বরিশাল ব্যুরো
প্রকাশ : ১১ মার্চ ২০২৪, ০৯:২৩ পিএম
অনলাইন সংস্করণ

অস্থির বরিশালের নিত্যপণ্যের বাজার

বরিশাল শহরের স্থানীয় একটি বাজারের চিত্র। ছবি : কালবেলা
বরিশাল শহরের স্থানীয় একটি বাজারের চিত্র। ছবি : কালবেলা

রমজান ঘিরে বরিশালে বেড়েছে নিত্যপণ্যের দাম। সপ্তাহের ব্যবধানে ছোলা, ডাল ও আলুর দাম বেড়েছে ১০ থেকে ৫০ টাকা পর্যন্ত। গত বছরের তুলনায় এ বছর দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে খেজুর ও রুহ আফজা। ভোক্তারা বলছেন, দুই দিন পরপর লোক দেখানো অভিযান কোনো কাজেই আসছে না। শুরু হয়েছে পবিত্র মাহে রমজান। আর এই সময়ে ভোক্তার চাহিদাকে টার্গেট করে অস্থির বরিশালের নিত্যপণ্যের বাজার।

সোমবার (১১ মার্চ) বিকেলে বাজার ঘুরে দেখা গেছে, এক সপ্তাহের ব্যবধানে ৯৫ টাকার ছোলা ঠেকেছে ১১০ টাকায়। এক লাফে ৪০ টাকা বেড়েছে মুগ ডালে। বিক্রি হচ্ছে ১৭০ টাকায়। বাজারে খেসারি ডালের দাম বেড়েছে ৪০ টাকা, বিক্রি হচ্ছে ১১০ টাকায়। মুড়িতে কেজি প্রতি বেড়েছে ২০ টাকা। বিক্রি হচ্ছে ১২০ টাকায়। চিড়ার কেজি ৬০ টাকা ও চিনি ১৪০ টাকা। রুহ আফজার বছরের চেয়ে ২০০ টাকা দাম বেড়েছে। আগে ছিল ৩৫০ টাকা এখন ৫৫০ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে কেজি প্রতি ৫০ থেকে ১০০ টাকা বেড়েছে ফলের দাম। পাঁচ টাকা বেড়ে আলুর কেজি ৩৫ টাকা। তবে দাম কমেছে সয়াবিন তেলের। ১৭৩ টাকার পরিবর্তে বিক্রি হচ্ছে ১৬২ টাকায়। এ ছাড়া খেজুরের দাম বেড়েছে দ্বিগুণ। মরিয়ম ১১৫০ টাকা, আজোয়া ১১৫০ টাকা, ডাল খেজুর ৬৫০ টাকা, নাগাল ৬৫০ টাকা, বরই খেজুর ৪৮০ টাকা, দাবাস ৫৮০ টাকা, ছালবি ৭০০ টাকায় বিক্রি হচ্ছে। যা গতবারের তুলনায় দ্বিগুণ।

মুদি দোকানের বিক্রেতা আল আমিন জানায়, পাইকারি বাজার থেকে তারা যে দামে কিনে আনেন সেই দামেই বিক্রি করতে হয় তাদের। পাইকার বেশি রাখলে তাদের কিছুই করার থাকে না। বাধ্য হয়ে বেশি দামে বিক্রি করতে হচ্ছে তাদের। রহিম নামে এক ফল বিক্রেতা জানান, গতবার যে খেজুর বিক্রি করেছে ৫০০ টাকায়, এবার সেই খেজুর বিক্রি হচ্ছে ১ হাজার টাকায়। ফলে চাহিদার তুলনায় তেমন ক্রেতাও নেই। এ ছাড়া সব ধরনের ফলের দাম বেড়েছে কেজিতে ৫০ থেকে ১০০ টাকা।

আর ভোক্তারা বলছেন, দুই দিন পর পর লোক দেখানো অভিযান কোনো কাজেই আসছে না। আনিস নামের এক ভোক্তা জানান, রমজানকে কেন্দ্র করে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দাম বাড়ায়। ব্যবসায়ীদের এমন মনোভাব কবে পরিবর্তন হবে জানা নেই।

সবুজ নামে আরেক ভোক্তা জানান, আমরা বাজারে দায়সারা অভিযান চাই না। মিডিয়া এনে জরিমানা করলো কিন্তু পরের দিন আবারও দাম বাড়তি সেই অভিযান করে কী লাভ। কঠোর অভিযানের দাবি জানাচ্ছি বাজারগুলোতে। বাজার নিয়ন্ত্রণে ভোক্তাদেরও সোচ্চার হওয়ার আহ্বান জানান ক্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা।

বরিশাল ক্যাবের সাধারণ সম্পাদক রণজিৎ দত্ত বলেন, ‘ব্যবসায়ীরা যেমন সিন্ডিকেট করে ভোক্তাদেরও এখন সিন্ডিকেট করার সময় হয়েছে। ভোক্তারা সিন্ডিকেট করে দাম বাড়ার ভয়ে কেউ যেন পণ্য মজুত না করে। তাহলে বাজার ক্রেতাদের নিয়ন্ত্রণে আসবে।’

বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক মনদীপ ঘরাই বলেন, ‘রমজানে বাজার মনিটরিংয়ের পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।’

এদিকে, রোজার আগে বাজারে পণ্যের দাম সহনীয় রাখতে গত ৮ ফেব্রুয়ারি চাল, চিনি, তেল ও খেজুরের শুল্ক-কর কমানোর ঘোষণা দেয় জাতীয় রাজস্ব বোর্ড। তবে, বরিশালের বাজারে পণ্যের দাম না কমায় ক্ষুব্ধ ক্রেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিপিএল : নিলামের আগেই দল পেলেন তামিম

শাহরুখপুত্রের প্রেমিকা লারিসার বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ 

বিয়ে হচ্ছে না? এই ৫ আমলই খুলে দেবে নতুন দুয়ার

টাইফুনের তাণ্ডব, দেশজুড়ে জরুরি অবস্থা জারি

গুম করার অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড

খুলনায় নবায়নযোগ্য শক্তিবিষয়ক বিতর্ক উৎসব শুক্রবার

জানাজায় ১০০ জন মুসল্লি হলে কি মৃত ব্যক্তির জন্য দোয়া কবুল হয়?

স্টার সিনেপ্লেক্সে ‘হুমায়ুন আহমেদ সপ্তাহ’

সেই ছাত্রদল নেতা বহিষ্কার

দুদকের মামলায় এস কে সুরের বিচার শুরু

১০

কর্মীদের রেখে আমি কোথাও যাব না : যুবদল নেতা

১১

র‍্যাবের সাবেক ডিজি হারুন পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

১২

জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১০ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

১৩

খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে ভোট চাচ্ছেন নেতাকর্মীরা

১৪

উইকেটরক্ষক হওয়ার পেছনের গল্প জানালেন খালেদ মাসুদ পাইলট

১৫

সাতক্ষীরায় গ্রিন ইনোভেশন ফেয়ার : তরুণদের পরিবেশবান্ধব উদ্যোগে টেকসই উন্নয়নের বার্তা

১৬

দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদকের পদ ফিরে পেলেন কচি

১৭

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মামলা

১৮

গভীর রাতে চায়ের আড্ডায় ধানের শীষের প্রচারণায় নজরুল ইসলাম আজাদ

১৯

ঢাকা ক্যাপিটালস দলে আসছে বড় পরিবর্তন!

২০
X