

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের উদ্যোগে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কর্মশালাটির আয়োজন করা হয়। এতে কালীগঞ্জ উপজেলা ছাত্রদল, বিভিন্ন ইউনিয়ন ও কলেজ ছাত্রদলের শীর্ষ দায়িত্বশীলরা অংশগ্রহণ করেন।
কর্মশালায় দেশের উন্নয়ন ও রাষ্ট্র গঠনের পরিকল্পনার অংশ হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাজনৈতিক ও সাংগঠনিক পরিকল্পনা উপস্থাপন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালীগঞ্জ) আসনে ধানের শীষের প্রার্থী সাবেক এমপি কাজী মো. আলাউদ্দীন। তিনি কর্মশালায় উপস্থিত ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়া হলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিজভী আলম সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোশ্যাল ও মিডিয়া ম্যানেজার কাজী সাজিদুর রহমান, প্রশিক্ষণ টিমের সদস্য ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের তৌহিদুর রহমান সোহাগ, ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহিনুর রহমান (শাহিন), ইউআইটিএস ইউনিভার্সিটি ছাত্রদলের সাধারণ সম্পাদক আবির হোসেন, বাংলা কলেজ ছাত্রদলের শফিউল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সামি মাহির প্রমুখ।
মন্তব্য করুন