স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৪, ০৪:৪০ পিএম
আপডেট : ০৪ অক্টোবর ২০২৪, ০৪:৪২ পিএম
অনলাইন সংস্করণ

বিক্ষোভ নিষিদ্ধ গোয়ালিয়রে, ক্রিকেটারদের হোটেল ত্যাগে মানা

গোয়ালিয়রের শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়াম। ছবি :সংগৃহীত
গোয়ালিয়রের শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়াম। ছবি :সংগৃহীত

শেষ দুই ম্যাচের টেস্ট সিরিজ। এবার অপেক্ষা টি-টোয়েন্টির ধুমধাড়াক্কা লড়াইয়ের। আগামী রোববার (৬ অক্টোবর) ৩ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। গোয়ালিয়রের শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

ম্যাচটি নির্বিঘ্নে আয়োজনের জন্য কঠোর অবস্থান নিয়েছে স্থানীয় প্রশাসন। ভারত-বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি নিয়ে সব ধরনের বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক প্রচারণায় নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় প্রশাসন।

গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, হিন্দু মহাসভার বিক্ষোভের জেরে এমন নির্দেশনা দিয়েছে স্থানীয় প্রশাসন। পুলিশ সুপারিনটেন্ডেন্টের পরামর্শে ম্যাচের পরদিন ৭ অক্টোবর পর্যন্ত গোয়ালিয়রে বিক্ষোভসহ সব ধরনের উসকানিমূলক কার্যক্রমে নিষেধাজ্ঞা দিয়েছেন জেলা ম্যাজিস্ট্রেট ও কালেক্টর রুচিকা চৌহান।

ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (বিএনএসএস) আইনের ১৬৩ ধারা অনুযায়ী এ নির্দেশনা দেওয়া হয়। ভারতের বার্তা সংস্থা পিটিআই বলছে, গোয়ালিয়রে ভারত-বাংলাদেশের ম্যাচ নিয়ে হিন্দু মহাসভাসহ কয়েকটি সংগঠনের বিক্ষোভের জেরে এ নির্দেশ দেওয়া হয়।

গত আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশে হিন্দুদের ওপর হামলা-নির্যাতনের অভিযোগে গোয়ালিয়রের ম্যাচটি বাতিলের দাবি তোলে সংগঠনগুলো। প্রথমবারের মতো আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে যাচ্ছে ৩০ হাজার দর্শক ধারণক্ষমতার শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়াম।

তবে ম্যাচটি ঘিরে ‘গোয়ালিয়র বন্ধ’-এর ডাক দেয় হিন্দু মহাসভাসহ অন্যান্য সংগঠন। ম্যাচটি বাতিলের দাবি তোলে সংগঠনগুলো। এর পরিপ্রেক্ষিতে মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমপিসিএ) ও স্থানীয় প্রশাসন নিরাপত্তায় বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে।

একই সঙ্গে কঠোর নিরাপত্তার পাশাপাশি দুই দলের ক্রিকেটারদের হোটেল থেকে বের হতে নিষেধ করা হয়েছে।

এ ছাড়া আন্তর্জাতিক ম্যাচ আয়োজনে বাধা তৈরি করে এমন পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়ায় নিষেধ করা হচ্ছে। ধর্মীয় উত্তেজনা উসকে দেয়, এমন অডিও-ভিডিও, ছবিসহ কোনো ব্যানার, পোস্টার, কাটআউট, পতাকা এবং উত্তেজক বার্তা বহনকারী কিছু প্রচার করা যাবে না বলেও প্রচার করা হচ্ছে।

পাঁচজনের বেশি একত্র হওয়া, আতশবাজি বহন করা, ছুরি বা বর্শার মতো ধারালো অস্ত্রপাতি বহনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। যে কোনো স্থাপনার ২০০ মিটার ব্যাসার্ধের মধ্যে কেরোসিন, পেট্রল ও অ্যাসিড বহনও নিষিদ্ধ করেছে স্থানীয় প্রশাসন।

এদিকে বাংলাদেশ-ভারত ম্যাচ ঘিরে গোয়ালিয়রে নিরাপত্তা ও পরিবহন ব্যবস্থাপনায় প্রায় ১৬০০ পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানায় স্থানীয় পুলিশ প্রশাসন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘প্রমাণ ছাড়া যেকোনো ঘটনায় তারেক রহমানকে জড়ানো ফ্যাসিবাদী সংস্কৃতির প্রতিফলন’

মূল জনগোষ্ঠীর মধ্যে নীরবে ছড়িয়ে পড়ছে এইচআইভি

উত্তরায় সরকারি হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি তারেক রহমানের

ইসলামনগরে আগুন, জাবির দুই শিক্ষার্থীসহ দগ্ধ ৪

নাসীরুদ্দীনের অভিযোগের প্রতিক্রিয়া জানালেন মির্জা আব্বাস

মুস্তাফিজ ইস্যুতে ভারতের সিদ্ধান্তকে ‘শক্তির অপব্যবহার’ বলে আখ্যা ভারতীয় সাংবাদিকের

পৌনে ২ লাখ লোকের ইতিবাচক পরিবর্তন আনল ব্র্যাক ব্যাংক 

ডিমের আঁশটে গন্ধ দূর করার সহজ উপায়

কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারে উদ্বিগ্ন নির্বাচন কমিশন

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক কমানো নিয়ে বড় সুখবর দিলেন লুৎফে সিদ্দিকী

১০

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগে পরিবর্তন এনে পরিপত্র জারি

১১

সংশোধিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ ২০২৫ দ্রুত পাসের দাবি আহছানিয়া মিশনের

১২

ক্ষমতায় গেলে কেরু অ্যান্ড কোং-সহ সব কারখানা সচল করা হবে : জামায়াত আমির

১৩

যুব সমাজ ও নতুনরা ভোটের চিত্র বদলে দেবে : তুলি

১৪

নির্বাচনের ফলাফল না নিয়ে আমরা কেউ বাড়ি ফিরব না : আবু আশফাক

১৫

ধানের শীষের প্রচারণায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কমিটি গঠন

১৬

টেকনাফে পাহাড় থেকে ৬ কৃষককে অপহরণ

১৭

তারেক রহমানের গাড়ি থামিয়ে কী বললেন তরুণী

১৮

হাবিবুল্লাহ বাহার কলেজে কেউ আমন্ত্রিত ছিলেন না, দাবি কলেজ কর্তৃপক্ষের

১৯

বিজয় থালাপতি এখন বিপাকে

২০
X