বরিশাল ব্যুরো
প্রকাশ : ১১ মার্চ ২০২৪, ০৯:২৩ পিএম
অনলাইন সংস্করণ

অস্থির বরিশালের নিত্যপণ্যের বাজার

বরিশাল শহরের স্থানীয় একটি বাজারের চিত্র। ছবি : কালবেলা
বরিশাল শহরের স্থানীয় একটি বাজারের চিত্র। ছবি : কালবেলা

রমজান ঘিরে বরিশালে বেড়েছে নিত্যপণ্যের দাম। সপ্তাহের ব্যবধানে ছোলা, ডাল ও আলুর দাম বেড়েছে ১০ থেকে ৫০ টাকা পর্যন্ত। গত বছরের তুলনায় এ বছর দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে খেজুর ও রুহ আফজা। ভোক্তারা বলছেন, দুই দিন পরপর লোক দেখানো অভিযান কোনো কাজেই আসছে না। শুরু হয়েছে পবিত্র মাহে রমজান। আর এই সময়ে ভোক্তার চাহিদাকে টার্গেট করে অস্থির বরিশালের নিত্যপণ্যের বাজার।

সোমবার (১১ মার্চ) বিকেলে বাজার ঘুরে দেখা গেছে, এক সপ্তাহের ব্যবধানে ৯৫ টাকার ছোলা ঠেকেছে ১১০ টাকায়। এক লাফে ৪০ টাকা বেড়েছে মুগ ডালে। বিক্রি হচ্ছে ১৭০ টাকায়। বাজারে খেসারি ডালের দাম বেড়েছে ৪০ টাকা, বিক্রি হচ্ছে ১১০ টাকায়। মুড়িতে কেজি প্রতি বেড়েছে ২০ টাকা। বিক্রি হচ্ছে ১২০ টাকায়। চিড়ার কেজি ৬০ টাকা ও চিনি ১৪০ টাকা। রুহ আফজার বছরের চেয়ে ২০০ টাকা দাম বেড়েছে। আগে ছিল ৩৫০ টাকা এখন ৫৫০ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে কেজি প্রতি ৫০ থেকে ১০০ টাকা বেড়েছে ফলের দাম। পাঁচ টাকা বেড়ে আলুর কেজি ৩৫ টাকা। তবে দাম কমেছে সয়াবিন তেলের। ১৭৩ টাকার পরিবর্তে বিক্রি হচ্ছে ১৬২ টাকায়। এ ছাড়া খেজুরের দাম বেড়েছে দ্বিগুণ। মরিয়ম ১১৫০ টাকা, আজোয়া ১১৫০ টাকা, ডাল খেজুর ৬৫০ টাকা, নাগাল ৬৫০ টাকা, বরই খেজুর ৪৮০ টাকা, দাবাস ৫৮০ টাকা, ছালবি ৭০০ টাকায় বিক্রি হচ্ছে। যা গতবারের তুলনায় দ্বিগুণ।

মুদি দোকানের বিক্রেতা আল আমিন জানায়, পাইকারি বাজার থেকে তারা যে দামে কিনে আনেন সেই দামেই বিক্রি করতে হয় তাদের। পাইকার বেশি রাখলে তাদের কিছুই করার থাকে না। বাধ্য হয়ে বেশি দামে বিক্রি করতে হচ্ছে তাদের। রহিম নামে এক ফল বিক্রেতা জানান, গতবার যে খেজুর বিক্রি করেছে ৫০০ টাকায়, এবার সেই খেজুর বিক্রি হচ্ছে ১ হাজার টাকায়। ফলে চাহিদার তুলনায় তেমন ক্রেতাও নেই। এ ছাড়া সব ধরনের ফলের দাম বেড়েছে কেজিতে ৫০ থেকে ১০০ টাকা।

আর ভোক্তারা বলছেন, দুই দিন পর পর লোক দেখানো অভিযান কোনো কাজেই আসছে না। আনিস নামের এক ভোক্তা জানান, রমজানকে কেন্দ্র করে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দাম বাড়ায়। ব্যবসায়ীদের এমন মনোভাব কবে পরিবর্তন হবে জানা নেই।

সবুজ নামে আরেক ভোক্তা জানান, আমরা বাজারে দায়সারা অভিযান চাই না। মিডিয়া এনে জরিমানা করলো কিন্তু পরের দিন আবারও দাম বাড়তি সেই অভিযান করে কী লাভ। কঠোর অভিযানের দাবি জানাচ্ছি বাজারগুলোতে। বাজার নিয়ন্ত্রণে ভোক্তাদেরও সোচ্চার হওয়ার আহ্বান জানান ক্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা।

বরিশাল ক্যাবের সাধারণ সম্পাদক রণজিৎ দত্ত বলেন, ‘ব্যবসায়ীরা যেমন সিন্ডিকেট করে ভোক্তাদেরও এখন সিন্ডিকেট করার সময় হয়েছে। ভোক্তারা সিন্ডিকেট করে দাম বাড়ার ভয়ে কেউ যেন পণ্য মজুত না করে। তাহলে বাজার ক্রেতাদের নিয়ন্ত্রণে আসবে।’

বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক মনদীপ ঘরাই বলেন, ‘রমজানে বাজার মনিটরিংয়ের পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।’

এদিকে, রোজার আগে বাজারে পণ্যের দাম সহনীয় রাখতে গত ৮ ফেব্রুয়ারি চাল, চিনি, তেল ও খেজুরের শুল্ক-কর কমানোর ঘোষণা দেয় জাতীয় রাজস্ব বোর্ড। তবে, বরিশালের বাজারে পণ্যের দাম না কমায় ক্ষুব্ধ ক্রেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মারা গেলেন বর্ষীয়ান অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়

প্রকাশ্যে ঘুষ নেওয়া ২ কর্মচারীকে শোকজ

স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কাতর্কির কারণ জানালেন ময়মনসিংহের ডাক্তার

সংঘর্ষের পর কম্বোডিয়ায় বিমান হামলা চালাল থাইল্যান্ড

২ জেলায় নিয়োগ দিচ্ছে টিআইবি

দেশের বাজারে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

বায়ুদূষণে ‘বিশ্বচ্যাম্পিয়ন’ ঢাকা

বিএনপিতে যোগ দিলেন আ.লীগের শতাধিক নেতাকর্মী

কিছু সহজ টিপসে ঘর থাকবে ঝকঝকে ও পোকামাকড়মুক্ত

হোয়াইট হাউসে ইসরায়েল-কাতারের গোপন বৈঠক

১০

রোহিঙ্গাদের সহায়তায় ১ কোটি ১২ লাখ ডলার দেবে যুক্তরাজ্য-কাতার

১১

ডলার ও অন্যান্য বৈদেশিক মুদ্রার আজকের বিনিময় হার

১২

বরিশাল মুক্ত দিবস আজ / ওয়াপদা কলোনির টর্চার সেল গণহত্যার নীরব সাক্ষী

১৩

শুষ্ক আবহাওয়ায় ঢাকায় তাপমাত্রা নেমে ১৮ ডিগ্রিতে

১৪

আজ রাজধানীর কোথায় কী?

১৫

আজ থেকে বাড়তি দামে বিক্রি হবে ভোজ্যতেল, লিটারে কত

১৬

শৈত্যপ্রবাহ বইছে তেঁতুলিয়ায়, তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে

১৭

গরম পানি নাকি ঠান্ডা পানি, কোনটা খাবেন

১৮

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতিতে আবেদন চলছে

১৯

৮ ডিসেম্বর : আজকের নামাজের সময়সূচি

২০
X