মো. হাছান, মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৩, ০৯:২০ পিএম
অনলাইন সংস্করণ

কোটি টাকার সেতু যেন ‘ছাগলের খামার’

ব্রিজে ছাগল বেধে খাবার খাওয়ানো হচ্ছে। ছবি : কালবেলা
ব্রিজে ছাগল বেধে খাবার খাওয়ানো হচ্ছে। ছবি : কালবেলা

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা ঝলম গ্রাম ও হাওরা গ্রামের মধ্যবর্তী স্থানে ডাকাতিয়া নদীর উপর নির্মিত ‘হাওরা সেতু’ জনগণের কোনো কাজেই আসছে না। সংযোগ সড়ক নির্মাণ না করায় গত ১৭ বছর ধরে সেতুটি মুখ থুবড়ে পড়ে আছে। এতে ডাকাতিয়া নদীর দুই পাড়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, চাকরিজীবী, কৃষক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার লক্ষাধিক মানুষ সীমাহীন ভোগান্তি পোহাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০০৫ সালের ৫ জানুয়ারি বিএনপি দলীয় তৎকালীন সংসদ সদস্য আনোয়ারুল আজিম ওই সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করেন। ২০০৫-২০০৬ অর্থবছরে এলজিইডির তত্ত্বাবধানে ও ইসলামী উন্নয়ন ব্যাংকের (আইডিবি) অর্থায়নে ৮০ লাখ টাকায় ওই সেতুটি নির্মাণ করা হয়েছিল। ২০০৬ সালের ৩০ এপ্রিল নির্মাণ কাজ শেষ হয় এবং একই দিন উদ্বোধন করা হয়। কিন্তু সংযোগ সড়ক না করেই উদ্বোধন করায় তখন থেকেই অব্যবহৃত পড়ে আছে। এটি জনগণের কোনো কাজেই লাগছে না।

স্থানীয়রা জানান, সেতুর উভয় পাশে সংযোগ সড়ক না থাকায় স্থানীয় লোকজনকে বছরের পর বছর ধরে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। ওই সেতুর স্থানে আগে বাঁশের সাঁকো ছিল। হেঁটে ওই সাঁকো দিয়ে দ্রুত পার হওয়া যেতো। উঁচু সেতু নির্মাণ হওয়ায় এবং এর দুই দিকে মাটি না থাকায় শুকনো মৌসুমে সেতুতে উঠতে বেশ কষ্ট হয় এবং বেশি সময় লাগে। এ ছাড়া বর্ষাকালে সেতুটির সকল যোগাযোগ মাধ্যম পানিতে তলিয়ে যায়। ওই সময় সাধারণ মানুষ পায়ে হেঁটে যাওয়ার সুবিধা থেকেও বঞ্চিত হয়। এতে বাধ্য হয়ে এলাকার মানুষকে নৌকাযোগে নদী পারাপার হতে হয়।

হাওরা গ্রামের স্থানীয় বাসিন্দা হাওরা এতিমখানা মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ সানাউল্লা বলেন, এ ব্রিজটি সাথে উভয়ই পাশে সংযুক্ত ভালো রাস্তা না থাকায় চলাচলের অনুপযোগীর কারণে নির্মাণের ১৭ বছর পর, ব্রিজে এখন ছাগল পালনের খামার হয়েছে। মো. ওমর ফারুক বলেন, ‘মানুষের চলাচল না থাকায় আমি ব্রিজের ওপর ছাগল পালন করি।’

বাইশগাঁও ইউপি চেয়ারম্যান মো আলমগীর হোসেন (বিএসসি) জানান, রাস্তাটি দীর্ঘদিন থেকে চলাচলের উপযোগী ছিল। বিষয়টি এলজিআরডিমন্ত্রী মো. তাজুল ইসলাম এমপির দৃষ্টিগোচর হলে তিনি মনোহরগঞ্জ এলজিআরডিকে বলে বরাদ্দের মধ্যামে টেন্ডার দেন। ঠিকাদারের গাফিলতির কারণে কাজ বিলম্বিত হচ্ছে।

উপজেলা প্রকৌশলী মো শাহ আলম জানান, হাওরা ব্রিজের উভয় পাশে ভালো সংযোগ সড়ক না থাকায় এটি ব্যবহারের অনপযোগী। বর্তমানে মাননীয় এলজিআরডিমন্ত্রী মো. তাজুল ইসলাম এমপির প্রচেষ্টায় সড়কটি অনুমোদন হয়েছে। আশা করি খুব শিগগিরই নির্মাণে কাজ শুরু হবে। মানুষের দুর্ভোগ নিরসন হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তায় প্রেভেইল ফাউন্ডেশনের উদ্যোগ 

‘যারা ফ্যাসিস্ট তাদের আমরা আইনের আওতায় আনব’

কর কর্মকর্তা মাসুদুর রহমানকে বরখাস্ত

নুরের ওপর হামলাকারীদের বিচারের দাবিতে রাজধানীতে মশাল মিছিল  

হংকংকে বিদায় করে সুপার ফোরে এক পা লঙ্কানদের

প্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিভিন্ন দূতাবাসে বদলি

মতামত ছাড়া বিভাগের প্রস্তাবনা, ঐকমত্য কমিশনকে লিগ্যাল নোটিশ 

আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা

তিন জেলার ডিসিকে প্রত্যাহার

শিক্ষাপ্রতিষ্ঠানে দুর্গাপূজার ছুটি কবে থেকে শুরু

১০

ডাকসুর ভোট এবার ম্যানুয়ালি গণনার জন্য উমামার লিখিত আবেদন

১১

আরও বাড়ল ঐকমত্য কমিশনের মেয়াদ

১২

চ্যাম্পিয়ন্স লিগ শুরুর আগে রিয়াল শিবিরে সুসংবাদ

১৩

সাতক্ষীরায় ৭ বস্তা পলিথিন পোড়ালেন ভ্রাম্যমাণ আদালত

১৪

‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা

১৫

এক দিনে ২৬ ব্যাংক থেকে ৩৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

১৬

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক / ছয় লেনের পদক্ষেপ না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

১৭

আদালতের বারান্দায় নৃশংস হামলা, বিচার চেয়ে কাঁদল ভুক্তভোগী পরিবার

১৮

এবার হরতালের ডাক মুক্তিযোদ্ধা পরিবার-বস্তিবাসীর 

১৯

বিদেশি নয়, মন টানে দেশি ছেলেই : সেমন্তী সৌমি

২০
X