কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৫, ০৯:২৭ এএম
অনলাইন সংস্করণ

যুদ্ধাপরাধের অভিযোগে অন্য দেশের পুলিশ প্রধানকে গ্রেপ্তার ঘিরে নাটকীয়তা

হ্যান্ডকাপ ও আদালতের সরঞ্জাম। ছবি : সংগৃহীত
হ্যান্ডকাপ ও আদালতের সরঞ্জাম। ছবি : সংগৃহীত

যুদ্ধাপরাধের অভিযোগে ইতালিতে লিবিয়ার পুলিশ প্রধানকে গ্রেপ্তার করা হয়। এ খবর আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ছড়ানোর কয়েক ঘণ্টা পর আসে ভিন্ন খবর। টানটান উত্তেজনার মধ্যে সৃষ্টি হয় নাটকীয় পরিস্থিতির। শেষমেশ ওই পুলিশ প্রধানকে গ্রেপ্তার রাখতে পারেনি ইতালি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (২১ জানুয়ারি) ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র রয়টার্সকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) পরোয়ানা অনুসারে গ্রেপ্তার হওয়া লিবিয়ার বিচারিক পুলিশের একজন জ্যেষ্ঠ সদস্যকে ইতালি মুক্তি দিয়েছে।

ইতালির বিচার মন্ত্রণালয় স্থানীয় সংবাদমাধ্যমকে বলেছে, সাময়িক সময়ের জন্য গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম নাজিম ওসেমা আলমাসরি হাবিশ। তবে লিবিয়ার সরকারি রেকর্ডে তার নাম ওসামা নজিম। মুক্তি পেয়ে এ ব্যক্তি ইতিমধ্যেই ত্রিপোলির উদ্দেশ্যে একটি ফ্লাইটে উঠেছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, আইনি জটিলতার কারণে তাকে মুক্তি দেওয়া হয়েছে। কারণ তাকে গ্রেপ্তার করা পুলিশ তাৎক্ষণিকভাবে বিচার মন্ত্রণালয়কে অবহিত করতে ব্যর্থ হয়।

আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের তথ্যের ভিত্তিতে রোববার উত্তর ইতালির শহর তুরিনে সন্দেহভাজন হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। অভিবাসী উদ্ধারকারী গোষ্ঠী এবং মানবাধিকার দাতব্য সংস্থাগুলো তার গ্রেপ্তারকে স্বাগত জানায়।

ইতালীয় দৈনিক অ্যাভভেনাইর সর্বপ্রথম গ্রেপ্তারের খবর প্রকাশ করে। তারা জানায়, নজিম লিবিয়ার বিচার বিভাগীয় পুলিশে কর্মরত থেকে ত্রিপোলিতে একটি অভিবাসী আটক কেন্দ্র পরিচালনা করছেন। তিনি শক্তিশালী সামরিক বিশেষ ডিটারেন্স ফোর্সের সাথে যুক্ত ছিলেন।

ইতালির বিচার মন্ত্রণালয় জানায়, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আইসিসি কর্তৃক ওয়ান্টেড নাজিম ইতোমধ্যে ত্রিপোলিতে ফিরে যাচ্ছেন।

তিনি লিবিয়ার বিচার বিভাগীয় পুলিশের প্রধান এবং মিতিগা কারাগারের পরিচালক ছিলেন বলে জানা গেছে। ত্রিপোলির কাছে অবস্থিত এই কারাগারে রাজনৈতিক ভিন্নমতাবলম্বী, অভিবাসী ও শরণার্থীদের নির্বিচারে আটক, নির্যাতন করা হতো। নাজিমের বিরুদ্ধে হত্যা ও ধর্ষণের অভিযোগ রয়েছে। তবে তিনি এখনো কারাগারের কোনো ভূমিকায় আছেন কি না তা স্পষ্ট নয়।

এদিকে গ্রেপ্তার ব্যক্তিকে ছেড়ে দেওয়া নিয়ে ইতালির বক্তব্যে সন্তুষ্ট নয় মানবাধিকার সংস্থাগুলো। ধারণা করা হচ্ছে, এর পেছনে অন্য কূটনৈতিক যোগসাজশ থাকতে পরে।

প্রসঙ্গত, ইতালীয় অভিবাসী উদ্ধার দাতব্য সংস্থা মেডিটেরেনিয়া, জাতিসংঘ, মানবাধিকার বিশেষজ্ঞ এবং ডক্টরস উইদাউট বর্ডার্সের মতো আন্তর্জাতিক দাতব্য সংস্থাগুলো লিবিয়ায় অভিবাসীদের ব্যাপক নির্যাতন ও শোষণের তথ্য প্রকাশ করে আসছে। তারা এসব নির্যাতন সমর্থন এবং উৎসাহিত করার পেছনের কারিগরদের সমালোচনায় মুখর। সংস্থাগুলো দীর্ঘদিন ধরে নির্যাতনে দায়ীদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার দাবিতে সোচ্চার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আজ যেসব এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না

৩০ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

সম্প্রীতির চট্টগ্রাম গড়তে রাজনীতি করছি : সাঈদ আল নোমান

শুধু বগুড়া নয়, পুরো দেশের কথা চিন্তা করতে হবে : তারেক রহমান

ক্ষমতা নয়, দায়িত্ব চাই : ডা. ফজলুল হক

বঙ্গবন্ধু ল’ কলেজের নাম পরিবর্তন

কওমি মাদ্রাসা আমাদের হৃদয়, আমাদের কলিজা : জামায়াত আমির

কুমিল্লায় বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন ‘বিদ্রোহী’ প্রার্থী

১০

রোহিতের রেকর্ড ভেঙে স্টার্লিংয়ের ইতিহাস

১১

শনিবার শুরু হচ্ছে চতুর্দশ যাকাত ফেয়ার / ‘বৈষম্যহীন, দারিদ্র্যমুক্ত সমাজ বিনির্মাণে যাকাত গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে’

১২

জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশকে আগামী সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান

১৩

কারাবন্দি যুদ্ধাপরাধীর মৃত্যু

১৪

ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা, কমান্ডো নামাচ্ছে শ্রীলঙ্কা

১৫

দেশ কোন দিকে পরিচালিত হবে এ নির্বাচন আমাদের দিকনিদের্শনা দেবে : তারেক রহমান

১৬

নির্বাচনী প্রচারণায় সহিংসতা বন্ধ করতেই হবে

১৭

চাকরিচ্যুত সেই মুয়াজ্জিনের পাশে তারেক রহমান

১৮

আ.লীগ থাকলে জামায়াত থাকবে, জামায়াত থাকলে আ.লীগ থাকবে : মাহফুজ আলম

১৯

জনসভায় বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপি প্রার্থী

২০
X