দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক। উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং ভোটাররা ভোট দিতে পারবেন। ফরিদপুরে নির্বাচন হবে সারা বাংলাদেশের মধ্যে মডেল। শনিবার (২৩ ডিসেম্বর) দুপুর দুইটায় ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ভোটার উদ্বুদ্ধ সভায় জেলা পরিষদ মাল্টিপারপাস অডিটোরিয়ামে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. কামরুল আহসান তালুকদার।
জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. কামরুল আহসান তালুকদার বলেন, এই নির্বাচনে কেউ কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাকে বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করার জন্য প্রিসাইডিং অফিসারদের ক্ষমতা প্রদান করা হবে। যদি কোনো প্রিসাইডিং অফিসার অনিয়ম করে তাহলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। আমরা এই নির্বাচনকে মডেল নির্বাচন হিসেবে উপহার দেব। এ নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিয়ন্ত্রণে রাখতে পুলিশ, আনসার, র্যাব, বিজিবি, সেনাবাহিনীসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করবে। অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনায় আপনারা আমাদের সহায়তা করুন।
এতে বিশেষ অতিথি ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মো. শাহজাহান। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামানন্দ পাল, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান, আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা, উপজেলা নির্বাচন কর্মকর্তা, প্রেসক্লাব আলফাডাঙ্গা সভাপতি আরিফুজ্জামান চাকলাদার প্রমুখ।
মন্তব্য করুন