রংপুর প্রতিনিধি
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:১০ পিএম
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩১ পিএম
অনলাইন সংস্করণ

আবু সাঈদের মৃত্যুর দিন বন্ধ থাকবে বেরোবি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)। ছবি : সংগৃহীত
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)। ছবি : সংগৃহীত

শহীদ আবু সাঈদের মৃত্যুর দিন ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)। এ ছাড়াও যথাযথ মর্যাদায় দিনটি পালন করা হবে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ১১০তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এছাড়াও জুলাই বিপ্লবে আহত শিক্ষার্থীদের হল ভাড়া ও উন্নয়ন ফি মওকুফসহ সিন্ডিকেট সভায় একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের দুটি আবাসিক হলের নাম পালটানো হয়েছে।

এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পরিবর্তে ‘বিজয় ২৪’ এবং শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম ‘শহীদ ফেলানি হল’ করা হয়েছে। এর আগে গত বুধবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হল দুটির নামফলক ভেঙে ফেলে নতুন নাম ঘোষণা করেছিলেন।

সিন্ডিকেট সভা শেষে আবাসিক হলের নাম পরিবর্তনের বিষয়টি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. শওকাত আলী। তিনি বলেন, শেখ হাসিনা ও তার পরিবারের নামে বিভিন্ন হল ও স্থাপনার ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় থেকে যে নির্দেশনা এসেছিল আমরা তার উত্তর দিয়েছি। বিশ্ববিদ্যালয়ে শেখ হাসিনা তার পরিবারের নামে দুটি হল ও একটি গবেষণা ইনস্টিটিউট রয়েছে। এর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘বিজয় ২৪’ ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম ‘শহীদ ফেলানি হল’ নামকরণের সিদ্ধান্ত সিন্ডিকেট অনুমোদন দিয়েছে। আজ থেকে এ নামে পরিচালিত হবে। এছাড়া ড. ওয়াজেদ মিয়া রিসার্চ ইনস্টিটিউট এর নাম পরিবর্তনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

ড. শওকাত আলী জানান, শহীদ আবু সাঈদের স্মরণে ১৬ জুলাই ক্লাস পরীক্ষা বন্ধ রাখা হবে। তবে প্রশাসনিক কার্যক্রম চলবে। এ ছাড়াও যথাযথ মর্যাদায় দিনটি পালন করা হবে। এ দিনটি পালন করতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে সব প্রতিষ্ঠানকে অনুরোধ জানান তিনি।

উপাচার্য বলেন, জুলাই বিপ্লবে আহত শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ করার জন্য শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসি থেকে যে নির্দেশনা এসেছে তা ইতোমধ্যে বাস্তবায়ন করা হয়েছে। তবে আহত শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে তাদের হল ভাড়া ও বিভাগের উন্নয়ন ফি মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হারুন-অর-রশিদ, ছাত্র উপদেষ্টা ইলিয়াস প্রামানিক, সিন্ডিকেট সদস্য তাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইফাদ গ্রুপের গৌরবময় ৪০ বছর উদ্‌যাপন, সমৃদ্ধির পথে একসাথে

রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১২ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

জুতা পরে জানাজার নামাজ পড়া কি জায়েজ?

প্রতিদিনের সাধারণ যে অভ্যাসেই কমে যাচ্ছে আপনার মোবাইলের আয়ু

যে গ্রামে বসবাস করলেই মিলবে ২৭ লাখ টাকা!

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে তুমুল সংঘর্ষ

‘শাপলা চত্বর হত্যাকাণ্ডের শহীদ পরিবারকে সহযোগিতা করবে সরকার’

অসুস্থ বিএনপি নেতা ডা. রফিকের খোঁজ নিতে বাসায় জোনায়েদ সাকি

আফগানদের কাছে নাস্তানাবুদ হয়ে বাংলাদেশের সিরিজ হার

১০

যুক্তরাষ্ট্রে ফুটবল ম্যাচ শেষে এলোপাতাড়ি গুলি, নিহত ৪

১১

চট্টগ্রামে কনসার্টে গোলাগুলি, গুলিবিদ্ধ ১

১২

চিহ্নিত ব্যক্তির দায় প্রতিষ্ঠানের ওপর দেওয়া উচিত নয় : বিএনপি

১৩

জবি তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে ইমন-সোহান

১৪

এনসিপির ‘পলিসি ও রিসার্চ উইং’ গঠন, দায়িত্ব পেলেন যারা

১৫

নড়াইলে সাংবাদিকদের মিলনমেলা

১৬

‘তিন মাসের মধ্যে ৬ লেনের কাজ দৃশ্যমান হবে’

১৭

শাবিপ্রবির ২৫ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ বাতিলের সিদ্ধান্ত

১৮

ওমরজাইয়ের বোলিং তোপে বিপদে বাংলাদেশ

১৯

প্রবীণদের পাশে আমাদের দাঁড়াতে হবে : টুকু

২০
X