কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জুলাই ২০২৪, ০৩:৪৪ পিএম
আপডেট : ১২ জুলাই ২০২৪, ০৮:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

কার হাতে যাচ্ছে গাজার নিয়ন্ত্রণ?

ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু এবং মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ সিসি। ছবি : সংগৃহীত
ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু এবং মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ সিসি। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনি যোদ্ধা ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির একটি কাঠামো তৈরি করা হয়েছে। চু্ক্তি অনুযায়ী, যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে গাজার নিয়ন্ত্রণ ছেড়ে দিতে রাজি হয়েছেন ফিলিস্তিনি যোদ্ধারা। ওই সময় উপত্যকাটির নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখবে না ইসরায়েলও। এর বদলে গাজায় প্রতিষ্ঠিত হবে একটি অন্তর্বর্তীকালীন সরকার।

প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের খবরে দাবি করা হয়েছে, গাজায় তৃতীয় পক্ষের হাতে অন্তর্বর্তীকালীন সরকার কাঠামোতে রাজি হয়েছে উভয়পক্ষ। এখন চুক্তিটি কীভাবে কার্যকর করা হবে তা নিয়ে চলছে আলোচনা।

যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তার বরাতে ওয়াশিংটন পোস্টে মার্কিন সাংবাদিক ডেভিড ইগনাটিয়াস বলেন, চুক্তির কাঠামোতে দুই পক্ষ সম্মত। কীভাবে এটি কার্যকর করা হবে এ নিয়ে তারা আলোচনা করছে। তবে চুক্তির কাঠামো তৈরি হলেও চুক্তি যে এখনই হয়ে যাবে এমন কিছু নিশ্চিত করে বলা যাচ্ছে না।

তিনি আরও বলেন, চুক্তির মূল প্রতিবন্ধক হলো দ্বিতীয় ধাপ। এই ধাপে ফিলিস্তিনি যোদ্ধারা ইসরায়েলি পুরুষ সেনাদের মুক্তি দেবে, দুই পক্ষ একটি স্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হবে এবং ইসরায়েল তাদের সব সেনা গাজা থেকে প্রত্যাহার করে নেবে।

ডেভিড ইগনাটিয়াস আরও জানিয়েছেন, আলোচনায় বড় যে বিষয়টি পরিলক্ষিত হয়েছে সেটি হলো ফিলিস্তিনি যোদ্ধারা এবং ইসরায়েল উভয়ই গাজায় ‘অন্তর্বর্তীকালীন সরকার’ প্রতিষ্ঠার ক্ষেত্রে রাজি হওয়ার ইঙ্গিত দিয়েছে। যেটি যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে শুরু হবে। ওই সময় ফিলিস্তিনি যোদ্ধা কিংবা ইসরায়েল কেউই গাজার নিয়ন্ত্রণে থাকবে না।

গাজার নিয়ন্ত্রণ কার হাতে যাবে সে প্রসঙ্গে তিনি বলেন, উপত্যাকার নিয়ন্ত্রণ থাকবে মাহমুদ আব্বাসের ফিলিস্তিনি অথরিটি বা পিএ সমর্থিত বাহিনীর হাতে।

তিনি আরও জানিয়েছেন, গাজার নিরাপত্তা দেবে যুক্তরাষ্ট্রের প্রশিক্ষিত বাহিনী। আর এতে সমর্থন দেবে মধ্যপন্থি আরব দেশগুলো। এ বাহিনীর সদস্যদের নেওয়া হবে ফিলিস্তিনি অথরিটির ২ হাজার ৫০০ শক্তিশালী সদস্যের মধ্য থেকে।

২০০৭ সাল থেকে গাজা নিয়ন্ত্রণ করে আসছে হামাস। এর আগে থেকেই ফিলিস্তিনি অথরিটি ফাতাহের সঙ্গে তিক্ত সম্পর্ক ছিল। এখন ইসরাইলের উস্কানিতে লাখ লাখ মানুষের রক্ত ঝরার পর আবারও গাজার ক্ষমতা পেতে যাচ্ছেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ নরসুন্দর দিবস

এনআইডির জন্য শেরপুরের বাসিন্দা হিসেবে রোহিঙ্গা যুবকের আবেদন 

ঢাকায় কখন হতে পারে বজ্রবৃষ্টি, জানাল আবহাওয়া অফিস

৪৫তম বিসিএস মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

বোমা মেরে ভেনেজুয়েলার মাদকবাহী নৌকা গুঁড়িয়ে দিল যুক্তরাষ্ট্র, নিহত ৩

বায়ুদূষণে চ্যাম্পিয়ন কিনশাসা, ঢাকার অবস্থান কত

হঠাৎ স্কুলে ‘মামা’ পরিচয়ে শিক্ষার্থীদের পেটালেন যুবক, আহত ১২ 

রাজধানীতে আজ কোথায় কী

ডে কেয়ার সুবিধাসহ চাকরি দিচ্ছে ব্র্যাক

বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা

১০

১৬ সেপ্টেম্বর : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১১

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১২

১৬ সেপ্টেম্বর : আজকের নামাজের সময়সূচি

১৩

টানা ৫ দিন বৃষ্টির আভাস

১৪

ভোজ্যতেল আমদানির খরচ বাড়াল সরকার

১৫

সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তায় প্রেভেইল ফাউন্ডেশনের উদ্যোগ 

১৬

‘যারা ফ্যাসিস্ট তাদের আমরা আইনের আওতায় আনব’

১৭

কর কর্মকর্তা মাসুদুর রহমানকে বরখাস্ত

১৮

নুরের ওপর হামলাকারীদের বিচারের দাবিতে রাজধানীতে মশাল মিছিল  

১৯

হংকংকে বিদায় করে সুপার ফোরে এক পা লঙ্কানদের

২০
X