শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২
চবি প্রতিনিধি
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৪, ০৬:০৯ এএম
আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ০৮:০২ এএম
অনলাইন সংস্করণ

বিতার্কিকরা দেশকে গণতান্ত্রিকভাবে গড়তে সাহায্য করে: চবি উপাচার্য

শিক্ষার্থীদের সঙ্গে চবি ভিসি। ছবি : কালবেলা
শিক্ষার্থীদের সঙ্গে চবি ভিসি। ছবি : কালবেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেছেন, বিতার্কিকরা দেশকে গণতান্ত্রিকভাবে গড়তে সাহায্য করে। বিতর্ক যোগ্য পার্লামেন্টারিয়ান তৈরিতে জোরালো ভূমিকা রাখে। শনিবার (২৬ অক্টোবর) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (সিইউডিএস) আয়োজিত ‘জাতীয় বিতর্ক উৎসব’ -২০২৪ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. মো. শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন।

চবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেন, বিতর্ক হচ্ছে সত্য অনুসন্ধানের প্রক্রিয়া। শহীদ মিনার থেকে জারুল তলা, এই ক্যাম্পাসের সর্বত্রই আমাদের শিক্ষার্থীরা বিতর্ক করবে।

চবি উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মো. শামীম উদ্দিন খান বলেন, বিতর্ক করতে হলে আমাদের অধিক পড়তে হয়, জানতে হয়। বর্তমান সময়ে সৌহার্দ্য ও যৌক্তিকভাবেই আমাদের সমস্যাগুলো সমাধান করতে হবে। বিতর্ক এই ক্ষেত্রে সাহায্য করতে পারে।

সিইউডিএস এর সভাপতি মারজুক-ই-ইলাহীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান ইমন। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবের সদস্য ঐন্দ্রিলা বড়ুয়া ও আহেলী আযমান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিইউডিএস এর মডারেটর ও চবি আইন অনুষদের প্রফেসর এবিএম আবু নোমান, চবি প্রক্টর প্রফেসর ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ, আবুল খায়ের গ্রুপের জেনারেল ম্যানেজার জনাব আ.ন.ম. ওয়াজেদ আলী, প্রেসিডেন্সি ইউনিভার্সিটির রেজিস্ট্রার জনাব মোঃ সাব্বির হোসেন।

দু'দিন ব্যাপী (২৫ ও ২৬ অক্টোবর) জাতীয় পর্যায়ের এ বিতর্ক প্রতিযোগিতায় দেশীয় বিতর্ক অঙ্গনের ৪৮ টি শিক্ষাপ্রতিষ্ঠানের বিতার্কিকরা অংশগ্রহণ করে। এর মধ্যে বিশ্ববিদ্যালয় পর্যায়ের ২৮টি দল এবং স্কুল ও কলেজ পর্যায়ের ২০ টি দলের বিতার্কিকরা অংশগ্রহণ করে।

এ বছর সিইউডিএস বিতর্ক প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়(জাবি) এবং রানার্সআপ হয় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্( বিইউপি)। কলেজ পর্যায়ে চ্যাম্পিয়ন হয় চট্টগ্রাম কলেজ এবং রানার্সআপ হয় পটিয়া গভর্নমেন্ট কলেজ। স্কুল পর্যায়ে চ্যাম্পিয়ন হয় গভর্নমেন্ট মুসলিম হাই স্কুল এবং রানার্সআপ হয় বাংলাদেশ নেভি স্কুল, চট্টগ্রাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত চেয়ে আইনি নোটিশ

রিটার্নিং কর্মকর্তার কাছে বিএনপি নেতার আবেদন

এশিয়ার সর্বপ্রথম মেডিকেল অ্যানাটমি লার্নিং অ্যাপ ভার্চুকেয়ারের উদ্বোধন করলেন সাকিফ শামীম

ছাত্রদল ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির আঁতুড়ঘর : মান্নান

মনোনয়নপত্র নিয়ে যে বার্তা দিলেন বিএনপি প্রার্থী মঞ্জুরুল

গাইবান্ধায় ১৪৪ ধারা জারি

খালেদা জিয়া কখনো জোর করে ক্ষমতায় থাকেননি : খায়রুল কবির

জামায়াতের প্রার্থীকে শোকজ

সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে : সেলিমুজ্জামান

নির্বাচন সুষ্ঠু হবে কি না, সন্দেহ রয়ে গেছে : মঞ্জু

১০

ঢাবির ৪ শিক্ষককে স্থায়ী বহিষ্কারের জন্য চার্জ গঠন

১১

নবম পে-স্কেলে সর্বোচ্চ বেতন নিয়ে যা জানাল কমিশন

১২

ইউজিসি কর্মচারী ইউনিয়নের নতুন কমিটির অভিষেক

১৩

গ্যাস যেন সোনার হরিণ, এলপিজি সংকটে নাভিশ্বাস

১৪

খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের বহ্নিশিখা : কবীর ভূঁইয়া

১৫

মুসাব্বির হত্যা নিয়ে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া

১৬

ছাত্রলীগ পুনর্বাসিত হচ্ছে শিবিরের দ্বারা : ডা. আউয়াল

১৭

আইসিসিকে পাঠানোর বিসিবির নতুন চিঠিতে যা আছে

১৮

জবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার

১৯

মুদ্রা ছাপাতে প্রতি বছর ব্যয় ২০ হাজার কোটি টাকা : গভর্নর

২০
X