টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের জায়গা চূড়ান্ত করেছে জিম্বাবুয়ে ও নামিবিয়া। তানজানিয়াকে ৬৩ রানে হারিয়ে টানা চতুর্থবারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে নামিবিয়া। অন্যদিকে কেনিয়াকে ৭ উইকেটে হারিয়ে ২০২২ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপে ফিরছে জিম্বাবুয়ে। এই দুই দলসহ ২০ দলের বিশ্বকাপের ১৭ দল এখন পর্যন্ত চূড়ান্ত হয়েছে।
২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারত ও শ্রীলঙ্কায়। আগামী ৭ ফেব্রুয়ারি পর্দা উঠবে বৈশ্বিক এই আসরের এবং ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে ৮ মার্চ। এবারের আসরে থাকছে রেকর্ড ২০টি দল।
২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়া শীর্ষ সাত দল সরাসরি ২০২৬ আসরে খেলার সুযোগ পায়। এর সঙ্গে গত বছরের জুন পর্যন্ত আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা আরও তিনটি দলও জায়গা করে নেয়। ২০ দলের বিশ্বকাপে এখনও বাকি রয়েছে ৩টি দলের জায়গা।
এখন পর্যন্ত বিশ্বকাপের টিকিট পাওয়া ১৭ দল- ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড, কানাডা, ইতালি, নেদারল্যান্ডস, নামিবিয়া ও জিম্বাবুয়ে।
মন্তব্য করুন