কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৫, ০৮:২৪ এএম
আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ০৮:২৮ এএম
অনলাইন সংস্করণ

এবার ইসরায়েলের গোয়েন্দা সংস্থার প্রধানের পদত্যাগ

শিন বেটের প্রধান রনেন বার। ছবি : সংগৃহীত
শিন বেটের প্রধান রনেন বার। ছবি : সংগৃহীত

ইসরায়েলের ভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেটের প্রধান রোনেন পদত্যাগের ঘোষণা দিয়েছেন। আগামী ১৫ জুন তিনি পদত্যাগ করবেন।

মঙ্গলবার (২৯ এপ্রিল) ইসরায়েলের সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবরে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের হামলা ঠেকাতে ব্যর্থতার জন্য পদত্যাগের ঘোষণা দিয়েছে শিন বেটের প্রধান। তিনি আগামী ১৫ জুন পদত্যাগ করবেন।

টাইমস অব ইসরায়েল জানিয়েছে, গত মাসে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রীসভা থেকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সুপারিশে বারকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়, যা বর্তমানে ইসরায়েলের সর্বোচ্চ আদালত হাই কোর্টে আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছে।

নেতানিয়াহু বলেন, তিনি বারের উপর আস্থা হারিয়েছেন এবং হামলার আগে গোয়েন্দা ব্যর্থতার জন্য তাকে তীব্রভাবে সমালোচনা করেন। তবে বার দাবি করেন, তার বরখাস্ত রাজনৈতিক ও ব্যক্তিগত উদ্দেশ্যে অনৈতিকভাবে করা হয়েছে।

ইয়োম হাযিকরন বা স্মরণ দিবস উপলক্ষে রোববার এক অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে বার বলেন, বহু বছর নানা ফ্রন্টে কাজ করার পরেও আমরা ৭ অক্টোবরের হামলার পূর্বাভাস দিতে ব্যর্থ হই। সমস্ত নিরাপত্তা ব্যবস্থাই সেদিন ভেঙে পড়েছিল।

তিনি বলেন, আমি সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছি — এবং এই বিশেষ সন্ধ্যায়, যেখানে আমরা স্মরণ করি সাহস ও আত্মত্যাগ, আমি আমার পদত্যাগের সিদ্ধান্ত ঘোষণা করছি।

বার আরও বলেন, হামাসের হুমকিকে আমরা অবমূল্যায়ন করিনি। শিন বেট বরং বরাবরই এই হুমকিকে গুরুত্ব দিয়ে মোকাবিলা করেছে। কিন্তু তারপরও আমরা ব্যর্থ হয়েছি। এর সত্যতা এবং সংশোধন প্রক্রিয়া নির্ধারণ করতে হলে একটি পূর্ণাঙ্গ রাষ্ট্রীয় তদন্ত কমিশনের প্রয়োজন।

নেতানিয়াহুর প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ব্যক্তিগত দায়িত্ব পালনের মধ্য দিয়েই নেতৃত্বের আদর্শ গড়ে ওঠে। যারা দায়িত্ব নেয় না, তাদের নেতৃত্বের অধিকার নেই।

এর আগে গত বছর ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান মেজর জেনারেল আহারন হালিভা পদত্যাগের ঘোষণা দেন। ফিলিস্তিনের স্বাধীনতাকামী গাজা উপত্যকার ক্ষমতাসীন গোষ্ঠী হামাসের গত ৭ অক্টোবর ইসরায়েলে চালানো হামলার ঘটনায় গোয়েন্দা ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

সরায়েলের সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়, ‘সামরিক বাহিনীর গোয়েন্দা অধিদপ্তরের প্রধান গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করেছেন।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘মেজর জেনারেল আহারন হালিভা তার পদের মেয়াদ শেষ করার ও ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। নিয়ম ও পেশাদারিত্বের প্রক্রিয়া অনুযায়ী নতুন করে সামরিক বাহিনীর নতুন গোয়েন্দাপ্রধান নিয়োগ করা হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘এডমিশন ফেস্ট, স্প্রিং–২০২৬’-এর উদ্বোধন

বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

গভীর রাতে উত্তাল খুলনা বিশ্ববিদ্যালয়

ঘুম থেকে উঠে এই ৫ কাজে দ্রুত কমবে ওজন

১৪ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

হাদি হত্যার বিচার হতেই হবে : মির্জা ফখরুল

ঘোষণা আজ / জামায়াতসহ ১১ দলের আসন সমঝোতা চূড়ান্ত

‘শেয়ার শূন্য ৫ ব্যাংকের অডিটরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’

খালেদা জিয়ার রাজনৈতিক শিক্ষা সারা জীবন বয়ে চলার অঙ্গীকার ব্যারিস্টার অমির

খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় জবিতে শীতবস্ত্র বিতরণ 

১০

বাংলাদেশের সঙ্গে যোগাযোগের সব চ্যানেল খোলা : ভারতের সেনাপ্রধান

১১

ইরানি বিক্ষোভকারীদের নতুন বার্তা ট্রাম্পের

১২

নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে চীন

১৩

রাজধানীর যেসব এলাকায় গ‍্যাস বন্ধ

১৪

‘শেষ ৪ মাসে আমাকে কোনো কাজ করতে দেওয়া হয়নি’

১৫

বুধবার সায়েন্সল্যাব-টেকনিক্যাল-তাঁতীবাজার অবরোধের ঘোষণা

১৬

যে কারণে স্বতন্ত্র নির্বাচন করছেন, জানালেন তাসনিম জারা

১৭

মাদ্রাসার টয়লেটে মিলল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ

১৮

ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অটল বিসিবি : ‘এক ইঞ্চিও পিছু হটব না’

১৯

কলকাতার হয়ে খেলা পেসারকেও ভিসা দিচ্ছে না ভারত

২০
X