গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ১১:২১ এএম
অনলাইন সংস্করণ

স্ত্রীকে গলা কেটে হত্যা, কলাবাগানে মরদেহ ফেলে পালালেন স্বামী

নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। ছবি : কালবেলা
নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। ছবি : কালবেলা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্ত্রী শিউলী বেগমকে নৃশংসভাবে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ফরিদ উদ্দিনের বিরুদ্ধে। হত্যার পর মরদেহ কলাবাগানে ফেলে রেখে পালিয়ে গেছেন অভিযুক্ত স্বামী।

রোববার (২১ সেপ্টেম্বর) সকালে মরদেহ গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি মামলা করা হয়েছে।

এর আগে শনিবার (২০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের কাটাবাড়ী গ্রামের একটি কলাবাগান থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত শিউলী বেগম কাটাবাড়ী গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে ফরিদ উদ্দীনের দ্বিতীয় স্ত্রী। তিনি একই ইউনিয়নের বোগদহ সদর কলোনি এলাকার শরীফ মিয়া ড্রাইভারের মেয়ে। তাদের সংসারে একটি ৮ বছরের ছেলে সন্তান রয়েছে। প্রায় ১২ বছর আগে শিউলী ও ফরিদের বিয়ে হয়। ফরিদের প্রথম স্ত্রীরও দুটি সন্তান রয়েছে।

স্থানীয়রা জানান, দ্বিতীয় বিয়ের পর থেকেই নানা কারণে শিউলীকে নির্যাতন করতেন ফরিদ। শনিবার সন্ধ্যায় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বাধে। একপর্যায়ে ফরিদ শিউলীকে মারধর করে ধারালো অস্ত্র দিয়ে গলা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে মরদেহ বাড়ির পাশে কলাবাগানে ফেলে রেখে পালিয়ে যান তিনি। প্রতিবেশীরা বিষয়টি দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ফরিদের বাড়ির পাশে কলাবাগান থেকে শিউলীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নিহত শিউলীর বাবা শরীফ মিয়া ড্রাইভার বলেন, বিয়ের পর থেকেই মেয়েকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন ফরিদ। পরিকল্পিতভাবেই শিউলীকে হত্যা করে মরদেহ ফেলে পালিয়েছে ঘাতক ফরিদ। দ্রুত তাকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, ফরিদের প্রথম স্ত্রী ও দুই সন্তান রয়েছে। শিউলী ছিলেন দ্বিতীয় স্ত্রী। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। নিহতের গলা ও পায়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, এসব আঘাতেই তার মৃত্যু হয়েছে।

তিনি আরও বলেন, অভিযুক্ত ফরিদ উদ্দীন ঘটনার পর থেকে পলাতক। তাকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন গাইবান্ধা জেলার সহকারী পুলিশ সুপার সি-সার্কেল রশিদুল বারী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক ভূমিমন্ত্রী ও তার স্ত্রীর বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির আদেশ

ওজন কমাতে পপকর্ন : জেনে নিন সুবিধা-অসুবিধা

সুপার ফোরে আজ মুখোমুখি দুই ‘চিরশত্রু’, এবার বদলাবে গল্প?

অপর পক্ষের হামলা, অভিমানে প্রাণ দিলেন বিএনপি নেতা

জুবিনের মৃত্যু, মামলা হলো সহকারীর বিরুদ্ধে

ট্রাইব্যুনালে নাহিদ ইসলামকে হাসিনার আইনজীবীর জেরা

রাবিতে চলছে পূর্ণদিবস কর্মবিরতি

শিক্ষার্থীরা নতুন বই কবে পাবে, জানালেন অর্থ উপদেষ্টা

সাইফুজ্জামানের নামে আরও ৫ দেশে সম্পদের খোঁজ দুদকের

আমিরাতের ভিসা নিষেধাজ্ঞার খবরটি ভুয়া : প্রেস উইং

১০

শ্রীলঙ্কাকে হারানোর পর ফাইনালে উঠতে যে সমীকরণ বাংলাদেশের সামনে

১১

সৌদি প্রবাসীর বিপুল টাকার মালামাল আত্মসাৎ, জামাই-শ্বশুর গ্রেপ্তার

১২

ইউআইইউতে গভর্নমেন্ট-একাডেমিয়া-ইন্ডাস্ট্রি কনক্লেভ ২০২৫ অনুষ্ঠিত

১৩

আবাসন সুবিধাসহ নিয়োগ দিচ্ছে আরএফএল গ্রুপ

১৪

ব্যবসায়ীকে কুপিয়ে ৫ লাখ টাকা ছিনতাই

১৫

খুবির গণিত ক্লাবের নেতৃত্বে পরমা-পলাশ

১৬

বিদ্যুৎস্পর্শে জুলাই যোদ্ধার মৃত্যু

১৭

সকালে যে ডিম খেলে পাবেন ৫ উপকার

১৮

টানা চতুর্থবার সুপারব্র্যান্ডস অ্যাওয়ার্ড পেল শাহ্ সিমেন্ট

১৯

তিন জেলায় নতুন ডিসি

২০
X