কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৩৬ পিএম
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০৪ পিএম
অনলাইন সংস্করণ

বার কাউন্সিলের মৌখিক পরীক্ষা ২৬ ফেব্রুয়ারি

বাংলাদেশ বার কাউন্সিল। ছবি : সংগৃহীত
বাংলাদেশ বার কাউন্সিল। ছবি : সংগৃহীত

আইনজীবী তালিকাভুক্তকরণ (এনরোলমেন্ট) লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের জন্য আগামী ২৬ ফেব্রুয়ারি মৌখিক (ভাইবা) পরীক্ষা গ্রহণের তারিখ ঠিক করেছেন বাংলাদেশ বার কাউন্সিল। বার কাউন্সিলের ভারপ্রাপ্ত সচিব আফজাল উর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৩ সালে অনুষ্ঠিত অ্যানরোলমেন্ট লিখিত পরীক্ষায় গত ১৫ ফেব্রুয়ারি প্রকাশিত ফলে ২৫৩৯ জন উত্তীর্ণ প্রার্থীর মৌখিক পরীক্ষা আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। তাদের জন্য এ বিজ্ঞপ্তি কার্যকর হবে বলে জানানো হয়েছে।

জানা যায়, ২৬ ফেব্রুয়ারি রেগুলার প্রার্থীদের এনরোলমেন্ট মৌখিক পরীক্ষা শুরু হবে। অংশগ্রহণকারীদের অনেকেই জানতে চেয়েছেন শবে বরাতের ছুটিতেই ভাইবার তারিখ নির্ধারণ করে ওদের একটু অপ্রস্তুতির মধ্যে ফেলেছেন। কেননা সারারাত এবাদত বন্দেগীর পর পরপরই তাদের বার কাউন্সিল নির্ধারিত ভাইবা পরীক্ষার সম্মুখীন হতে হবে। যা তাদের জন্য স্বস্তিদায়ক নয়। সংশ্লিষ্ট সকল মহলের মন্তব্য হলো যে ভাইবার তারিখ কমপক্ষে এক দিন পরে দেওয়া যেতে পারত। তাহলে অংশগ্রহণকারী সকলেই স্বস্তি অনুভব করত।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণের পর আইনজীবী তালিকাভুক্তির চূড়ান্ত ফল ঘোষণা করা হয়। আর ভাইবা পরীক্ষায় উত্তীর্ণ সংশ্লিষ্ট জেলা আদালতে আইনজীবী হিসেবে মামলা পরিচালনা করার সুযোগ পান।

এ বিষয়ে বার কাউন্সিল এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট মো. মোখলেসুর রহমান বাদল কালবেলাকে বলেন, ভাইবার তারিখ নির্ধারণের ক্ষেত্রে তাদের কোনো ভূমিকা নেই। আপিল বিভাগের বিচারপতিরাই এনরোলমেন্ট কমিটির মাধ্যমে পরীক্ষার তারিখ নির্ধারণ করেন। যদিও তারা বার কাউন্সিলের নির্বাচিত প্রতিনিধি তবুও তাদের সঙ্গে এ বিষয়ে কোনো আলোচনা করা হয় না যা তাদের জন্য বিব্রত কর।

বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান বলেন, এন্ডরোলমেন্ট কমিটির নির্ধারিত তারিখেই ভাইবা পরীক্ষা অনুষ্ঠিত হবে। তা অপরিবর্তিত থাকবে।

এ বিষয়ে বার কাউন্সিলের চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, যারা এই তারিখে ভাইবা পরীক্ষা দিতে আসতে পারবে না প্রয়োজনে তাদের পরে পরীক্ষা নেওয়া হবে তারা দরখাস্ত দিলে। পরীক্ষা দ্রুত শেষ করার জন্য আমরা চেষ্টা করছি তিন মাসের মধ্যে পরীক্ষা শেষ করতে চেয়েছি ইতিমধ্যে ৯ তারিখে কোট বন্ধ হয়ে যাবে। তাই আমরা ৫ তারিখের মধ্যেই ভাইবা শেষ করতে চাই নতুবা মে মাসের আগে আর পরীক্ষা নেওয়া যাবে না। সবদিক বিবেচনা করেই দ্রুত পরীক্ষা শেষ করার সিদ্ধান্ত নিয়েছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়া সংগ্রাম, সাহস ও গণতন্ত্রের প্রতীক : কবীর ভূইয়া

দেশের মাটিতেই ক্যারিয়ারের ইতি টানতে চান সাকিব

মধ্যরাতে শিক্ষা ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান

অনার্স-মাস্টার্স শিক্ষকদের অন্তর্ভুক্তসহ আরও যা আছে নতুন এমপিও নীতিমালায়

ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন সম্পন্ন করতে হবে : বুলবুল

সময়মতো স্বাস্থ্যসেবা পাওয়া আমাদের মৌলিক অধিকার : মাসুদুজ্জামান

‎জকসু নির্বাচন / প্রার্থীদের ডোপটেস্ট আগামী ৯ ও ১০ ডিসেম্বর

ডিসেম্বরের ৬ দিনে রেমিট্যান্স এলো ৬৩ কোটি ২০ লাখ ডলার 

সালমান এফ রহমানসহ ৬ জনের ‎বিরুদ্ধে পৃথক তিন মামলা

ডা. আসিবুলের বেতন বন্ধের নির্দেশ কেন দেওয়া হবে না : আদালত

১০

আইজিপির অপসারণ ও বিচার চাইলেন পিন্টুর স্ত্রী

১১

নিবন্ধনহীন নারী রাষ্ট্রের চোখে অদৃশ্য : নারীর অধিকার সুরক্ষায় শতভাগ নিবন্ধন জরুরি

১২

চট্টগ্রামে নিহত স্বেচ্ছাসেবক দল নেতার বাড়িতে ব্যারিস্টার মীর হেলাল

১৩

কালবেলার অনুসন্ধানে ধরা হানিট্র্যাপ চক্র, আটক ২

১৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ নেতাকে শোকজ

১৫

দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার : টিআইবি

১৬

‘দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং দুর্যোগ মোকাবিলায় সর্বদা প্রস্তুত থাকতে হবে’

১৭

আরএমপির ১২ থানায় ওসি পদে রদবদল

১৮

রাবির দ্বাদশ সমাবর্তন নিয়ে অসন্তোষ

১৯

খালেদা জিয়ার সুস্থতার জন্য আইইবিতে দোয়া মাহফিল

২০
X