বগুড়া ব্যুরো
প্রকাশ : ২০ মে ২০২৫, ০৫:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

ধান কাটার টাকা না পেয়ে থানার দ্বারস্থ দিনমজুর

বগুড়ার শেরপুরে ধান কেটে মজুরি না পাওয়ায় পাঁচ দিনমজুরের থানায় লিখিত অভিযোগ। ছবি : কালবেলা
বগুড়ার শেরপুরে ধান কেটে মজুরি না পাওয়ায় পাঁচ দিনমজুরের থানায় লিখিত অভিযোগ। ছবি : কালবেলা

বগুড়ার শেরপুরে ধান কেটে মজুরি না পাওয়ায় পাঁচ দিনমজুর থানায় লিখিত অভিযোগ করেছেন। সোমবার (১৯ মে) উপজেলার মির্জাপুর ইউনিয়নের সরকারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযোগ পাওয়ার পর পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানিয়েছে।

অভিযোগকারী শ্রমিক আব্দুল হান্নান (৫৭) শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের বাগড়া গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে।

তিনি জানান, প্রতিদিনের মতো কাস্তে ও বাঁশের তৈরি ‘বাইন’ কাঁধে করে সোমবার সকালে শেরপুর শহরের নবীবালা ঘাটপাড় সংলগ্ন ‘শ্রমিক হাটে’ কাজের সন্ধানে যান। সেখান থেকে মির্জাপুরের রাজেক আলীর ছেলে আব্দুল কুদ্দুস তাঁদের পাঁচজনকে প্রতিজন ৭০০ টাকা মজুরি দেওয়ার শর্তে দেড় বিঘা জমির ধান কাটার কাজে নিয়ে যান।

দিনভর খেটে ধান কেটে মালিকের বাড়িতে পৌঁছে দেওয়ার পর কুদ্দুস কাজের মান খারাপ হয়েছে বলে অভিযোগ তুলে শ্রমিকদের গালাগালি করেন এবং মজুরি না দিয়ে হুমকি দিয়ে বিতাড়িত করেন।

আব্দুল হান্নান আরও বলেন, ‘কাজ করেও টাকা না পেয়ে আমরা দিশাহারা হয়ে পড়ি। উপায় না দেখে রাতেই থানায় লিখিত অভিযোগ করি।’

তার সঙ্গে থানায় অভিযোগ করা অন্য শ্রমিকরা হলেন- মির্জাপুর ইউনিয়নের কৃষ্ণপুর নামাপাড়া গ্রামের মৃত মনসুর মণ্ডলের ছেলে হাফিজুর রহমান, মৃত সাহেব আলী প্রামাণিকের ছেলে আশরাফ আলী, মোহাম্মদ বেলাল হোসেনের ছেলে রিপন ও আবির হোসেন আকন্দের ছেলে হুমায়ুন কবির।

শ্রমিকরা জানান, প্রতিদিন সকালে ‘শ্রমিক হাটে’ গিয়ে কাজ খোঁজেন তারা। দিনমজুরির আয়ই তাদের একমাত্র অবলম্বন। কোনো দিন কাজ না পেলে পরিবার নিয়ে অনাহারে থাকতে হয়। আর কাজ করেও যদি মজুরি না মেলে, তাহলে সেই কষ্টের কি মূল্য থাকে?

এ বিষয়ে অভিযুক্ত জমির মালিক আব্দুল কুদ্দুসের মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, ‘শ্রমিকদের অভিযোগ আমরা পেয়েছি। বিষয়টি মানবিক বিবেচনায় গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। তদন্তের জন্য সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। স্থানীয়দের মতে, দিনমজুরদের রোজগার না হওয়াটা শুধুই ব্যক্তিগত ক্ষতি নয়, এটি একটি সামাজিক বিষয়। এমন ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি হলে ভবিষ্যতে কেউ গরিব মানুষের শ্রমের মূল্য মেরে খেতে সাহস পাবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোনকে উত্ত্যক্ত করায় মামলা, বিএনপি নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ

গাজা ইস্যুতে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য স্থগিত করল যুক্তরাজ্য

সিলেট-১ আসনে জামায়াতের প্রার্থী হাবিবুর রহমান

পিছু হটছে ভারত-পাকিস্তান সেনারা

কুমিল্লায় হাসনাত আব্দুল্লাহর প‌ক্ষে-বিপ‌ক্ষে মিছিল

সিলেট ও কক্সবাজার থেকে ফ্লাইট চালানোর আগ্রহ এয়ার এরাবিয়ার

বিশ্বাসের পক্ষে জীবন্ত উপন্যাস ড. আ জ ম ওবায়েদুল্লাহ : ডা. শফিকুর রহমান

সুযোগ পেয়েও অর্থাভাবে আইন বিভাগে পড়ার স্বপ্ন মলিন মোস্তাফিজুরের

আগে বিচার তারপর নির্বাচন : ড. রেজাউল করিম

চাকরি ছাড়লেন ৫ এএসপি

১০

গেন্ডারিয়া থেকে ২৮ ব্র্যান্ডের ১৪৫ বোতল বিদেশি মদ উদ্ধার

১১

নিয়োগ প্রক্রিয়া বাতিলের ব্যাখ্যা দিল রাজউক

১২

আলোচনা ফলপ্রসূ হয়নি, অবস্থান কর্মসূচিতে এনবিআরের কর্মকর্তারা

১৩

খালেদা জিয়ার সঙ্গে রাষ্ট্রদূত মুশফিকের সাক্ষাৎ

১৪

কালো টাকা সাদা করার সুযোগ চিরতরে বাতিলের আহ্বান টিআইবির

১৫

অসময়ে জ্বলল বসুন্ধরা কিংস

১৬

নার্সিং ভর্তি পরীক্ষায় প্রথম হলেন ময়মনসিংহের মৌমিতা

১৭

গাজীপুর বিএনপির সব ইউনিটের কমিটি বিলুপ্ত 

১৮

নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিতে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির 

১৯

প্রো-কাবাডি নিলামে বাংলাদেশের ১০ জন

২০
X