সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২৩ মার্চ ২০২৫, ১২:৪৮ এএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিলে বিএনপি নেতার হামলার অভিযোগ

হামলা চালিয়ে নষ্ট করা খাবারের পাতিল। ছবি : কালবেলা
হামলা চালিয়ে নষ্ট করা খাবারের পাতিল। ছবি : কালবেলা

আশুলিয়া থানা যুবদলের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিলে দাওয়াত না পেয়ে অনুষ্ঠান স্থলে তাণ্ডব চালিয়ে প্যান্ডেল এবং প্রায় আড়াই হাজার লোকের খাবার নষ্ট করার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি'র একাধিক নেতার বিরুদ্ধে।

অভিযুক্তরা হলেন, আশুলিয়া থানা বিএনপির সহসভাপতি পিয়ার আলী ও ইদ্রিস এবং তার লোকজন। অভিযুক্ত পিয়ার আলীর বিরুদ্ধে ধর্ষণ মামলাসহ একাধিক মামলা রয়েছে।

শনিবার ( ২২ মার্চ) দুপুরে আশুলিয়ার জামগড়া রুপায়ন মাঠে এই ঘটনা ঘটে। অনুষ্ঠানের আয়োজন করেন জহির নামের এক যুবদল নেতা। ইফতার মাহফিলে ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল ।

অনুষ্ঠানের আয়োজক যুবদল নেতা জহির বলেন, আমি আাড়াই হাজার মানুষের ইফতারের আয়োজন করেছিলাম। আকস্মিক আমার এই প্রোগ্রামে হামলা চালায় আশুলিয়া থানা বিএনপির সহসভাপতি পিয়ার আলী ও ইদ্রিস আলী এবং তার বাহিনী। তারা হামলা চালিয়ে অনুষ্ঠানের প্যান্ডেল কুপিয়ে ভেঙে ফেলে দেয় এবং সব খাবার নষ্ট করে ফেলে। এছাড়া তারা দুটি মটরসাইকেল নিয়ে যায় ও একটি মোটরসাইকেল কুপিয়ে ফেলে রেখে যায় এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সরঞ্জামাদি লুট করে নিয়ে যায়।

তিনি বলেন, ভূমিদস্যু পিয়ার আলীর নেতৃত্বে এই হামলার ঘটনা ঘটে। পিয়ার আলীর বিরুদ্ধে ধর্ষণ মামলাসহ একাধিক মামলা রয়েছে। সে তার অবৈধ অর্থের জোরে মানুষকে মানুষ মনে করে না। ঘটনার বিচার চেয়ে আগামীকাল আমি থানা পুলিশের কাছে যাব। আমি যুবদলের একজন কর্মী। শুধুমাত্র দল করার অপরাধে আমার বিরুদ্ধে ২০টি মামলা রয়েছে। আমি আশুলিয়া থানা যুবদলের পক্ষ থেকে এহেন ঘটনার নিন্দা জানাচ্ছি এবং দূষীদের বিচার দাবি করছি।

আশুলিয়া থানা যুবদলের সাবেক সভাপতি রকি দেওয়ান বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় আমরা দোয়া মাহফিল এবং ইফতার পার্টির আয়োজন করেছিলাম। দুঃখজনকভাবে আমাদের এই আয়োজন বন্ধ করে দিয়েছে স্থানীয় কয়েকজন নেতাকর্মী। তারা সময় মতো দাওয়াত পায়নি বলে এমন লঙ্কাকাণ্ড ঘটিয়েছেন। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

রকি বলেন, আমার সন্দেহ হয় তারা আসলে বিএনপির লোক কিনা। হামলাকারীরা আসলে প্রকৃতপক্ষে কারা তা খতিয়ে দেখা হবে।

এ বিষয়ে অভিযুক্ত পিয়ার আলীর সঙ্গে মোবাইলে ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি কোন উত্তর না দিয়ে প্রতিবেদককে ধমক দিয়ে ফোন কেটে দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবৈধ আদেশ পালন করতে গিয়ে পুলিশ জনরোষের শিকার হয়েছে : প্রধান উপদেষ্টা

জুনেই সেলেসাওদের দায়িত্ব নিচ্ছেন আনচেলত্তি

ইউআইইউ’র বন্ধের ঘটনায় বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির উদ্বেগ

ঝড়ো শতকে রেকর্ডের পাহাড় গড়লেন ১৪ বছরের বৈভব

পুলিশ সপ্তাহ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

ইসরায়েলি বিমান হামলায় আরও ৭১ ফিলিস্তিনি নিহত

আজ ইচ্ছাপূরণের দিন 

দুই মামলায় জামিন নামঞ্জুর / তারেক রহমানের খালাতো ভাই তুহিন অ্যাম্বুলেন্সে করে কারাগারে 

সৌদি ফেরা হলো না রুহেলের, ভাইয়ের হাতে গেল প্রাণ

চট্টগ্রামে সাদমান-বিজয়ের ব্যাটে চড়ে বাংলাদেশের দাপট

১০

কূটনীতিকসহ পাকিস্তান দূতাবাসের ৮ কর্মকর্তাকে দেশে ফেরত

১১

ফসলি মাঠে কৃষকের মরদেহ, শরীরে আঘাতের চিহ্ন

১২

ভারত-পাকিস্তান ইস্যুতে এরদোয়ানের বার্তা

১৩

এলজিইডির প্রধান কার্যালয়সহ ৩৬টি কার্যালয়ে একযোগে দুদকের অভিযান

১৪

মাদককারবারিদের হামলায় ৫ ডিবি পুলিশ আহত, আটক ৩

১৫

নারী সংস্কার কমিশনের প্রস্তাবনা নিয়ে আহমাদুল্লাহর বিস্ফোরক মন্তব্য

১৬

যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত পাকিস্তান : প্রতিরক্ষামন্ত্রী

১৭

দুই মামলায় আত্মসমর্পণ করলেন তারেক রহমানের খালাতো ভাই তুহিন

১৮

ইউআইইউর সাম্প্রতিক ঘটনায় তদন্ত কমিটি গঠন

১৯

এনসিপির সঙ্গে সম্পৃক্ত নিয়ে যা বললেন উমামা 

২০
X