কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ মার্চ ২০২৫, ১০:১৪ পিএম
আপডেট : ২৯ মার্চ ২০২৫, ০১:০৯ এএম
অনলাইন সংস্করণ

ঢাকায় গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার, মামলা না নেওয়ার অভিযোগ

অভিযুক্ত সাগর কাজী। ছবি : ফেসবুক থেকে নেওয়া
অভিযুক্ত সাগর কাজী। ছবি : ফেসবুক থেকে নেওয়া

রাজধানীর আজিমপুরের একটি বাসা থেকে তাহিয়া তাসামিম (১৯) নামে এক গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে লালবাগের বিসি দাস স্ট্রিটের একটি ভবনের নবম তলায় এ ঘটনা ঘটে। পরে বৃহস্পতিবার সোয়া ১২টার দিকে ওই নারীকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবারের দাবি, ওই গৃহবধূর স্বামী তাকে হত্যা করেছে। এই ঘটনার পর থেকে স্বামী সাগর কাজী পলাতক রয়েছেন। ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো মামলা নেয়নি পুলিশ।

নিহতের বাবা মো. তাজুল ইসলাম জানান, এক বছর আগে তাহিয়া ও সাগরের বিয়ে হয়। পরে তাহিয়া জানতে পারেন, তার স্বামী আগেও বিয়ে করেছিলেন এবং পরবর্তীতে ওই স্ত্রীকে তালাক দিয়ে তাহিয়াকে বিয়ে করেছেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ হলে একপর্যায়ে তাহিয়া শ্বশুরবাড়ি ছেড়ে বাবার বাড়িতে চলে আসেন।

নিহতের বাবা অভিযোগ করে বলেন, গত মঙ্গলবার আমার মেয়ের স্বামীর পরিবারের সঙ্গে আলোচনায় বসেছিলাম। যদি সমাধান না হয়, তাহলে যেন ডিভোর্স দিয়ে দেয়। কিন্তু শেষ রক্ষা হলো না। আমার মেয়েকে হত্যা করা হলো। ঘটনার দিন তাহিরা বাসায় একা ছিল, তার মা কর্মস্থলে ছিল। আমি নামাজে যাওয়ার আগে মেয়েকে বলে গিয়েছিলাম, কেউ আসলে দরজা যেন না খোলে। কিন্তু তার স্বামী দারোয়ানকে ডেকে দরজা খুলে ভেতরে ঢোকে। পরে রাত সাড়ে ১০টার দিকে বাসায় ফিরে দেখি, খাটের পাশে মেয়ের রক্তাক্ত দেহ পড়ে আছে। মুখে ও শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল। আমি বুঝতে পারি, সাগর তাকে মেরে পালিয়েছে। পরে রাত সোয়া ১২টার দিকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান, আমার মেয়ে আর বেঁচে নেই।

নিহত তাহিয়ার পরিবারের অপর এক সদস্য অভিযোগ করে জানান, এ ঘটনায় মামলা করতে গেলেও পুলিশ মামলা না নিয়ে আমাদের ফিরিয়ে দিয়েছেন। একই সঙ্গে হত্যাকারীদের পক্ষ থেকে আমাদের হুমকি দেওয়া হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে লালবাগ থানার ওসি ক্যশৈনু বলেন, ঘটনার দিন সন্ধ্যায় নিহতের স্বামী বাসায় আসেন। ভেতর থেকে দরজা না খুললে, তিনি দারোয়ানকে নিয়ে দরজার সামনে যান। পরে নিহত মেয়েটি দরজা খুললে দারোয়ান স্বাভাবিকভাবে নিচে চলে যায়। প্রায় ১৫ মিনিট পর তার স্বামী বাসা থেকে বেরিয়ে যান। পরবর্তীতে রাত সাড়ে ১০টার দিকে নিহতের বাবা বাসায় এসে দেখেন, রুমের দরজা ভেতর থেকে আটকানো। দরজা খুলে তিনি দেখেন, মেয়েটি মেঝেতে পড়ে আছে, আর ফ্যানের সঙ্গে একটি ছেঁড়া ওড়না ঝুলছে।

ওসি আরও জানান, মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে ময়নাতদন্তের জন্য ওই নারীর মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অমিতাভ বচ্চনের শুভকামনা পেল শাকিবের ‘প্রিন্স’

পদ ফিরে পেলেন বিএনপির ৪০ নেতা

নভেম্বরের ৮ দিনে ৭৫ কোটি ডলার পাঠিয়েছেন প্রবাসীরা 

মিষ্টির দোকানে ভোক্তা অধিদপ্তরের হানা, অতঃপর...

জিপিএ-৫ প্রাপ্ত কৃতী সন্তানদের সম্মানিত করল আবুল খায়ের গ্রুপ

এক মাস টানা হলুদ খেলে শরীরে আসবে যেসব পরিবর্তন

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ

কিস্তির টাকা না পেয়ে গৃহবধূর আংটি ও বদনা নিয়ে গেলেন এনজিও কর্মীরা

যৌথবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ ২০ জন আটক

‘আত্মসমর্পণ নয়, শেষ পর্যন্ত লড়বে সুড়ঙ্গে আটকে থাকা যোদ্ধারা’

১০

সরকারি ছুটি কীভাবে নির্ধারণ হয়, সব ছুটি কি সবাই পায়?

১১

ইজিবাইকের মোটরে ওড়না পেঁচিয়ে তরুণীর মৃত্যু

১২

ইসলামী ব্যাংক থেকে সাড়ে ১০ হাজার কোটি টাকা আত্মসাৎ, ৬৭ জনের বিরুদ্ধে মামলা

১৩

চট্টগ্রামে শতবর্ষী কালী মন্দিরে গয়না-টাকা চুরি

১৪

খুলনায় সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

১৫

সেনাবাহিনীকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

১৬

জামায়াত নেতাসহ ১০ জনকে কুপিয়ে জখম

১৭

সিএমপির দুই থানার ওসি রদবদল

১৮

জ্যোতির বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে এবার মুখ খুললেন তার ভাই

১৯

নির্বাচন করার বিষয়ে সিদ্ধান্ত জানালেন উপদেষ্টা আসিফ

২০
X