শাহ আলী জয়, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৩, ০১:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জে সরিষা ফুল থেকে মধু সংগ্রহ শুরু করেছেন খামারিরা

উল্লাপাড়ায় মাঠে মাঠে সরিষা ফুল থেকে মধু সংগ্রহ শুরু করেছেন চাষিরা। ছবি : কালবেলা
উল্লাপাড়ায় মাঠে মাঠে সরিষা ফুল থেকে মধু সংগ্রহ শুরু করেছেন চাষিরা। ছবি : কালবেলা

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বিভিন্ন এলাকার মাঠে মাঠে সরিষা ফুল থেকে মৌমাছি দিয়ে আগেভাগেই মধু সংগ্রহে এসেছে কয়েক শতাধিক মৌ খামারি। এই মধু আহরণে একদিকে যেমন কোটি কোটি টাকা আয় হয়। তেমনি মৌমাছির মধু সংগ্রহের ফলে সৃষ্ট পরাগায়নে সরিষার উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে দেশে মধু ও সয়াবিন তেল আমদানি ব্যয়ও কমছে।

এ এলাকায় বন্যার সময় মিঠা পানিতে যেমন প্রচুর দেশি মাছ পাওয়া যায়। তেমনি শুষ্ক মৌসুমে চাষাবাদ হয় নানা রকম ফসলের। মাছ এবং শস্য উৎপাদনের ভান্ডার এ অঞ্চল।

এ উপজেলায় প্রতি বছর রেকর্ড পরিমাণ জমিতে রবি সরিষার চাষাবাদ হয়। এবারও তার ব্যক্তিক্রম হয়নি। গতবারের চেয়ে এবার অধিক পরিমাণ সরিষা চাষাবাদ হয়েছে। সবুজ সরিষায় ছেয়ে যাচ্ছে মাঠের পর মাঠ। অনেক মাঠে আগাম সরিষার ফুল ধরেছে। এই সরিষা ফুল থেকে প্রতি বছর পোষা মৌমাছি দিয়ে শত শত টন মধু আহরণ করা হয়। এ সময় দেশের বিভিন্ন প্রান্তের খামারিরা তাদের পোশা মৌমাছির বাক্স নিয়ে চলে আসে উপজেলার বিভিন্ন মাঠে। তারা সরিষা খেতের পাশে তাদের পোশা মৌমাছির বাক্স স্থাপন করে। বাক্সে থাকা মৌমাছির দল ভো ভো শব্দে সরিষার ফুল থেকে ফুলে উঠে মধু সংগ্রহ করে বাক্সে নিজের বাসায় জমায়।

খামারিরা সপ্তাহে একবার করে সেই বাক্সে জমানো মৌমাছির বাসা থেকে জমানো মধু সংগ্রহ করে। যা শতভাগ প্রাকৃতিক ও বিশুদ্ধ। খামার থেকেই এই মধু পাইকারদের কাছে বিক্রি করা হয়। এখান থেকে মধু চলে যাচ্ছে দেশের বিভিন্ন ওষুধ কোম্পানির কাছে। এই মৌসুমে ছোট বড় খামার থেকে ৫ থেকে ১০ টন পর্যন্ত মধু আহরণ করে খামারিরা। খামারিরা এবারও তারা আগে ভাগেই মধু সংগ্রহের জন্য বিভিন্ন মাঠে খামার স্থাপন করতে শুরু করেছেন।

উল্লাপাড়া উপজেলার সলিয়াগাড়ী মাঠে গিয়ে দেখা যায়, আগাম সরিষার ফুলে ছেয়ে গেছে চারদিক। এরমাঝে প্রায় ৬০টির মতো মৌ বাক্স স্থাপন করেছে খামারি ইদ্রিস আলী। তিনি জানান, এখনো মধু সংগ্রহ শুরু করেননি। সামনে সপ্তাহ থেকে তিনি মধু আহরণ করবেন। চলতি মৌসুমে তিনি প্রায় ৫ টন মধু আহরণ করবেন।

