লিমিটেড কারখানায় অজ্ঞাত রোগে তিন দিনে প্রায় তিন শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। তবে কারখানাটিতে হঠাৎ করে এত শ্রমিকের অসুস্থতার কারণ এখনো জানা যায়নি।

শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে শ্রমিকরা কারখানায় কাজে যোগ দিতে গেলে হঠাৎ করে ১৫-২০ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। এদের চিকিৎসা দেওয়ার পর আরও ১৮০ জন শ্রমিক অসুস্থ হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

জানা গেছে, এল এসকোয়্যার লিমিটেড কারখানায় তিনটি সেকশনে তিন হাজারেরও বেশি শ্রমিক কর্মরত আছেন। বুধবার (৪ সেপ্টেম্বর) ১৬ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ শ্রমিকদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরেরদিন বৃহস্পতিবার সকালে কারখানার পাঁচতলায় নারী শ্রমিকরা কাজে যোগদান করেন। কিছুক্ষণ পর তারা অসুস্থ হয়ে মেঝেতে পড়ে যেতে শুরু করেন। একে এক প্রায় শতাধিক নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। এ সময় অনেকের মধ্যে শ্বাসকষ্ট, বমি ও খিঁচুনি দেখা দেয়। খবর পেয়ে কর্তৃপক্ষ স্থানীয় হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অসুস্থ শ্রমিকদের ভর্তি করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন একাধিক রোগী জানান, পাঁচতলায় তারা কাজে যোগ দেন। পরে কারখানার ভেতরের পানি পান করার কিছুক্ষণ পরই তাদের শ্বাসকষ্ট ও বমিসহ বিভিন্ন সমস্যা দেখা দেয়। কেউ কেউ অজ্ঞান হয়ে পড়েন।

কারখানার অ্যাডমিন (এইচআর) মুঞ্জুরুল মুর্শেদ বলেন, কী কারণে এত নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন, তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। হয়তো ভয় থেকে তারা অসুস্থ হয়ে যেতে পারেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হাসানুল হোসাইন বলেন, জামিরদিয়া এলাকায় এল এসকোয়্যার লিমিটেডের ৩৪ জন শ্রমিক গণমনস্তাত্ত্বিক রোগে অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর বাসায় চলে গেছে।

ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলী নূর খান কালবেলাকে বলেন, এল এসকোয়্যার লিমিটেড কারখানায় তিন হাজার ৭৫০ জন শ্রমিক রয়েছে। আমি শনিবার সারাদিন কারখানায় ছিলাম, ১৮০ জনের মতো শ্রমিককে কারখানার ভেতরে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। একজনকে দেখে অন্যজন অসুস্থ হওয়া আসলে এটা মনস্তাত্ত্বিক রোগ। এ ঘটনায় জেলা প্রশাসন আমাকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত করে বিস্তারিত বলা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে : হাবিব

‘পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম, দয়া করে কেউ নিয়ে যাবেন’

ভিয়েতনামে সড়কে ঝরল বাংলাদেশির প্রাণ

নতুন বাংলাদেশে মুক্তিযুদ্ধ ও জুলাই ব্যবসা চলবে না : সাদিক কায়েম

নির্বাচনবিরোধীদের ৭ নভেম্বরের চেতনায় পরাজিত করতে হবে : আমীর খসরু

সাইবার অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযান শুরু : ফয়েজ আহমদ তৈয়্যব

বিপ্লব ও সংহতি দিবস / নারায়ণগঞ্জে মাসুদুজ্জামান মাসুদের পক্ষে বর্ণাঢ্য র‍্যালি

বাংলাদেশের শিক্ষা খাতের প্রশংসা করলেন মালদ্বীপের ফার্স্ট লেডি

শিবিরের উদ্যোগে জবিতে ‘কাওয়ালি সন্ধ্যা’ 

মেহেরপুরে সাইবার সুরক্ষা অধ্যাদেশে প্রথম মামলা, আসামি ১৯

১০

চট্টগ্রামে ৬০ অবৈধ ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ করল চসিক

১১

নির্বাচনের দিনেই গণভোট চায় বিএনপি : মির্জা ফখরুল

১২

এক বছরে ৫০টি সড়ক নির্মাণের ঘোষণা চসিক মেয়রের

১৩

ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশ মহাবিপর্যয়ে পড়বে : প্রিন্স

১৪

সম্ভাব্য আর চূড়ান্ত মনোনয়ন এক নয় : তানভীর হুদা

১৫

প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠ স্বামী, বাইরে থেকে দরজা আটকে দিলেন স্ত্রী

১৬

ছয় বছরের ছাত্রের গুলিতে আহত, আদালতের রায়ে চমকে গেলেন শিক্ষক

১৭

অস্ট্রেলিয়ায় পড়াশোনার নতুন দিগন্ত : বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য সহজতর পথ

১৮

পাওয়া গেল মাকড়সার বিশাল আস্তানার সন্ধান

১৯

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ৩ বন্ধু নিহত

২০
X