চবি প্রতিনিধি
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৪, ০৬:০৯ এএম
আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ০৮:০২ এএম
অনলাইন সংস্করণ

বিতার্কিকরা দেশকে গণতান্ত্রিকভাবে গড়তে সাহায্য করে: চবি উপাচার্য

শিক্ষার্থীদের সঙ্গে চবি ভিসি। ছবি : কালবেলা
শিক্ষার্থীদের সঙ্গে চবি ভিসি। ছবি : কালবেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেছেন, বিতার্কিকরা দেশকে গণতান্ত্রিকভাবে গড়তে সাহায্য করে। বিতর্ক যোগ্য পার্লামেন্টারিয়ান তৈরিতে জোরালো ভূমিকা রাখে। শনিবার (২৬ অক্টোবর) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (সিইউডিএস) আয়োজিত ‘জাতীয় বিতর্ক উৎসব’ -২০২৪ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. মো. শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন।

চবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেন, বিতর্ক হচ্ছে সত্য অনুসন্ধানের প্রক্রিয়া। শহীদ মিনার থেকে জারুল তলা, এই ক্যাম্পাসের সর্বত্রই আমাদের শিক্ষার্থীরা বিতর্ক করবে।

চবি উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মো. শামীম উদ্দিন খান বলেন, বিতর্ক করতে হলে আমাদের অধিক পড়তে হয়, জানতে হয়। বর্তমান সময়ে সৌহার্দ্য ও যৌক্তিকভাবেই আমাদের সমস্যাগুলো সমাধান করতে হবে। বিতর্ক এই ক্ষেত্রে সাহায্য করতে পারে।

সিইউডিএস এর সভাপতি মারজুক-ই-ইলাহীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান ইমন। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবের সদস্য ঐন্দ্রিলা বড়ুয়া ও আহেলী আযমান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিইউডিএস এর মডারেটর ও চবি আইন অনুষদের প্রফেসর এবিএম আবু নোমান, চবি প্রক্টর প্রফেসর ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ, আবুল খায়ের গ্রুপের জেনারেল ম্যানেজার জনাব আ.ন.ম. ওয়াজেদ আলী, প্রেসিডেন্সি ইউনিভার্সিটির রেজিস্ট্রার জনাব মোঃ সাব্বির হোসেন।

দু'দিন ব্যাপী (২৫ ও ২৬ অক্টোবর) জাতীয় পর্যায়ের এ বিতর্ক প্রতিযোগিতায় দেশীয় বিতর্ক অঙ্গনের ৪৮ টি শিক্ষাপ্রতিষ্ঠানের বিতার্কিকরা অংশগ্রহণ করে। এর মধ্যে বিশ্ববিদ্যালয় পর্যায়ের ২৮টি দল এবং স্কুল ও কলেজ পর্যায়ের ২০ টি দলের বিতার্কিকরা অংশগ্রহণ করে।

এ বছর সিইউডিএস বিতর্ক প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়(জাবি) এবং রানার্সআপ হয় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্( বিইউপি)। কলেজ পর্যায়ে চ্যাম্পিয়ন হয় চট্টগ্রাম কলেজ এবং রানার্সআপ হয় পটিয়া গভর্নমেন্ট কলেজ। স্কুল পর্যায়ে চ্যাম্পিয়ন হয় গভর্নমেন্ট মুসলিম হাই স্কুল এবং রানার্সআপ হয় বাংলাদেশ নেভি স্কুল, চট্টগ্রাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শতাব্দীর সেরা নির্বাচন উপহার দিতে নিরপেক্ষতার আহ্বান খুলনা বিভাগীয় কমিশনারের

হাদির ওপর হামলা / এক ফেসবুক পেজ থেকেই শিবিরকে জড়িয়ে ৪টি ভুয়া ফটোকার্ড ভাইরাল 

বিএনপি মনোনীত প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

হাদির ওপর হামলাকারীর শেকড় উপড়ে ফেলা হবে : অ্যাটর্নি জেনারেল

প্রতিষ্ঠানে লাইন ম্যানেজাররা যেভাবে সাফল্যের অদৃশ্য শক্তিতে পরিণত হতে পারেন

রিজভীর বক্তব্যকে বোগাস বললেন ডিএমপি কমিশনার

এক্সের বিরুদ্ধে ‘গুরুতর অভিযোগ’ ইমরান খানের সাবেক স্ত্রীর

‘মেধাবী’ প্রকল্পকে  জবির ‘হল’ হিসেবে বিবেচনা না করার অনুরোধ আস-সুন্নাহর

হাদির চিকিৎসায় ১১ সিদ্ধান্ত ও পর্যবেক্ষণ জানাল বিশেষ মেডিকেল টিম

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

১০

হাসপাতালে ভিন্ন ভিন্ন স্লোগান নিয়ে প্রশ্ন, রাজনৈতিক উদ্দেশের অভিযোগ ইশরাকের

১১

উত্তর দিতে দিতে ক্লান্ত হয়ে গিয়েছিলাম : ফারিয়া

১২

জুলাই যোদ্ধা ও বিকেএসপি

১৩

আমরা জান্নাতের টিকিট দিতে পারব না কিন্তু উন্নয়ন দিতে পারব : দুলু

১৪

বুবলীর পর এবার অপুর নায়ক সজল

১৫

ওসমান হাদিকে গুলি  / ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি

১৬

টাঙ্গাইল কারাগারে শাড়ি-জামদানি উৎপাদন শুরু

১৭

জাতীয় সংসদ নির্বাচনের তপশিলের বহুমাত্রিক দৃষ্টিভঙ্গি

১৮

রাকসুর জিএসকে হত্যার হুমকি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতাদের

১৯

‘ব্রেন ডেথ’ কী, এটা থেকে কখনো সেরে ওঠা যায়?

২০
X