ন্যাশনাল এপি কালচার ফাউন্ডেশনের সহসভাপতি মো. আব্দুর রশিদ জানান,তার খামারে ৩ শতাধিক মৌ বক্স আছে। প্রতি বছর তিনি উল্লাপাড়ার আলীগ্রাম মাঠ থেকে মধু সংগ্রহ করেন। এবারও একই মাঠে মধু সংগ্রহের প্রস্তুতি নিয়েছেন। এবার ১২ টন মধু সংগ্রহের সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়ে মাঠে নেমেছেন, যা থেকে তিনি কয়েক লাখ টাকা আয় করবেন।

এসব খামারের মাধ্যমে বেকার যুবকদের যেমন কর্মসংস্থান হয়েছে তেমনি তারা প্রতি বছর সাদা সোনা খ্যাত মধু আহরণ করে কোটি কোটি টাকা আয় করছেন।

উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকতা কৃষিবিদ সুবর্ণা ইয়াসমিন সুমি জানান, সরিষা ফুল থেকে মধু সংগ্রহের সময় মৌমাছির মাধ্যমে পরাগায়ন হয়। এতে সরিষার ফলন বেশি হয়। দীর্ঘদিন ধরে উল্লাপাড়ায় মৌচাষিরা মধু সংগ্রহ করে। গত বছর এ উপজেলায় ১১০ জন মৌচাষি ১২ হাজার মৌ বক্স বসিয়ে ১৬৮ টন মধু আহরণ করেছিল। এবার তার চেয়ে বেশি মধু আহরণ হবে বলে আশা করছি। মৌ খামারিদের এই মৌসুমে সার্বিক সহযোগিতা করার জন্য আমি নিজে সকল উপসহকারীদের নিয়ে সার্বক্ষণিক মাঠে মনিটরিং করি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোট নিয়ে গুরুত্বপূর্ণ ৮ তথ্য জানাল সরকার

সুইজারল্যান্ডকে ৫ গোল দিল বাংলাদেশ

কড়াইল আগুনে ক্ষতিগ্রস্তদের সহায়তা নিশ্চিতের আশ্বাস প্রধান উপদেষ্টার

কারাগারে কি ইমরান খানকে হত্যা করা হয়েছে?

নতুন হল নির্মাণ ও সংস্কার / ঢাবির বিকল্প আবাসন হিসেবে উত্তরায় সম্ভাব্যতা যাচাই

সুখবর পেলেন যুবদলের এক নেতা

মারা গেলেন কোরিয়ান অভিনেতা লি সুন জায়ে

২৭৪ বিচারককে বদলির প্রজ্ঞাপন জারি

জামায়াতের মনোনয়ন পেয়ে ড. ফয়জুল হকের প্রতিক্রিয়া

নামাজে রাকাত সংখ্যা ভুলে গেলে কী করবেন? জেনে নিন

১০

ডিবি হারুন ও সাবেক আইজি বেনজীর পরিবারের আয়কর নথি জব্দের নির্দেশ

১১

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে নিহতের ১০ টুকরো লাশ উদ্ধার

১২

মার্সেডিজ-বেঞ্জের ইভি চার্জিং অবকাঠামো এখন চট্টগ্রামেও

১৩

তৌসিফের যে দিকটার প্রেমে পড়েছেন নীলা

১৪

চাঁদাবাজি ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ

১৫

লিটনের ‘বিস্ফোরক’ মন্তব্যের জবাব দিলেন প্রধান নির্বাচক

১৬

ঘূর্ণিঝড় ‘শেন-ইয়ার’ কোথায় আঘাত হানবে

১৭

জানাজায় ৪র্থ তাকবির বলার পর হাত কখন ছাড়বেন?

১৮

নির্বাচনের আগে রাস্তা সংস্কার না হলে ভোটকেন্দ্রে না যাওয়ার ঘোষণা

১৯

কাজের সময় বিদ্যুৎ লাইন চালু, তারে ঝুলছিল মরদেহ

২০
X