গাজীপুরের পূবাইলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে পূবাইলের সমরসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পূবাইলের তালটিয়া এলাকার মানিক মিয়ার ছেলে মো. শান্ত (১৫) এবং একই এলাকার জামান মিয়ার ছেলে মো. লিখন (২১)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শান্ত ও লিখন দ্রুত গতিতে মোটরসাইকেল চালানোর সময় মহাসড়কের ডিভাইডারে ধাক্কা খেয়ে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে যায়। এতে মোটরসাইকেলসহ ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান তারা৷ এ সময় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়৷। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে শহীদ আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল নিয়ে যায়।
পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. আমিরুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে নিহতদের পরিবার কোনো অভিযোগ না করায় তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন