কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪৫ পিএম
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৩, ০১:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

কাফনের কাপড় পরে আমরণ অনশনের হুঁশিয়ারি ম্যাটস শিক্ষার্থীদের

কাফনের কাপড় পরে আমরণ অনশনের হুঁশিয়ারি দিয়েছেন ম্যাটস শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
কাফনের কাপড় পরে আমরণ অনশনের হুঁশিয়ারি দিয়েছেন ম্যাটস শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ও চার দফা দাবি জানিয়েছে সাধারণ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থী ঐক্য পরিষদ। রোববার (১০ সপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সংগঠনটি এ দাবি জানায়। দাবি পূরণ না হলে আগামী ২৫ সেপ্টেম্বর কাফনের কাপড় পরে জাতীয় প্রেসক্লাবের সামনে আমরণ অনশনের হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটি। এ ছাড়া আসন্ন চূড়ান্ত পরীক্ষা বর্জন করার সিদ্ধান্ত নিয়েছে তারা।

সংবাদ সম্মেলনে সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের সিনিয়র সমন্বয়ক মাহবুব তালুকদার অপ্প, মুজাহিদুল ইসলাম, হাসিবুল ইসলাম, শরীফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সংগঠনটির সমন্বয়ক মাহবুব তালুকদার অপ্প বলেন, উচ্চ শিক্ষার সুযোগসহ সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের চার দফা দাবি জানিয়ে আসছে। তার মধ্যে অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন, মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে বোর্ড গঠন এবং শূন্য পদে নিয়োগ ও কর্মসংস্থানের দাবি রয়েছে। আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে এসব দাবি না পূরণ হলে জেলা পর্যায়ে বিক্ষোভ মিছিল, সমাবেশসহ আগামী ২৫ সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে আমরণ অনশন করা হবে।

তিনি আরও বলেন, সকল ডিপ্লোমা ডিগ্রিধারীদের উচ্চশিক্ষার সুযোগ থাকলেও আমরা এই মৌলিক অধিকার থেকেও বঞ্চিত। উচ্চশিক্ষার জন্য আজ আমাদের ক্লাস ও পরিক্ষা বর্জন করে রাজপথে আন্দোলনের মাধ্যমে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে হচ্ছে। আমাদের যৌক্তিক দাবি পূরণ প্রধানমন্ত্রীর সরাসরি দৃষ্টি আকর্ষণ করছি এবং সাক্ষাৎ চাই।

লিখিত বক্তব্যে সমন্বয়ক মাহবুব বলেন, বর্তমানে এদেশে ১৬ টি সরকারি ম্যাটস ও প্রায় ২০০টি বেসরকারি ম্যাটস ডিপ্লোমা মেডিকেল 'ডিএমএফ' কোর্স টি পরিচালনা করে আসছে। এখানে ডিপ্লোমা মেডিকেল শিক্ষার্থীর সংখ্যা প্রায় অর্ধলাখ। ১২ হাজার ডিপ্লোমা চিকিৎসক তথা ‘উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার’ পদে কর্মরত আছেন। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং কোর্স (ম্যাটস) এর নতুন কারিকুলাম প্রদান করা হয়। এ কারিকুলামের মাধ্যমে আমাদের ইন্টার্নশিপসহ চিকিৎসা শিক্ষার অতীব গুরুত্বপূর্ণ বিষয়সমূহ থেকে বঞ্চিত করা হয়েছে। কোর্স সময়সীমা/শিক্ষাবর্ষ চার বছর করা হলেও বহিঃবিশ্বের ডিপ্লোমা কারিকুলামের মানদণ্ড অনুযায়ী করা হয়নি।

সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা বলেন, অসংগতিপূর্ণ কোর্স কারিকুলামের প্রতিবাদ ও সংশোধনের দাবিতে দেশব্যাপী ক্লাস বর্জন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সম্মুখে অবস্থান কর্মসূচি পালন করি এতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসে কর্মসূচি শিথিল করা হয়। এখনো কোনো দৃশ্যমান অগ্রগতি আমরা লক্ষ্য করিনি। বরং 'বাংলাদেশ অ্যালাইড হেলথ শিক্ষাবোর্ড আইন-২০২৩' এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা যা আমাদের শিক্ষা কার্যক্রমের সঙ্গে সাংঘর্ষিক। গত ১৬ আগস্ট সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদ ব্যানারে সারাদেশে একযোগে চার দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন ও ছাত্র ধর্মঘট কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন এবং পরবর্তীতে সকল সরকারি ম্যাটসের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে আন্দোলন করছি। চার দফা দাবি বাস্তবায়নে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ না করলে আমাদের আন্দোলন আরও বেগবান করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ নভেম্বর উপলক্ষে আইএসপিআরের বার্তা

২৩ মাস পর বিএনপি নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

তালাকের পর দুধ দিয়ে গোসল করলেন জুয়েল

কান্নার শব্দ শুনে পরিত্যক্ত শৌচাগারে মিলল নবজাতক

মজলুমের দোয়া আজ কবুল হলো : শামারুহ মির্জা

শেখ হাসিনার রায় নিয়ে অন্তর্বর্তী সরকারের বিবৃতি

পাশের দেশ অশান্তির উসকানি দিচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্ট্যাটাস

সেনাবাহিনীর ‘মিডনাইট অপারেশন’ : অস্ত্র-গুলিসহ আটক ১

বাংলাদেশের বিপক্ষে ম্যাচ নিয়ে যা বললেন ভারত কোচ

১০

হোয়াটসঅ্যাপ আনছে নতুন ফিচার

১১

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে স্বাগত জানিয়ে ঢাবিতে ডাকসুর আনন্দ মিছিল

১২

শেখ হাসিনার ফাঁসির রায়ে যা বললেন সামান্তা শারমিন

১৩

চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ দুই আসামি গ্রেপ্তার

১৪

শেখ হাসিনার ফাঁসির রায়ে যা বললেন আখতার 

১৫

রায় শুনে যা বললেন মুগ্ধর বাবা

১৬

মানিকগঞ্জে ইসলামী ব্যাংকে ভয়াবহ আগুন

১৭

শেখ হাসিনার ফাঁসির রায়, যে প্রতিক্রিয়া জানালেন অ্যাটর্নি জেনারেল

১৮

ভারতীয় সেনাপ্রধানের কড়া হুঁশিয়ারি ‘যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত’

১৯

হাসিনার ফাঁসির রায় নির্বাচনের আগে কার্যকরের দাবি সারজিসের

২০
X