কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৫, ০৯:০৪ পিএম
অনলাইন সংস্করণ

মার্কিন ঘেঁষা জোসেফ লেবাননের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত

লেবাননের নতুন প্রেসিডেন্ট জোসেফ আউন। ছবি : সংগৃহীত
লেবাননের নতুন প্রেসিডেন্ট জোসেফ আউন। ছবি : সংগৃহীত

লেবাননের নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন সেনাপ্রধান জোসেফ আউন, যিনি যুক্তরাষ্ট্রের সমর্থনপুষ্ট।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়।

প্রতিবেদনে বলা হয়, সৌদি আরব এবং যুক্তরাষ্ট্র লেবাননের নতুন প্রেসিডেন্ট হিসেবে জেনারেল আওনের পক্ষে সমর্থন সংগ্রহে কাজ করেছে। জেনারেল আওন যিনি ওয়াশিংটন এবং রিয়াদের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। বৃহস্পতিবার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর সেনাপ্রধানের পদ থেকে পদত্যাগ করেন।

নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর জোসেফ বলেন, এটি লেবাননের জন্য একটি নতুন যুগের সূচনা।

তিনি তার বক্তব্যে লেবাননের অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট থেকে মুক্তির প্রতিশ্রুতি দেন। এ ছাড়া, তিনি দেশের অস্ত্রভাণ্ডার শুধু রাষ্ট্রীয় কর্তৃপক্ষের অধীনে থাকবে বলে ঘোষণা করেন, যা ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অস্ত্রভাণ্ডারের প্রতি একটি স্পষ্ট ইঙ্গিত ছিল।

প্রতিবেদনে আরও বলা হয়, পার্লামেন্টে ভোটাভুটির মাধ্যমে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন। ২০২২ সালের অক্টোবর থেকে লেবাননের প্রেসিডেন্ট পদ শূন্য ছিল এবং এই নির্বাচনের মাধ্যমে দীর্ঘদিনের অচলাবস্থার অবসান হলো।

প্রেসিডেন্ট নির্বাচিত হতে জোসেফ আউনকে ৬৫ ভোট প্রয়োজন ছিল। তিনি এই সংখ্যক ভোট পেয়ে নির্বাচিত হন এবং পার্লামেন্ট সদস্যদের উচ্ছ্বাসে পরিবেশ হয়ে ওঠে আনন্দময়।

এর আগে বুধবার ১২৮ আসনের পার্লামেন্টে ভোটাভুটির মাধ্যমে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। তবে প্রথম দফায় তিনি প্রয়োজনীয় এক-তৃতীয়াংশ ভোট পাননি। প্রথম দফায় জোসেফ আউন ৭১ ভোট পেয়েছিলেন, যা প্রয়োজনীয় ৮৬ ভোটের চেয়ে ১৫ ভোট কম ছিল। এরপর দ্বিতীয় দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউনের মেয়াদ ২০২২ সালের অক্টোবর শেষ হওয়ার পর থেকে এই পদ শূন্য ছিল। হিজবুল্লাহ গোষ্ঠী এবং তাদের প্রতিদ্বন্দ্বীদের মধ্যে বিরোধের কারণে আগের ১২ দফা ভোট ভেস্তে যায়। তবে, ইসরায়েলের সঙ্গে হিজবুল্লাহর যুদ্ধবিরতির পর নতুন প্রেসিডেন্ট নির্বাচনে আন্তর্জাতিক চাপ বৃদ্ধি পায়।

যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী, দুই মাসের মধ্যে লেবানন-ইসরায়েল সীমান্তে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী এবং লেবাননের সেনা মোতায়েন করা হবে। এ সময়ের মধ্যে সেনা মোতায়েনের জন্য আর মাত্র ১৭ দিন বাকি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মদের দোকানে নারীদের হামলা

হাজার কোটির পথে রণবীরের ‘ধুরন্ধুর’

ঢাকাস্থ বিদেশি দূতাবাসগুলোর নিরাপত্তা নিয়ে যা জানাল পররাষ্ট্র মন্ত্রণালয়

গার্দিওলার সম্ভাব্য বিদায়ে ম্যানসিটির কোচিং পরিকল্পনা প্রকাশ

রুমীর রহস্যজনক মৃত্যু নিয়ে যা বলল এনসিপি

আজওয়াদ আহমেদের প্রথম একক প্রদর্শনীর উদ্বোধন

জ্যাক টি৯ জয় করল কেওক্রাডং : বাংলাদেশের দুর্গম পাহাড়ে নতুন সম্ভাবনা

আরবি ভাষাকে অর্থনৈতিক হাতিয়ার ব্যবহারের তাগিদ

তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে জিয়া পরিষদের কমিটি

ভারতের অখণ্ডতা ও ওসমান হাদি ইস্যুতে জামায়াতের বিবৃতি

১০

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়লেন ইতালির অধিনায়ক

১১

খুলনা আদালত প্রাঙ্গণে জোড়া খুন / কিলিং মিশনে অংশ নেওয়া এজাজ র‌্যাবের হাতে ধরা

১২

তাইওয়ানে ভূমিকম্প, জনমনে আতঙ্ক

১৩

৭ বলেই দুই উইকেট রিশাদের, তবু হাসেনি ভাগ্য

১৪

নির্বাচন সফল হওয়ার মূল ভিত্তি জনগণ : স্বরাষ্ট্র উপদেষ্টা 

১৫

এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা, কোন বিষয়ে কত

১৬

ঢাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ, কাল গায়েবানা জানাজা

১৭

নোটিশে র‍্যালির ঘোষণা, বাস্তবে শুধু ফটোসেশন

১৮

ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুলের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ

১৯

বিশ্বমঞ্চে লাল-সবুজের জয়জয়কার / কম্বোডিয়ায় গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের ৩ স্বর্ণ পদক জয়

২০
X