কুমিল্লা-৭ আসন থেকে নৌকা মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত বলেছেন, আমি মাঠে ঘাটে ঘুরে বেড়াচ্ছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দিতে মানুষ উন্মুখ হয়ে আছে। রাজনীতির মাঠে এসে জনগণের স্বতঃস্ফূর্ত ভালোবাসা পেয়েছি, যেখানেই যাই মানুষ আমাকে ভালোবেসে আপন করে নেয়। এমন স্বতঃস্ফূর্ত ভালোবাসায় এ আসনে বিপুল ভোটে নৌকার বিজয় হবে।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে চান্দিনা উপজেলা পরিষদের সামনে ও বিভিন্ন হাটবাজারে সমর্থক ও নেতাকর্মীদের নিয়ে নৌকার পক্ষে প্রচারপত্র বিতরণ ও গণসংযোগ শেষে কালবেলাকে এসব কথা বলেন তিনি। প্রাণ গোপাল দত্ত আরও বলেন, বর্তমান নির্বাচন কমিশন সততা, নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন। আমি শতভাগ নিশ্চিত, দেশে একটি অবাধ, সুষ্ঠু ও সংঘাত মুক্ত নির্বাচন উপহার দিবেন তারা। যা পৃথিবীর ইতিহাসে স্বাক্ষর হয়ে থাকবে। এটি এই প্রথম নির্বাচন হতে যাচ্ছে যে, শান্তি-শৃঙ্খলা রক্ষা জন্য বিপুল পরিমাণ আনসার, পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন করা থাকবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ১৯৭৫ এর পর ১৯৯৬ পর্যন্ত এ ২১ বছর যেভাবে তামাশার নির্বাচন হয়েছিল এরকম কোনো তামাশার নির্বাচন হবে না। এ নির্বাচনে প্রত্যেকে তার নিজের ভোট নিজে দিতে পারবেন। জানা গেছে, ২০২১ সালে ২০ সেপ্টেম্বর কুমিল্লা-৭ (চান্দিনা) সংসদীয় আসনের উপনির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন বিএসএমএমইউয়ের সাবেক উপাচার্য বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত। এরপর গত দুই বছরে তিনি চান্দিনা উপজেলায় বেশ কিছু উল্লেখযোগ্য উন্নয়ন করেছেন। এর মধ্যে দীর্ঘদিন বন্ধ থাকা মহিচাইল ২০ শয্যা হাসপাতাল চালু করা, চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীতকরণ, চান্দিনা ডা. ফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়কে কলেজে উন্নীতকরণ, ব্যক্তিগত তহবিল থেকে বিনামূল্যে পাঠ্যপুস্তক ও শিক্ষাউপকরণ বিতরণ, ৪টি নতুন প্রাথমিক বিদ্যালয় ও ১টি উচ্চ বিদ্যালয় স্থাপন, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গোবিন্দপুর, গোমতা ও কুটুম্বপুর ফুটওভার ব্রিজ নির্মাণ, ব্যক্তিগত তহবিল থেকে ১৮টি কালভার্ট, রাস্তা-ঘাট ও অবকাঠামোর ব্যাপক উন্নয়ন, ৪ কোটি টাকা ব্যয়ে উপজেলার গল্লাই ইউনিয়নের রুরালপাইপড ওয়াটার সাপ্লাই স্কিমের উদ্বোধন ও উপজেলায় মাদক, সন্ত্রাস চাঁদাবাজ নির্মূলে অব্যাহত কাজ করে যাচ্ছেন তিনি।
গণসংযোগ কালে পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র মফিজুল ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোসেলহ উদ্দিন, উপজেলা যুবলীগ সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষকলীগ সভাপতি মনির খন্দকার, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ সদস্য শামীম হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি কাজী আখলাকুর রহমান জুয়েল, পৌর কৃষকলীগ সভাপতি জয়নাল আবেদীনসহ আওয়ামী লীগ, অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
চান্দিনা উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এ উপজেলায় মোট ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভা রয়েছে। এতে মোট ভোটার রয়েছে ৩ লাখ ৩ হাজার ২৮৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৭ হাজার ৯০০ এবং নারী ভোটার আছে ১ লাখ ৫৫ হাজার ৩৮৪। আগামী ৭ জানুয়ারি এ উপজেলার ৮৯টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
মন্তব্য করুন