কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪৫ পিএম
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৩, ০১:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

কাফনের কাপড় পরে আমরণ অনশনের হুঁশিয়ারি ম্যাটস শিক্ষার্থীদের

কাফনের কাপড় পরে আমরণ অনশনের হুঁশিয়ারি দিয়েছেন ম্যাটস শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
কাফনের কাপড় পরে আমরণ অনশনের হুঁশিয়ারি দিয়েছেন ম্যাটস শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ও চার দফা দাবি জানিয়েছে সাধারণ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থী ঐক্য পরিষদ। রোববার (১০ সপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সংগঠনটি এ দাবি জানায়। দাবি পূরণ না হলে আগামী ২৫ সেপ্টেম্বর কাফনের কাপড় পরে জাতীয় প্রেসক্লাবের সামনে আমরণ অনশনের হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটি। এ ছাড়া আসন্ন চূড়ান্ত পরীক্ষা বর্জন করার সিদ্ধান্ত নিয়েছে তারা।

সংবাদ সম্মেলনে সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের সিনিয়র সমন্বয়ক মাহবুব তালুকদার অপ্প, মুজাহিদুল ইসলাম, হাসিবুল ইসলাম, শরীফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সংগঠনটির সমন্বয়ক মাহবুব তালুকদার অপ্প বলেন, উচ্চ শিক্ষার সুযোগসহ সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের চার দফা দাবি জানিয়ে আসছে। তার মধ্যে অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন, মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে বোর্ড গঠন এবং শূন্য পদে নিয়োগ ও কর্মসংস্থানের দাবি রয়েছে। আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে এসব দাবি না পূরণ হলে জেলা পর্যায়ে বিক্ষোভ মিছিল, সমাবেশসহ আগামী ২৫ সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে আমরণ অনশন করা হবে।

তিনি আরও বলেন, সকল ডিপ্লোমা ডিগ্রিধারীদের উচ্চশিক্ষার সুযোগ থাকলেও আমরা এই মৌলিক অধিকার থেকেও বঞ্চিত। উচ্চশিক্ষার জন্য আজ আমাদের ক্লাস ও পরিক্ষা বর্জন করে রাজপথে আন্দোলনের মাধ্যমে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে হচ্ছে। আমাদের যৌক্তিক দাবি পূরণ প্রধানমন্ত্রীর সরাসরি দৃষ্টি আকর্ষণ করছি এবং সাক্ষাৎ চাই।

লিখিত বক্তব্যে সমন্বয়ক মাহবুব বলেন, বর্তমানে এদেশে ১৬ টি সরকারি ম্যাটস ও প্রায় ২০০টি বেসরকারি ম্যাটস ডিপ্লোমা মেডিকেল 'ডিএমএফ' কোর্স টি পরিচালনা করে আসছে। এখানে ডিপ্লোমা মেডিকেল শিক্ষার্থীর সংখ্যা প্রায় অর্ধলাখ। ১২ হাজার ডিপ্লোমা চিকিৎসক তথা ‘উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার’ পদে কর্মরত আছেন। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং কোর্স (ম্যাটস) এর নতুন কারিকুলাম প্রদান করা হয়। এ কারিকুলামের মাধ্যমে আমাদের ইন্টার্নশিপসহ চিকিৎসা শিক্ষার অতীব গুরুত্বপূর্ণ বিষয়সমূহ থেকে বঞ্চিত করা হয়েছে। কোর্স সময়সীমা/শিক্ষাবর্ষ চার বছর করা হলেও বহিঃবিশ্বের ডিপ্লোমা কারিকুলামের মানদণ্ড অনুযায়ী করা হয়নি।

সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা বলেন, অসংগতিপূর্ণ কোর্স কারিকুলামের প্রতিবাদ ও সংশোধনের দাবিতে দেশব্যাপী ক্লাস বর্জন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সম্মুখে অবস্থান কর্মসূচি পালন করি এতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসে কর্মসূচি শিথিল করা হয়। এখনো কোনো দৃশ্যমান অগ্রগতি আমরা লক্ষ্য করিনি। বরং 'বাংলাদেশ অ্যালাইড হেলথ শিক্ষাবোর্ড আইন-২০২৩' এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা যা আমাদের শিক্ষা কার্যক্রমের সঙ্গে সাংঘর্ষিক। গত ১৬ আগস্ট সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদ ব্যানারে সারাদেশে একযোগে চার দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন ও ছাত্র ধর্মঘট কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন এবং পরবর্তীতে সকল সরকারি ম্যাটসের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে আন্দোলন করছি। চার দফা দাবি বাস্তবায়নে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ না করলে আমাদের আন্দোলন আরও বেগবান করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরীক্ষায় নকল সরবরাহ করতে যান ছাত্রদল নেতা, অতঃপর...

ছাত্রীদের হলে পুরুষ স্টাফ দিয়ে তল্লাশি

দাম কমলো ইন্টারনেটের

ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা

পিআর পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা কতটা উপযোগী, ভাবার অনুরোধ তারেক রহমানের

বৈষম্যবিরোধী নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ

শাহজালালে বোয়িং বিমানে লাগেজ ট্রলির আঘাত

আখতারকে রংপুর-৪ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা

মধ্যরাতে বরখাস্ত চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার

১০

‘একসঙ্গে সমুদ্রে নেমে তো গোসল করতে পারব না’

১১

জুলাই যোদ্ধার তালিকায় এক ব্যক্তির নাম ২ জায়গায়

১২

বিএনপির অনুষ্ঠানে অপ্রীতিকর ঘটনায় মির্জা ফখরুলের প্রতিবাদ

১৩

রাজধানীতে শ্রমজীবী মানুষের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ

১৪

জামায়াত-গণঅধিকার পরিষদের মতবিনিময় / নির্বাচনী জোট গঠনে একমত

১৫

উপবৃত্তির টাকা আত্মসাৎ, মাদ্রাসার সুপার কারাগারে

১৬

তারেক রহমান নেতৃত্ব না দিলে জুলাই আন্দোলন সফল হতো না : মুরাদ

১৭

চট্টগ্রাম নগরীতে ইউপিডিএফ সদস্য গ্রেপ্তার

১৮

‘প্রেমে ব্যর্থ হলে বাথরুম পরিষ্কার করি’

১৯

মেয়ের জন্য চিপস আনতে গিয়ে প্রাণ হারান মোবারক

২০
X