সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৬ এএম
অনলাইন সংস্করণ

ভালুকায় এল এসকোয়্যার কারখানায় তিন শতাধিক শ্রমিক অসুস্থ

অসুস্থ শ্রমিকরা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর অনেকে বাড়ি ফিরে গেছেন। ছবি : কালবেলা
অসুস্থ শ্রমিকরা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর অনেকে বাড়ি ফিরে গেছেন। ছবি : কালবেলা

ময়মনসিংহের ভালুকায় জামিরদিয়া মাস্টারবাড়ী এলাকায় এল এসকোয়্যার লিমিটেড কারখানায় অজ্ঞাত রোগে তিন দিনে প্রায় তিন শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। তবে কারখানাটিতে হঠাৎ করে এত শ্রমিকের অসুস্থতার কারণ এখনো জানা যায়নি।

শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে শ্রমিকরা কারখানায় কাজে যোগ দিতে গেলে হঠাৎ করে ১৫-২০ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। এদের চিকিৎসা দেওয়ার পর আরও ১৮০ জন শ্রমিক অসুস্থ হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

জানা গেছে, এল এসকোয়্যার লিমিটেড কারখানায় তিনটি সেকশনে তিন হাজারেরও বেশি শ্রমিক কর্মরত আছেন। বুধবার (৪ সেপ্টেম্বর) ১৬ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ শ্রমিকদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরেরদিন বৃহস্পতিবার সকালে কারখানার পাঁচতলায় নারী শ্রমিকরা কাজে যোগদান করেন। কিছুক্ষণ পর তারা অসুস্থ হয়ে মেঝেতে পড়ে যেতে শুরু করেন। একে এক প্রায় শতাধিক নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। এ সময় অনেকের মধ্যে শ্বাসকষ্ট, বমি ও খিঁচুনি দেখা দেয়। খবর পেয়ে কর্তৃপক্ষ স্থানীয় হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অসুস্থ শ্রমিকদের ভর্তি করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন একাধিক রোগী জানান, পাঁচতলায় তারা কাজে যোগ দেন। পরে কারখানার ভেতরের পানি পান করার কিছুক্ষণ পরই তাদের শ্বাসকষ্ট ও বমিসহ বিভিন্ন সমস্যা দেখা দেয়। কেউ কেউ অজ্ঞান হয়ে পড়েন।

কারখানার অ্যাডমিন (এইচআর) মুঞ্জুরুল মুর্শেদ বলেন, কী কারণে এত নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন, তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। হয়তো ভয় থেকে তারা অসুস্থ হয়ে যেতে পারেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হাসানুল হোসাইন বলেন, জামিরদিয়া এলাকায় এল এসকোয়্যার লিমিটেডের ৩৪ জন শ্রমিক গণমনস্তাত্ত্বিক রোগে অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর বাসায় চলে গেছে।

ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলী নূর খান কালবেলাকে বলেন, এল এসকোয়্যার লিমিটেড কারখানায় তিন হাজার ৭৫০ জন শ্রমিক রয়েছে। আমি শনিবার সারাদিন কারখানায় ছিলাম, ১৮০ জনের মতো শ্রমিককে কারখানার ভেতরে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। একজনকে দেখে অন্যজন অসুস্থ হওয়া আসলে এটা মনস্তাত্ত্বিক রোগ। এ ঘটনায় জেলা প্রশাসন আমাকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত করে বিস্তারিত বলা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে রয়টার্সের এক্স অ্যাকাউন্ট বন্ধের পর নাটকীয়তা

আজ যেসব এলাকায় গ্যাস থাকবে না

০৭ জুলাই : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

০৭ জুলাই : আজকের নামাজের সময়সূচি

সোমবার ঢাকার যেসব এলাকায় মার্কেট বন্ধ

নেতানিয়াহুর ওপর খেপলেন ইসরায়েলের অর্থমন্ত্রী

৭ জুলাই / বাংলা ব্লকেডে স্থবির ঢাকা, কোটা বাতিলে এক দফা কর্মসূচি ঘোষণা

জামায়াত আমিরের শাশুড়ি মারা গেছেন

৩২ নম্বর ভাঙার ঘটনাকে বীভৎস মববাজি বললেন রুমিন ফারহানা

শহীদ মুত্তাকিনের অসুস্থ স্ত্রীর খোঁজ নিল বিএনপি

১০

‘পাগল তত্ত্ব’ ব্যবহার করে বিশ্বকে বদলে দেওয়ার চেষ্টা করছেন ট্রাম্প

১১

খোঁজ মিলল সেই ডিজিএমের, কোথায় ছিলেন তিনি

১২

রকেটচালিত গ্রেনেড দিয়ে লোহিত সাগরে জাহাজে হামলা

১৩

পবিত্র আশুরা ন্যায়ের পথে অবিচল থাকার শিক্ষা দেয় : বিএনপি নেতা

১৪

জুলাই শহীদদের স্মরণে জাতীয়তাবাদী কৃষিবিদদের দোয়া ও বৃক্ষরোপণ কর্মসূচি

১৫

নৌপথে চাঁদাবাজি, যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ৬

১৬

ইউএনও’র বিদায় অনুষ্ঠান শেষে ফিরছিলেন আ.লীগ নেতা, অতঃপর...

১৭

নকল ওষুধ ও প্রসাধনী কারখানায় অভিযান, এক জনের কারাদণ্ড

১৮

বিএনপির শীর্ষ নেতারা সিলেট যাচ্ছেন কাল

১৯

সুখবর পাচ্ছেন প্রাথমিকের ৩০ হাজার প্রধান শিক্ষক

২০
X