নাটোরের বাগাতিপাড়ায় আমিনুল ইসলাম নামের এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার (১৮ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার লোকমানপুর এলাকার চিথলিয়া কৃষ্ণা কৃষি খামারের একটি আখক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
আমিনুল ইসলাম (৪০) রাজশাহী জেলার বাঘা থানার খাগড়বাড়িয়া এলাকার বাসিন্দা ছিলেন। বাগাতিপাড়া থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।
ওসি জানান, আমিনুল ইসলাম বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরিবারের লোকজন তাকে খুঁজেও সন্ধান পাচ্ছিলেন না।
তিনি আরও জানান, আজ মরদেহটি দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশের এ কর্মকর্তা বলেন, ‘এখনও কেউ থানায় অভিযোগ করেননি। তবে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।’
মন্তব্য করুন